উত্তরণ ডেস্ক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্বপ্নদ্রষ্টা ও স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ হিসেবে (১৭ মার্চ ২০২০ থেকে ডিসেম্বর ২০২১) যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে বাঙালি জাতি।
মুজিববর্ষ উদযাপনের ধারাবাহিকতায় মুজিব-কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে তাকে নিবেদিত ‘পিস অ্যান্ড হারমোনি’ শীর্ষক ১৬টি কাব্য সংকলন ৫২ ভাষায় প্রকাশিত হয়েছে। অনুবাদক কবি আনিস মুহম্মদ গ্রন্থসমূহ সম্পাদনা করেছেন এবং গৌরব প্রকাশন থেকে গ্রন্থসমূহ প্রকাশিত হয়েছে। বিস্তারিত নিম্নরূপ :
১. মহান স্বাধীনতার বছর ’৭১-এর স্মারক হিসেবে দেশরত্ম শেখ হাসিনাকে নিবেদিত ৭১টি কবিতার সংকলন (মুক্তি সংস্করণ) (বাংলা-ইংরেজি)।
২. দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বছর ১৯৮১ সালকে স্মরণীয় করে রাখার জন্য ৮১টি কবিতার সংকলন স্বদেশ প্রত্যাবর্তন সংস্করণ (বাংলা-ইংরেজি)।
৩. প্রতিবন্ধী মানুষের আপনজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে ‘পিস অ্যান্ড হারমোনি’ (মানবতার জননী শেখ হাসিনাকে নিবেদিত ৭১টি নির্বাচিত কবিতা)-এর ‘ব্রেইল’ বাংলা সংস্করণ।
৪. মহান ভাষা আন্দোলনের বছর ১৯৫২, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি এবং ১৭ মে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস; এ বিষয়সমূহ স্মরণে রেখে নির্বাচিত ৫২টি কবিতা ২১ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীয় কবির অনুবাদে ক্ষুদ্র নৃগোষ্ঠীয় ১৭টি ভাষায় মাতৃভাষা সংস্করণ।
৫. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যা বর্তমানে জাতিসংঘ কর্তৃক বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত, উক্ত ঐতিহাসিক ভাষণের স্মারক হিসেবে ৭টি কবিতার সমন্বয়ে মোট ১০টি বিদেশি ভাষায় (১. আরবি ২. ফার্সি ৩. জার্মান ৪. হিন্দি ৫. চায়নিজ ৬. কোরিয়ান ৭. রুশ ৮. ফ্রেঞ্চ ৯. সুইডিশ ও ১০. তুর্কি) ১০টি কাব্য সংকলন।
৬. কবি কামাল চৌধুরীর কবিতা ‘শেখ হাসিনা : বাঙালির সম্মান’ ২১ ভাষায় (ভাষা আন্দোলন সংস্করণ)-সহ উক্ত কবিতার প্রতিটি লাইন একেকটি ভাষায় অর্থাৎ ১৬টি লাইন দক্ষিণ এশিয়ার ১৬টি ভাষায় অনূদিত হয়েছে।
৭. এছাড়া ১. নেপালিজ ২. জাপানিজ ৩. সংস্কৃত ৪. পালি ৫. কিহু-ি (কঙ্গো) ৬. ইতালি ভাষাসহ ২৮ ভাষায় রতœগর্ভা সংস্করণ প্রকাশিত হয়েছে।
৮. এক কথায়, মানবতার জননী শেখ হাসিনাকে নিবেদিত ‘পিস অ্যান্ড হারমোনি’ শীর্ষক ১৬টি কাব্য সংকলন ৫২ ভাষায় প্রকাশিত হয়েছে। ভাষাসমূহ যথাক্রমেÑ ১. বাংলা ২. ইংরেজি ৩. হিন্দি ৪. নেপালিজ ৫. জাপানিজ ৬. ফ্রেঞ্চ ৭. ইতালি ৮. জার্মান ৯. সুইডিশ ১০. স্প্যানিশ ১১. তুর্কি ১২. আরবি ১৩. ফার্সি ১৪. রুশ ১৫. চায়নিজ ১৬. কোরিয়ান ১৭. সংস্কৃত ১৮. পালি ১৯. কিহুন্ডি (কঙ্গো) ২০. মণিপুরি ২১. চাকমা ২২. রাখাইন ২৩. গুর্খা ২৪. তঞ্চজ্ঞ্যা ২৫. গারো ২৬. খিয়াং ২৭. চাক ২৮. বম ২৯. অহমিয়া ৩০. ককবরক ৩১. ম্রো ৩২. সাঁওতাল ৩৩. হাজং ৩৪. পাংখুয়া ৩৫. মণিপুরি ৩৬. বিষ্ণপ্রিয়া ৩৭. মণিপুরি ৩৮. মারাঠি ৩৯. গু-ি ৪০. মাড়িয়াল ৪১. ধানদামি মাবিয়া ৪২. পানা ৪৩. গাড়–য়া ৪৪. মাজি ৪৫. রাজগু-ি ৪৬. কোয়া/কোভি ৪৭. কালামি ৪৮. ভিলি ৪৯. ভূমিঞা ৫০. পাটাড়ি/র্প্দাানি ৫১. মাল্টো ৫২. তেলেগু।
-আনিস মুহম্মদ