০৫ অক্টোবর : ১ ডিসেম্বর চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’ নামে বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপ। মোট ১২০টি নতুন বাস নিয়ে যাত্রা শুরু এই পরিবহন ব্যবস্থার। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর প্রায় ২১ কিলোমিটারের এ রুটে প্রতি কিলোমিটারে যাতায়াত ভাড়া পড়বে ২ টাকা ২০ পয়সা।
০৯ অক্টোবর : গ্যাসে ভাসছে ভোলা, আরও ৩ কূপের সন্ধান
ভোলায় নতুন ৩টি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নতুন ৩টিসহ জেলায় সর্বমোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ৯টিতে।
১১ অক্টোবর : গার্লস টেকওভার
এক ঘণ্টার জন্য বরিশাল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নাজনিন জাহান হেনা। এদিন দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামের বাসিন্দা নাজনিন জাহান হেনা এক ঘণ্টার জন্য বরিশাল জেলার জেলা প্রশাসকের ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেন।
১২ অক্টোবর : হিন্দু বিধবারা স্বামীর সম্পত্তিতে ভাগ পাবেন
বসতভিটাসহ স্বামীর সব সম্পত্তিতে হিন্দু বিধবা নারীরা ভাগ পাবেন, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। এক্ষেত্রে হিন্দু উইমেন্স রাইটস টু প্রোপার্টি অ্যাক্ট-১৯৩৭ বাংলাদেশে প্রযোজ্য হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। ‘সম্পত্তি’ শব্দের অর্থ সব সম্পত্তি যেখানে স্থাবর বা অস্থাবর, বসতভিটা, কৃষি ভূমি, নগদ টাকা বা অন্য কোনো ধরনের সম্পত্তি। কৃষি জমি ও বসতভিটার মধ্যে পার্থক্য করার সুযোগ নেই এবং এ ধরনের সম্পত্তি বিধবার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়।
১৬ অক্টোবর : বিশ্ব ক্ষুধা সূচক
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) তথা বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই সূচকে এবার বাংলাদেশ ৭৬তম স্থানে রয়েছে। জিএইচআইয়ের ওয়েবসাইটে রাতে ‘বৈশ্বিক ক্ষুধা সূচক-২০২১’ প্রকাশিত হয়েছে। পরপর দুটি সূচকে বাংলাদেশের চেয়েও নিচে নেমে গেল ভারত। কয়েকদিন আগে আইএমএফের রিপোর্টে বলা হয়েছিল, ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতের থেকে ১১ ডলার এগিয়ে যাবে।
২০ অক্টোবর : সাগরে ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস
সাগরে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখছে জ্বালানি বিভাগ। পেট্রোবাংলার কাছে ভারতের জাতীয় প্রতিষ্ঠান ওএনজিসি ভিদেশ যে তথ্য-উপাত্ত জমা দিয়েছে তাতে বলা হচ্ছে, অগভীর সমুদ্রে ৩টি কূপ খনন করে পাওয়া যেতে পারে ১ দশমিক ৯ টিসিএফ গ্যাস।
২১ অক্টোবর : জিআই স্বীকৃতি পেল রাজশাহীর আম
গত ৬ অক্টোবর প্রকাশিত শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্ক তাদের ‘দ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনের’ (জিআই) ১০ নম্বর জার্নালে এটি প্রকাশ করা হয়েছে। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে এই স্বীকৃতি মিলেছে।
২৫ অক্টোবর : বন্যার তিন দিন আগে ফোনে যাবে সতর্কতা
বন্যাপ্রবণ এলাকাগুলোতে মানুষদের আগেভাগে সতর্কবাতা দিতে চালু হলো ডিজিটাল পদ্ধতির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা। এর ফলে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ তিন দিন থেকে সর্বনিম্ন ৩ ঘণ্টা আগে স্থানীয় মানুষদের স্মার্টফোনে বন্যার পূর্বাভাস ও সতর্কবার্তা পৌঁছে যাবে।
৩১ অক্টোবর : ৪০ টাকায় চাল, ২৭ টাকা দরে ধান কিনবে সরকার
সরকার চলতি অর্থবছরের আমন মৌসুমে ৫ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩ লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। খোলাবাজার থেকে সরকার ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। সভায় একই সময় দেড় লাখ টন গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে। ২৮ টাকা কেজি দরে এই গম কেনা হবে।
গ্রন্থনা : মো. জাকির হোসেন