Monday, October 2, 2023
বাড়িSliderবিএনপি থেকে সাবধান

বিএনপি থেকে সাবধান

উত্তরণ প্রতিবেদন: ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে গত ২৯ অক্টোবর রাজধানীর শেরে বাংলা নগরে (পুরনো বাণিজ্য মেলা প্রাঙ্গণ মাঠ) দলের লাখো নেতা-কর্মীদের ঢল নেমেছিল। সকাল থেকে ঢাকার বিভিন্ন উপজেলা থেকে লাল-সবুজসহ বিভিন্ন রঙের টি-শার্ট ও ক্যাপ পরে ঢাকঢোল বাজিয়ে, ব্যান্ড পার্টি নিয়ে মিছিল করে সম্মেলনে অংশ নিতে থাকেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। দুপুর ২টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার মধ্যেই সম্মেলনস্থলে ঢাকা জেলার নেতা-কর্মীদের জন্য রাখা ২২ হাজার চেয়ার ভরে যায়। পরবর্তী সময়ে জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা মাঠের আশপাশের রাস্তায় অবস্থান নেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান রীতিমতো জনসমুদ্রে রূপ নেয়। পুরো সম্মেলনস্থল উপস্থিত লাখো নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
৭টি ইউনিট নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ইউনিট গঠিত। দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ী হবে, কেউ হারাতে পারবে না। ভোট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হেরে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘রেগে গেলে আরও হেরে যাবেন। আর রাগ কইরেন না।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ‘টাকার বস্তার ওপর শুয়ে আছেন’- মন্তব্য করে তিনি বলেন, ‘মির্জা ফখরুল এখন চাঙ্গা হয়ে গেছেন। টাকা পাচ্ছে তো। আরব আমিরাতের, দুবাইয়ের টাকা। ফখরুল মহাখুশি। টাকা ওড়ে আকাশে-বাতাসে, টাকা ওড়ে পাড়ায়-মহল্লায়। আমরা খোঁজ পেয়েছি কারা টাকা পাঠায়। ব্যবস্থা হবে।’ ‘টাকার খেলা হবে না, খেলা হবে জনগণের’Ñ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তাদের বিরুদ্ধে খেলা হবে, প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে খেলা হবে। বিএনপি স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছে দাবি করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় রিজার্ভই ছিল না। তারা রিজার্ভ খেয়ে ফেলেছিল। বিএনপি এদেশের অর্থনীতি গিলে ফেলেছে, মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শ গিলে ফেলেছে। এবার যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে দেশ গিলে খাবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘বড় লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি, বিএনপি থেকে সাবধান। বিএনপি মারমুখি আচরণ করছে।’ বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। সেটা আর হবে না। আদালত মিউজিয়ামে পাঠিয়েছে। আমাদের দোষ নেই। আমরা তো নিষিদ্ধ করিনি। বিএনপি নির্বাচনে যাবে। গাধা পানি ঘোলা করে খায়। সময় আসলে দেখা যাবে।’
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবন্দ ও মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য