Wednesday, October 4, 2023
বাড়িনবম বর্ষ, দশম সংখ্যা, সেপ্টেম্বর-২০১৯“মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের জন্যও কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী”

“মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের জন্যও কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী”

উত্তরণবার্তা প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, মুক্তিযোদ্ধারা এ জাতির গর্ব, এ জাতির গৌরব, এ জাতির অহংকার। অনেকের লক্ষ কোটি টাকা হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে কিন্তু একজন মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই। ফলে মুক্তিযোদ্ধারা জাতির বীর সন্তান। এই গর্বের জায়গাটা কেউ স্পর্শ করতে পারবে না। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যত প্রকার সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন সেগুলো দিয়ে যাচ্ছেন। মুক্তিযোদ্ধার পরিবার, তার সন্তান এমনকি তাদের পরবর্তী প্রজন্ম যাতে রাষ্ট্রের সকল সুবিধা পেতে পারেন সেজন্য সবকিছু তিনি নিশ্চিত করবেন।

আজ রবিবার পিরোজপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে বহমান, বঙ্গবন্ধুর ডাকে যারা মুক্তিযুদ্ধে সাড়া দিয়েছিলেন, তাদেরকে এ জাতীর উজার ভালোবাসা, অবনত চিত্তে শ্রদ্ধা করা কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন অন্য কেউ নয়।

পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ অ্যানী রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক নাহিদ ফারজানা ছিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা ছিদ্দিকী, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী প্রমুখ।

উত্তরণবার্তা/ইব

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য