Monday, October 2, 2023
বাড়িSliderশেখ হাসিনা নবমবার আওয়ামী লীগ সভাপতি

শেখ হাসিনা নবমবার আওয়ামী লীগ সভাপতি

ওবায়দুল কাদের পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত

উত্তরণ প্রতিবেদন: অব্যাহতি চেয়েও পেলেন না ৩৮ বছর ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং হাজার হাজার কাউন্সিলরের অনড় দাবি ও পূর্ণ সমর্থনে সর্বসম্মতিক্রমে নবমবারের মতো সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর এই জ্যেষ্ঠ কন্যা। সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের দুদিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকে নির্বাচিত ঘোষণা করলে মিলনায়তনে উপস্থিত সাড়ে ৭ সহস্রাধিক কাউন্সিলর উল্লাসে ফেটে পড়েন। গগনবিদারী সেøাগানে পুরো এলাকা প্রকম্পিত হয়।
নবমবারের মতো সভাপতির দায়িত্ব প্রদানে কাউন্সিলরসহ দলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা যে গুরুদায়িত্ব আমার ওপর আবারও অর্পণ করলেন, তা আমি বহন করব। ৩৮ বছর একটা দলের সভাপতি, তবে একটা সময় আমাকে বিদায় নিতে হবে। আমার বয়স হয়েছে, আমার বয়স এখন ৭৩। তাই আগামীতে নতুন সভাপতি আপনাদের (কাউন্সিলর) বেছে নিতে হবে।’ এ-সময় কাউন্সিলররা ‘নো নো’ বলে গোটা প্যান্ডেল প্রকম্পিত করে তোলেন। গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিম-লীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, বিভাগীয় সম্পাদকীয় পদ ও উপদেষ্টা পরিষদ সদস্যদের নাম ঘোষণা করেন এবং কাউন্সিলরদের কণ্ঠভোটে তা অনুমোদন করিয়ে নেন। একই সঙ্গে আগামী তিন বছরের জন্য দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডও কাউন্সিলের অনুমোদন নিয়ে গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ (২০১৯-২২)
ডা. এসএ মালেক, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, অ্যাডভোকেট মো. রহমত আলী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহম্মেদ রাজু এমপি, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, ব্যারিস্টার শফিক আহমেদ, সৈয়দ আবু নসর অ্যাডভোকেট, শ্রী সতীশ চন্দ্র রায়, প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ডা. রুহুল হক এমপি, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, কাজী আকরাম উদ্দীন আহমদ, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড. হামিদা বানু, প্রফেসর ড. মো. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এএফএম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, খন্দকার গোলাম মওলা নকশবন্দী, ড. মির্জা এমএ জলিল, ড. প্রণব কুমার বড়–য়া, মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক পিএসসি (অব.), প্রফেসর ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, প্রফেসর খন্দকার বজলুল হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, আলহাজ মকবুল হোসেন, চৌধুরী খালেকুজ্জামান, মোজাফ্ফর হোসেন পল্টু, অ্যাডভোকেট মো. আবদুল বাসেত মজুমদার, শ্রী মুকুল বোস, সালমান এফ রহমান এমপি, ইনাম আহমেদ চৌধুরী, আতাউর রহমান, জয়নাল হাজারী।

বাংলাদেশ আওয়ামী লীগ
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (২০১৯-২২)
সভাপতি : শেখ হাসিনা এমপি; সভাপতিম-লীর সদস্য : সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ এমপি, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, শ্রী রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, শাজাহান খান এমপি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান; সাধারণ সম্পাদক : ওবায়দুল কাদের এমপি; যুগ্ম-সাধারণ সম্পাদক : মাহবুব-উল-আলম হানিফ এমপি, ডা. দীপু মণি এমপি, ড. হাছান মাহমুদ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম; অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক : বেগম ওয়াসিকা আয়েশা খানম এমপি; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : ড. শাম্মী আহমেদ; আইন বিষয়ক সম্পাদক : অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু; কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক : ফরিদুন্নাহার লাইলী; তথ্য ও গবেষণা সম্পাদক : ড. সেলিম মাহমুদ; ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক : শ্রী সুজিত রায় নন্দী; দপ্তর সম্পাদক : ব্যারিস্টার বিপ্লব বড়–য়া; প্রচার ও প্রকাশনা সম্পাদক : ড. আবদুস সোবহান গোলাপ এমপি; বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক : দেলোয়ার হোসেন; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর; মহিলা বিষয়ক সম্পাদক : মেহের আফরোজ চুমকি এমপি; মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক : অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি; যুব ও ক্রীড়া সম্পাদক : হারুনুর রশীদ; শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক : শামসুন নাহার চাঁপা; শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক : হাবিবুর রহমান সিরাজ; সংস্কৃতি বিষয়ক সম্পাদক : শ্রী অসীম কুমার উকিল এমপি; স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক : ডা. রোকেয়া সুলতানা; সাংগঠনিক সম্পাদক : আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, এসএম কামাল হোসেন, মির্জা আজম এমপি, অ্যাডভোকেট আফজাল হোসেন, সফিউল আলম চৌধুরী নাদেল; উপ-দপ্তর সম্পাদক : সায়েম খান; উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক : আমিনুল ইসলাম; সদস্যবৃন্দ : আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, নূরুল ইসলাম ঠা-ু, বদর উদ্দীন আহমদ কামরান, দীপঙ্কর তালুকদার এমপি, অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, বেগম আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল করিব কাওছার, প্রফেসর মেরিনা জাহান, পারভীন জামান কল্পনা, হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, মো. গোলাম কবীর রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা।

সংসদীয় বোর্ড
শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও মো. রাশিদুল আলম। বাকি নামগুলো পরবর্তীতে ঘোষণা করা হবে।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড
শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্ল্যাহ, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, মো. রাশিদুল আলম, মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান ও ড. আবদুস সোবহান গোলাপ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য