Monday, December 4, 2023
বাড়িউত্তরণ ডেস্কশেখ হাসিনার প্রতি ৭০ শতাংশ মানুষের সমর্থন

শেখ হাসিনার প্রতি ৭০ শতাংশ মানুষের সমর্থন

যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআই-র জরিপ

উত্তরণ ডেস্ক :
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে দেশব্যাপী একটি জরিপ চালিয়েছে। ওই জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে সমর্থন দিয়েছেন দেশের ৭০ শতাংশ মানুষ। গত ৮ আগস্ট আইআরআই-র ওয়েবসাইটে ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, মার্চ-এপ্রিল ২০২৩’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলতি বছরের ১ মার্চ থেকে ৬ এপ্রিল দেশের ৬৪টি জেলার ১৮ বছর বা তার বেশি বয়সী ৫ হাজার অংশগ্রহণকারীর ওপর ওই জরিপ পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
জরিপের ফলে দেখা গেছে, বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনসমর্থন ধরে রেখেছে। তবে বিরোধী দলের জনপ্রিয়তাও বেড়েছে। ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমের কারণে ৭০ শতাংশ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজ করছেন। ২০১৮ সালের তুলনায় চলতি বছর ৪ শতাংশ বেশি অংশগ্রহণকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এমন মত দিয়েছেন।
জরিপ বলছে, প্রধানমন্ত্রী ও তার সরকারের জনপ্রিয়তা বাড়ার কারণ হিসেবে দেখা হচ্ছে, প্রথমত কোভিড-১৯ মোকাবিলায় সাফল্য। এরপর রয়েছে অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তৃতকরণ।
জরিপ অনুসারে দেশের সড়ক, মহাসড়ক ও সেতুতে এ-সময়ে ৮৭ শতাংশ উন্নয়ন হয়েছে। দেশের ৮৬ শতাংশ মানুষ সুপেয় পানি পাচ্ছে। দেশের ৮৪ শতাংশ মানুষ সার্বক্ষণিক বিদ্যুৎ পাচ্ছে। এছাড়া ৭৭ শতাংশ নাগরিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাচ্ছে। সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে এসব সম্ভব হয়েছে বলেও জরিপে উঠে এসেছে। শিক্ষাক্ষেত্রে ৮১ শতাংশ উন্নয়ন হয়েছে বলেও উঠে এসেছে জরিপে। সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে সহিংস চরমপন্থা ও মৌলবাদ হ্রাস পেয়েছে। দেশে আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্র শক্তিশালী হয়েছে বলেও মনে করেন জরিপে অংশগ্রহণকারীরা। গত কয়েক বছরে দেশে গুম প্রতিরোধ হয়েছে বলে মনে করেন ৫৪ শতাংশ অংশগ্রহণকারী। ৫৮ শতাংশ মানুষ মনে করে, দুর্নীতি তাদের দৈনিক জীবনে তেমন কোনো প্রভাব ফেলেনি। অন্যদিকে ৯ শতাংশ মানুষ মনে করে, দুর্নীতি তাদের জীবনের প্রতিমাসে প্রভাব ফেলে।
এই জরিপের রিপোর্টে বলা হয়েছে, নির্বাচনী ব্যবস্থা স্বচ্ছ ও সুষ্ঠু হলে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী বাংলাদেশিরা। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯২ শতাংশ বলেছেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে চান। ৫৭ শতাংশ বলেছেন, তারা খুব বেশি আশাবাদী ভোট দেওয়ার ব্যাপারে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য