Tuesday, April 16, 2024
বাড়িSliderবঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল

বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল

উত্তরণ ডেস্ক: বঙ্গবন্ধুর পলাতক চার খুনির মুক্তিযুদ্ধের বিশেষ খেতাব বাতিল করা হয়েছে। গত ৬ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রথিন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এ খেতাব বাতিল করা হয়। এর আগে গত ২ জুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী খেতাব বাতিলের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা গেজেট আকারে প্রকাশ করা হলো।
যেসব খুনির খেতাব বাতিল করা হলো তারা হলেনÑ শরিফুল হক ডালিম বীরউত্তম, নূর চৌধুরী বীরবিক্রম, রাশেদ চৌধুরী বীরপ্রতীক ও মোসলেহ উদ্দিন বীরপ্রতীক। প্রসঙ্গত, জামুকা বঙ্গবন্ধুর এ চার খুনির মুক্তিযুদ্ধের সনদ বাতিল ও সব সরকারি সুযোগ-সুবিধা এবং লাল মুক্তিবার্তাসহ অন্যান্য স্থানে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের যে স্বীকৃতি রয়েছে তা-ও প্রত্যাহারের সুপারিশ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শুধু খেতাব বাতিলে সায় দিয়েছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য