Sunday, September 24, 2023
বাড়িউত্তরণ ডেস্কলেবার পার্টির ছায়া অর্থমন্ত্রী টিউলিপ সিদ্দিক

লেবার পার্টির ছায়া অর্থমন্ত্রী টিউলিপ সিদ্দিক

উত্তরণ ডেস্ক

যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি (অর্থমন্ত্রী) হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। একই সঙ্গে তিনি লন্ডনের ফিন্যান্সিয়াল সিটির ছায়ামন্ত্রী হিসেবেও থাকবেন।
টিউলিপ শ্যাডো চ্যান্সেলর রিচার্ড রিপস এমপির টিমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তিনি ব্যাংক, ইনসিওরেন্সসহ সামগ্রিক আর্থিক খাতের সরকারের কর্মকা-ের ওপর লেবার পার্টির হয়ে নজরদারি করবেন। এক টুইট বার্তায় টিউলিপ নিজেই নতুন দায়িত্বের কথা জানিয়েছেন।
টিউলিপ ২০১৬ সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আরলি ইয়ার এডুকেশনে শিশু কল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেছেন। এছাড়া লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিনের প্রথম ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি।
টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতাবিষয়ক কমিটিরও দায়িত্ব পালন করেছেন। পরপর দুবার হ্যামস্টিড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি পদে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য