Monday, October 2, 2023
বাড়িক্রীড়াসাকিবে গর্বিত বাংলাদেশ

সাকিবে গর্বিত বাংলাদেশ

অনিন্দ্য আরিফ : করোনাভাইরাসের সময়কালে সুখবর যখন ধ্রুবতারা ছুঁয়ে ফেলেছে, তখন আবারও শিরোনামে সাকিব আল হাসান। শঙ্কায় মোড়ানো চাদর সরিয়ে সাকিব এনে দিলেন আনন্দবার্তা। যে বার্তা বাংলাদেশকে আরও সমুজ্জ্বল করেছে পৃথিবীর মাঝে। কী সেই বার্তা!
এতদিন বাংলাদেশের ক্রিকেটগর্ব সাকিব আল হাসান ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার তার নামটি যোগ হয়েছে শতাব্দীর সেরা ক্রিকেটারের তালিকাতেও। সাকিব এখন একুশ শতকের হিরো। তিনি দুই ভার্সানে ছাড়িয়ে গেছেন বিশ্বের অনেক সেরা ক্রিকেটারকেও। বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলির বিবেচনায় ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব। এমন স্বীকৃতি পেয়ে আপ্লুত সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার জানিয়েছেন উইজডেনের এ মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
সাকিব উইজডেনের এ অর্জন উদ্যাপন করেছেন তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেÑ ‘সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ও টেস্ট ক্রিকেটে ষষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ সাকিবের এমন সরল বক্তব্য আমরা যারা নিয়মিত ক্রিকেট নিয়ে বসবাস করি তাদের জন্য প্রাণ-চাঞ্চল্যপূর্ণ একটি খবর।
উইজডেন ক্রিকেট মান্থলি সম্প্রতি ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথভাবেÑ ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা এমভিপি’ নির্বাচন করেছে। এই নির্বাচনে ম্যাচে কোন খেলোয়াড়ের কতটা অবদান ছিল তার তুল্যমূল্য বিবেচিত হয়েছে। টি-টোয়েন্টিতে অবশ্য সেরা ২০-এ জায়গা পাননি তিনি। ওয়ানডেতে তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ। দ্বিতীয় স্থানে থাকা সাকিব পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, জ্যাক ক্যালিস, শন পোলক ও ভারতের বিরাট কোহলিদের। টেস্টে ষষ্ঠ স্থানে থাকা সাকিবের পেছনে আছেন জ্যাক ক্যালিস, শেন ওয়ার্নের মতো তারকারা। টেস্ট তালিকায় শীর্ষে শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন।
এমভিপি নির্বাচিত করতে ক্রিকভিজের ডেটা বিজ্ঞানী স্যাম গ্রিন উদ্ভাবিত ফর্মুলা ব্যবহার করা হয়েছে। যে ফর্মুলায় কোন ম্যাচে কোন খেলোয়াড় অন্যদের তুলনায় কতটা ভালো অথবা খারাপ করেছেন সেই হিসাব বের করা হয়েছে। এরপর নির্বাচিত সময়ে খেলা সব ম্যাচের পয়েন্ট যোগ করার পর গড় বের করা হয়েছে। এই শতাব্দীর সবচেয়ে মূল্যবান খেলোয়াড় বের করতে গিয়ে অবশ্য উইজডেন ক্রিকেট মান্থলি বলেছে তারা ‘সেরা’ খেলোয়াড় নির্বাচন করেনি; বরং খুঁজে বের করেছে এই সময়ে সবচেয়ে বেশি প্রভাব রাখা ক্রিকেটারদের।


এই নির্বাচন প্রক্রিয়ায় প্রতিটি ম্যাচে একটি ক্রিকেটারের কতটা অবদান ছিল, তা মূল্যায়ন করা হয়েছে। বিচারকার্য শেষে দেখা গেছে ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় মূল্যবান ক্রিকেটার বা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব। যেখানে টেস্টে তার অবস্থান ষষ্ঠ।

টেস্টের সেরা ১০
১. মুত্তিয়া মুরালিধরন, শ্রীলংকা, ৯৭.৫
২. রবীন্দ্র জাদেজা, ভারত, ৯৭.৩
৩. স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া, ৯১.৭
৪. গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া, ৮৯.৬
৫. শন পোলক, দক্ষিণ আফ্রিকা, ৮৪.৯
৬. সাকিব আল হাসান, বাংলাদেশ, ৮৪.২
৭. জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা, ৮৩.৯
৮. রবিচন্দ্রন অশ্বিন, ভারত, ৮৩.৯
৯. প্যাট কমিন্স, অস্ট্রেলিয়া, ৮৩.৩
১০. শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়া, ৮১.০২

ওয়ানডের সেরা ১০
১. অ্যান্ড্রু ফ্লিনটফ, ইংল্যান্ড, ২১.৩
২. সাকিব আল হাসান, বাংলাদেশ, ২০.৮
৩. গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া, ২০.৬
৪. এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা, ২০.৪
৫. কেন উইলিয়ামস, নিউজিল্যান্ড, ১৯.১
৬. বিরাট কোহলি, ভারত, ১৮.৯
৭. শন পোলক, দক্ষিণ আফ্রিকা, ১৭.১
৮. হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকা, ১৭.১
৯. নাথান ব্র্যাকেন, অস্ট্রেলিয়া, ১৭.০
১০. জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা, ১৬.৯

টি-টোয়েন্টির সেরা ১০
১. রশিদ খান, আফগানিস্তান, ৭.১
২. যশপ্রীত বুমরা, ভারত, ৬.৭
৩. ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া, ৬.২
৪. সুনীল নারাইন, ওয়েস্ট ইন্ডিজ, ৬.২
৫. এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা, ৫.৭
৬. ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ, ৫.৬
৭. এভিন লুইস, ওয়েস্ট ইন্ডিজ, ৫.৫
৮. লাসিথ মালিঙ্গা, শ্রীলংকা, ৫.২
৯. ওয়াহাব রিয়াজ, পাকিস্তান, ৫.০
১০. কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকা, ৫.০

পূর্ববর্তী নিবন্ধদিনপঞ্জি : জুন ২০২০
পরবর্তী নিবন্ধকৃষিই দেখাচ্ছে আশা
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য