Sunday, September 24, 2023
বাড়িউত্তরণ ডেস্ক১৪-দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু

১৪-দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু

উত্তরণ ডেস্ক : ১৪-দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি গত ৮ জুলাই তার বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে সদ্যপ্রয়াত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের স্থলাভিষিক্ত হলেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। গত ১৩ জুন মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ক্ষমতাসীন জোটের এই গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘১৪-দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলের প্রবীণ নেতা আমির হোসেন আমুকে ১৪-দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে এ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।’ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আবারও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তার শূন্যতা কখনও পূরণ হবার নয়।’
আওয়ামী লীগ ও ১৪-দলের শরিক দলগুলোর সূত্রে জানা গেছে, আমির হোসেন আমুকে ১৪-দলের মুখপাত্র করার বিষয়ে ওবায়দুল কাদের সপ্তাহখানেক আগে থেকেই শরিক দলগুলোর নেতাদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। সব নেতাই আমুকে মুখপাত্র করা হলে তাদের ‘আপত্তি নেই’ বলেই জানিয়ে দিয়েছেন। বরং আওয়ামী লীগ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তারা স্বাগত জানাবেন বলেও জানিয়ে দেন।
স্বাধীনতার পর চারবার এমপি হওয়া আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বর্তমানে ঝালকাঠি-২ আসনের প্রতিনিধিত্ব করছেন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে তিনি খাদ্য, ভূমি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
প্রসংগত, ২০০৪ সালে গঠিত হয় ১৪-দলীয় জোট। শুরুতে এ জোটের সমন্বয়ক ছিলেন আবদুল জলিল। পরে প্রবীণ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী ও সর্বশেষ মোহাম্মদ নাসিমের মাধ্যমে জোটের কার্যক্রম সমন্বয় করা হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য