Monday, December 4, 2023
বাড়িউত্তরণ ডেস্কশেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণ

শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণ

উত্তরণ ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক জনপ্রিয়তার কথা উঠে এসেছে। এ নিয়ে গত ১০ আগস্ট রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ৩ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ফেসবুক পোস্টে জয় উল্লেখ করেন, সম্প্রতি বাংলাদেশের ৬৪ জেলায় জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। তাদের ওয়েবসাইটে প্রকাশিত ঐ জরিপে বলা হয়, ২০১৮ সালের তুলনায় চলতি বছর শেখ হাসিনা ভালো কাজ করছেন এমন মত দিয়েছেন ৪ শতাংশের বেশি মানুষ। এটি আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি জনসমর্থনের কারণে সৃষ্টি হয়েছে বলে জানায় আইআরআই। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে এই জরিপ পরিচালনা করে তারা। সজীব ওয়াজেদ জয় বলেন, বিএনপি ও জামাতের শত মিথ্যা প্রোপাগান্ডা শেখ হাসিনার জনপ্রিয়তায় কোনো প্রভাব ফেলতে পারেনি এবং পারবেও না। কারণ শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে যে-কথা দেন, সেই কথা তিনি রাখেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য