Wednesday, October 4, 2023
বাড়িউত্তরণ ডেস্কযুবলীগের নতুন সভাপতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন...

যুবলীগের নতুন সভাপতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল

উত্তরণ ডেস্ক: যুবলীগের নতুন সভাপতি হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। একই সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ মনির বড় ছেলে ৫১ বছর বয়সি শেখ ফজলে শামস পরশ এতদিন রাজনীতি থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন নিজেকে। গত ১০ বছর ধরে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর পাস করেন পরশ। এরপর যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে আবার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গত ২৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের কাউন্সিল অধিবেশন শুরু হয়, যাতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। কাউন্সিলের নেতৃত্ব নির্বাচনের অধিবেশনে কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান চয়ন ইসলাম পরবর্তী চেয়ারম্যান হিসেবে পরশের নাম প্রস্তাব করেন। তখন বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশীদ তা সমর্থন করেন। আর কোনো নামের প্রস্তাব না ওঠায় পরশের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এ-সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে-বাইরে হাজারো নেতাকর্মী বিপুল করতালি এবং স্লোগান দিয়ে পরশকে স্বাগত জানান। নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার পর সাধারণ সম্পাদক হিসেবে ছয়জনের নাম প্রস্তাব করেন কাউন্সিলররা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য