Monday, October 2, 2023
বাড়িউত্তরণ প্রতিবেদনশেখ হাসিনার অর্জন বিসর্জন দিলে দল করা যাবে না

শেখ হাসিনার অর্জন বিসর্জন দিলে দল করা যাবে না

আওয়ামী লীগের আলোচনায় নেতৃবৃন্দ

উত্তরণ প্রতিবেদন : আওয়ামী লীগের সিনিয়র নেতারা দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এবং অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আওয়ামী লীগ করে ক্ষমতায় দাপট দেখাবেন, শেখ হাসিনার অর্জনকে বিসর্জন দিবেন, তাদের এ দল করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শেখ হাসিনা শতভাগ সৎ। আমাদের রাজনীতি, আমাদের ধ্যান-ধারণা সবকিছু বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে। শেখ হাসিনার আদর্শ ধারণ করে তার লক্ষ্য বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করতে পারি-শেখ হাসিনার জন্মদিনে সেটাই হোক আমাদের শপথ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে এতিমদের শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের পোশাক ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গত ২৯ সেপ্টেম্বর পুরান ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে বেসরকারি সেবা সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের আঞ্জুমান শেঠ ইব্রাহিম মোহাম্মদ ডুপ্লে বালক হোম ও এবিএমজি কিবরিয়া বালিকা হোমের শিক্ষার্থীদের মাঝে এই উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ক্ষমতাসীন দল করবেন, ক্ষমতায় দাপট দেখাবেন, শেখ হাসিনার অর্জনকে বিসর্জন দিবেন, তাদের এ দল করতে দেওয়া হবে না। ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ একটা গুরুত্বপূর্ণ জায়গা। জাতির পিতা এই সূত্রাপুর থেকে নির্বাচনে পাস করেছিলেন। সেই সূত্রাপুরে দাঁড়িয়ে আমি আপনাদের বলব। দল করতে গিয়ে যারা নিজের বিবেক-ইমান অর্থের কাছে বিকিয়ে দেয়, বিক্রি করে দেয়Ñ তারা মানুষ হতে পারে না, তারা অমানুষ। সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা। একটি কথা আল্লাহ্কে হাজির-নাজির জেনে নিজের বিবেকে জিজ্ঞেস করে বলেন তো, রাস্তা দিয়ে হাঁটেন, বিয়ে-শাদিতে যান, সুন্নতে খাৎনায় যান, মসজিদে যান, জু’মা পড়তে যান, কোথাও কি শেখ হাসিনার সততা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয়? উত্থাপিত হয় আমাদের নিয়ে, আমাদের কথাবার্তা, চালচলনে মানুষ ব্যথিত হয়, ব্যথিত হয়ে জনগণ শেখ হাসিনা থেকে দূরে সরে যায়। শেখ হাসিনাকে দূরে সরানো যাবে না। শেখ হাসিনা জনগণের নেত্রী, বিশ্বনেত্রী।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, শেখ হাসিনা শতভাগ সৎ। আমাদের রাজনীতি, আমাদের ধ্যান-ধারণা সবকিছু শেখ হাসিনাকে ঘিরে। ১৯৭৫ সালের পর, বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা রাজনীতিতে এসেছি। সে-কারণে আমাদের সমস্ত আদর্শ হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার আদর্শ ধারণ করে তার লক্ষ্য বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করতে পারি, শেখ হাসিনার জন্মদিনে সেটাই হোক আমাদের শপথ।
তিনি বলেন, আমরা শেখ হাসিনার একজন সৈনিক দাবি করে কারও বাড়ি দখল করলাম। শেখ হাসিনার সৈনিক দাবি করে বিভিন্ন দুর্নীতির মধ্যে আমরা জড়িয়ে পড়ব, শেখ হাসিনার কর্মী দাবি করে আমরা মানুষকে ফাঁকি দিব। এ-ধরনের কোনো কাজ যাতে আমরা না করি। শেখ হাসিনা এই দেশের মানুষের জন্য কি না করেছেন। তিনি তার বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ভাইসহ পরিবারের ১৮ জন সদস্যকে হারিয়েছেন, ছোট ভাই শেখ রাসেলকে হারিয়েছেন। এই বেদনা নিয়ে তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী বলেন, জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন বিশ্ব মানবতার মা। আজ থেকে ২০ বছর আগে নেদারল্যান্ডের হেগে জাতিসংঘের সাবেক মহাসচিব শান্তির সম্মেলনে সেদিন বলেছিলেন, ‘জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলার নেত্রী নন, সারাবিশ্বকে নেতৃত্ব দেয়ার যোগত্যা রাখেন।’ জাতিসংঘের ৭৬তম অধিবেশনে মুকুট মণি খেতাবে ভূষিত হওয়ায় আমরা তাকে অভিবাদন জানাচ্ছি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য