Thursday, November 30, 2023
বাড়িSliderশেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজ কামাল আমাদের মাঝে নেই, আধুনিক ফুটবল খেলা এবং আবাহনী ক্রীড়াচক্র গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলায় ছোট্ট শিশু থেকে শুরু করে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।’
আরিফ সোহেল:

শেখ কামাল; এক নামেই বিস্তর পরিধির অভিধা। তিনি শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্রই নন; তিনি আধুনিক ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ। আবার তিনি শুধু মুক্তিযোদ্ধাই নন; তিনি দেশ সৃজনের অন্যতম সংগঠকও। ৫ আগস্ট ছিল বহুগুণে গুণান্বিত বাংলাদেশের যুব-সমাজের প্রাগ্রসর নেতা শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে তার জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আধুনিক ক্রীড়াঙ্গনের স্বপ্নদ্রষ্টা ও রূপকার শেখ কামালকে আপন আঙিনায় বাঁচিয়ে রাখতে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ ঘোষণা করেছে। প্রথম বছরেই পুরস্কার দেওয়া হয়েছে ৭টি ক্যাটাগরিতে ৯ ক্রীড়া ব্যক্তিত্ব এবং দুটি প্রতিষ্ঠানকে। ৫ আগস্ট ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্রীড়াপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ীদের পুরস্কৃত করেছেন অনুষ্ঠান সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের প্রত্যেককে ১ লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
উৎসবমুখর আয়োজনে প্রথম বছরই হারুনুর রশিদকে আজীবন সম্মাননা; সংগঠক হিসেবে ভূমিকা পালনের জন্য সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম; ক্রীড়াবিদ ক্যাটাগরিতে ক্রিকেটার লিটন দাস; শুটার আবদুল্লাহ হেল বাকী এবং ভারোত্তোলক মোল্লা সাবিরা; উদীয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে আর্চার দিয়া সিদ্দিকী ও ক্রিকেটার শরিফুল ইসলাম, পৃষ্ঠপোষকতায় গ্রীন ডেলটা ইনসুরেন্স, ক্রীড়া সাংবাদিকতায় কাশীনাথ বসাক এবং ক্রীড়া সংস্থা হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন পুরস্কার পেয়েছে। শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের প্রবর্তন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজ কামাল আমাদের মাঝে নেই, আধুনিক ফুটবল খেলা এবং আবাহনী ক্রীড়াচক্র গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলায় ছোট্ট শিশু থেকে শুরু করে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।’
শেখ কামাল শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত ছিলেন। খেলেছেন নিজেও। কামাল ধানমন্ডি ১৯ নম্বর রোড, আবাহনী ক্লাব এলাকা ও সাত মসজিদ এলাকাসহ বিভিন্ন এলাকার যুব-সমাজকে নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থেকেছেন ও কাজ করেছেন। ১৯৪৯ সালের ৫ আগস্ট শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ কামালও ঘাতকদের বুলেটে নিহত হয়েছেন।

লেখক : সম্পাদকমণ্ডলীর সদস্য, উত্তরণ

পূর্ববর্তী নিবন্ধআগস্ট মাসের দিবস
পরবর্তী নিবন্ধসাফ ফুটবলে রানার্সআপ বাংলাদেশ
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য