উত্তরণ প্রতিবেদন: দক্ষিণাঞ্চলের পায়রা ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। পদ্মা সেতু প্রকল্পের নির্মিত টাওয়ারের সঞ্চালন লাইন দিয়ে পায়রা ও রামপাল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার মাধ্যমে বিদ্যুৎ খাতে যুগান্তকারী অধ্যায় শুরু হয়েছে।
গত ১৭ ডিসেম্বর বিকাল ৩টা ৪৬ মিনিটে ৪০০ কেভি লাইনটির প্রথম সার্কিট এবং ৩টা ৮৮ মিনিটে দ্বিতীয় সার্কিটের মাধ্যমে বাণিজ্যিকভাবে পায়রার বিদ্যুৎ বরিশাল ও গোপালগঞ্জ হয়ে পদ্মার ৭ বৈদ্যুতিক টাওয়ারের সঞ্চালন লাইনের মাধ্যমে ঢাকার আমিন বাজার গ্রিড সাব-স্টেশন থেকে জাতীয় গ্রিডে পৌঁছায়। এতে দেশের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হয়েছে। একইসাথে রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ থার্মাল পাওয়ার স্টেশনের বিদ্যুৎ মোংলা ও গোপালগঞ্জ হয়ে আমিন বাজার গিড সাব-স্টেশনে যুক্ত হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সঞ্চালন-১ এর প্রধান প্রকৌশলী মোরশেদ আলম খান বলেন, পদ্মা রিভার ক্রসিংয়ে অত্যন্ত বিরল একটি কাজ। সঞ্চালন লাইনের মাধ্যমে প্রবাহিত বিদ্যুৎ যা হবে, তা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব রাখবে। তিনি আরও বলেন, পদ্মার তলদেশে ৩৬টি পাইলের ওপর বসেছে বিদ্যুৎ টাওয়ারের প্ল্যাটফর্ম। গত জুনে সম্পন্ন হওয়া প্ল্যাটফর্ম থেকে ১২৬ মিটার উচ্চতার টাওয়ার করে সঞ্চালন লাইন সম্পন্ন হয়েছে বিজয়ের মাসে। সাড়ে ৭ কিলোমিটার পদ্মা নদীর ওপর দিয়ে যাওয়া এই সঞ্চালন লাইন জাতীয় গ্রিডকে বিশেষ উচ্চতায় নিয়েছে।