Monday, December 4, 2023
বাড়িউত্তরণ-২০২৩ত্রয়োদশ বর্ষ, পঞ্চম সংখ্যা, এপ্রিল-২০২৩বিবিএসের জরিপ : দেশে বেকারের সংখ্যা কমেছে

বিবিএসের জরিপ : দেশে বেকারের সংখ্যা কমেছে

উত্তরণ প্রতিবেদন: দেশে এখন ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। এর আগে ২০১৭ সালের জরিপে বেকারের সংখ্যা ছিল ২৭ লাখ। এই সময়ে দেশে পুরুষ বেকারের সংখ্যা বাড়লেও উল্লেখযোগ্যভাবে কমেছে নারী বেকারের হার। ফলে পাঁচ বছরের ব্যবধানে সার্বিক বেকার কমেছে ৭০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুযায়ী এই পাঁচ বছরে দেশে প্রায় ১ কোটি মানুষ শ্রমবাজারে এসেছে। শতাংশের হিসাবে দেশে এখন ৩ দশমিক ৬ শতাংশ বেকার। আগের হিসাবে এই হার ছিল ৪ দশমিক ২ শতাংশ।
গত ২৯ মার্চ পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে শ্রমশক্তি জরিপ ২০২২-এর ফলাফল তুলে ধরা হয়। শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী বেকার জনবলের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজারের মধ্যে পুরুষ ১৬ লাখ ৯০ হাজার, নারী ৯ লাখ ৪০ হাজার। ২০১৬-১৭-এর রিপোর্ট অনুযায়ী ২৭ লাখ মানুষ বেকার ছিল। তার মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১৩ লাখ ছিল। অর্থাৎ, পুরুষ বেকারের সংখ্যা বাড়লেও কমেছে নারী বেকারের সংখ্যা। জরিপ অনুযায়ী দেশে শিল্প খাতে কর্মসংস্থান কমেছে। কিন্তু কৃষি ও সেবা খাতে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় বেকারের হার কমে এসেছে। করোনার সময় সারাবিশ্বে যখন বেকারত্ব বেড়েছে, তখন দেশে কীভাবে কমল, সেই প্রশ্ন করা হলে অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেন, করোনার কারণে অনেক মানুষ গ্রামে ফিরে গেছে। তারা কৃষিকাজে নিয়োজিত হয়েছে। ফলে কৃষি খাতে কর্মসংস্থান বেড়েছে। তিনি বলেন, মহামারির সময় বেকার ও দারিদ্র্যের হার দুটিই কমেছে। সরকার বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার কারণে কর্মসংস্থান বেড়েছে। সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের হিসাবে ঢাকা শহরে করোনার সময় ২০ শতাংশ থেকে দারিদ্র্য কমে ১৬ শতাংশ হয়েছে। অতি দরিদ্র মানুষের সংখ্যাও ১০ শতাংশ থেকে কমে আটে নেমে এসেছে। তিনি বলেন, সরকার বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ দিয়েছে। আপনারা গভীরে গেলেই বুঝবেন দেশে দারিদ্র্য কমেছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, করোনার সময় কর্মসংস্থান কমেনি, বরং বেড়েছে। শহর ছেড়ে অনেকে গ্রামে গিয়ে মাছ ও সবজির চাষ করেছেন। অনেকে মিষ্টিকুমড়া চাষ করেছেন। এ সময় নারীর কর্মসংস্থানও বেড়েছে। ভারত-পাকিস্তানের চেয়েও দ্বিগুণ হারে বাংলাদেশে নারীরা কর্মসংস্থানে রয়েছেন। তবে শহরে নারীর কর্মসংস্থান কমলেও গ্রামে বেড়েছে। তিনি আরও বলেন, এক বছরের ব্যবধানে গ্রামে মজুরি বৃদ্ধির সূচক প্রায় ২৬ শতাংশ বেড়েছে। এটাই প্রমাণ করে, গ্রামে কর্মসংস্থান বেড়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য