Monday, December 4, 2023
বাড়িউত্তরণ প্রতিবেদনমধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন

মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন

উত্তরণ প্রতিবেদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস হলো দলটি সব সময় নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। পাশাপাশি দেশের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রেখেছে। বাংলাদেশের অগ্রগতি মূলত যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ায় তার সরকার যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সমগ্র বাংলাদেশকে একটি যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনাই ছিল তার সরকারের প্রচেষ্টা। এখন আমরা দাবি করতে পারি, দেশের সমগ্র এলাকার মাঝেই যেন যোগাযোগটা স্থাপিত হয় সে-কাজটি আমরা করতে সক্ষম হয়েছি।
গত ১০ অক্টোবর নড়াইলে মধুমতি নদীর ওপর নির্মিত দেশের প্রথম ছয়-লেন বিশিষ্ট মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আরও বলেন, সমগ্র বাংলাদেশ সফর করে তিনি যে বিষয়টি অনুধাবন করেছেন, তা হচ্ছে সর্বাগ্রে প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যা সাধ্যমতো তিনি করে চলেছেন। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা সকলে মিলে নিরলস পরিশ্রম করে যাব, এটাই হোক আমাদের অঙ্গীকার।
প্রধানমন্ত্রী তার কার্যালয়ের চামেলী হল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতু দুটির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কাউকাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান বক্তব্য রাখেন।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে, যা স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত। এটি নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর এবং ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে। নড়াইলে নির্মিত দেশের প্রথম ছয়-লেন বিশিষ্ট এই মধুমতি সেতু শুধু যোগাযোগ ব্যবস্থাই বদলে দেবে না, ব্যবসা-বাণিজ্যেও বড় ধরনের প্রভাব ফেলবে। এর সুফল পাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ পুরো দেশের মানুষ। দেশের অভ্যন্তরীণ এবং ভারতীয় পণ্য সরবরাহের ক্ষেত্রেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে, তৃতীয় শীতলক্ষ্যা সেতু, যা বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের নামে নামকরণ করা হয়েছে, এটি নারায়ণগঞ্জ শহরকে বন্দর উপজেলার সঙ্গে সংযুক্ত করবে। ১ দশমিক ২৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলগামী যানবাহন এবং একইভাবে চট্টগ্রাম থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহন যানজট এড়াতে এবং সময় বাঁচাতে নারায়ণগঞ্জ শহরকে বাইপাস করতে সক্ষম হবে, এতে রাজধানীর ওপর যানবাহনের চাপও অনেক কমে যাবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য