উত্তরণ ডেস্ক: বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণের সূচকে আট ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত ২৪ অক্টোবর বিশ্বব্যাংক প্রকাশিত ‘ডুয়িং বিজনেস-২০২০’ প্রতিবেদনের সূচকে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে ১৬৮তম অবস্থানে। আগের বছরের সূচকে বাংলাদেশ ছিল ১৭৬তম অবস্থানে। ব্যবসা শুরুর প্রক্রিয়া, বিদ্যুৎ সংযোগ ও ঋণপ্রাপ্তি প্রক্রিয়া আগের চেয়ে সহজ হওয়ায় বাংলাদেশের এ অগ্রগতি। দক্ষিণ এশিয়ায় আগের বছর সবকটি দেশের পেছনে থাকলেও এবার আফগানিস্তানের ওপরে রয়েছে বাংলাদেশ। তবে এ-বছর ভারত ১৪ ধাপ এগিয়ে ৬৩তম অবস্থানে, পাকিস্তান ২৮ ধাপ এগিয়ে ১০৮তম অবস্থানে, নেপাল ১৬ ধাপ এগিয়ে ৯৪তম অবস্থানে, শ্রীলংকা ১ ধাপ এগিয়ে ৯৯তম অবস্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তান ছয় ধাপ পিছিয়ে ১৭৩তম অবস্থানে নেমেছে।
এ-বছর ব্যবসা সহজীকরণের জন্য যে ২০টি দেশ সবচেয়ে বেশি অগ্রগতি দেখিয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বাংলাদেশ প্রসঙ্গে বলেছে, মূলত ৩টি ধাপে বড় অগ্রগতি হওয়ায় বাংলাদেশ এগিয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ফি কমানো এবং ডিজিটাল সার্টিফিকেট ফি তুলে দেওয়ায় ব্যবসা শুরুর জন্য খরচ কমেছে। আগের বছরের তুলনায় বিদ্যুৎ সংযোগ আরও দ্রুত হয়েছে। তাছাড়া নতুন বিদ্যুৎ সংযোগ পেতে জামানতের পরিমাণ কমানো হয়েছে। ঋণ গ্রহণের তথ্য পাওয়ার পদ্ধতি অনেক সহজ ও উন্নত হয়েছে। এ-বিষয়কে বাংলাদেশের ব্যবসা সহজীকরণে বড় অগ্রগতি বলেছে বিশ্বব্যাংক।
ব্যবসা সহজীকরণ সূচকে ৮ ধাপ এগোল বাংলাদেশ
আরও পড়ুন