ডিসেম্বর ২০০১
উত্তরণ ডেস্ক:
০১ ডিসেম্বর : জাতির পিতার পরিবার-সদস্যগণের বিশেষ নিরাপত্তা আইন বাতিলের বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ। সুধীসমাজের প্রতিবাদ ও নিন্দা।
০২ ডিসেম্বর : সংসদে জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা (রহিতকরণ) বিল ২০০১ পাস। কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির সম্মতিদান। আগামী ৬ ডিসেম্বর বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার মার্কিন সফরের সময় এসএসএফ নিরাপত্তা ঠেকাতে সংসদের অধিবেশন বাড়িয়ে আইনটি বাতিল।
* মাদারীপুরে কালী মন্দিরে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ।
* আগারগাঁওয়ে বোমা ফাটিয়ে যুবদল সন্ত্রাসী কর্তৃক ব্যাপক লুটপাট।
০৩ ডিসেম্বর : ‘উপরের নির্দেশে’ পুলিশ আওয়ামী লীগের সমাবেশ ভেঙে দিয়েছে। ধাওয়া, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ। আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতমাইকের মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়।
* রাজধানীতে গণডাকাতিসহ ছিনতাই। রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় রাতে গণডাকাতি, ব্যাপক ভাঙচুর ও লুটপাট। এছাড়াও লালবাগে ডাকাতি, সূত্রাপুর, শ্যামপুর ও রমনা এলাকায় সশস্ত্র ছিনতাই।
* গ্যাস রপ্তানি বিরোধিতার কারণে আমার জীবনও চলে যেতে পারে, তবুও দেশের স্বার্থ রক্ষায় সৎ থাকবÑ ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধি দলের সাথে সুধা সদনে সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতা বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা।
০৪ ডিসেম্বর : সংখ্যালঘু নির্যাতনের ঘটনার দশ ভাগের এক ভাগও প্রকাশ হয়নিÑ সম্মিলিত সামাজিক আন্দোলনের সরেজমিনে প্রতিবেদন।
* জেলহত্যা মামলার আসামি নুরুল ইসলাম মঞ্জুর অন্তর্বর্তী জামিন।
* মিরপুরে ব্যবসায়ী খুন।
০৫ ডিসেম্বর : গ্যাস রপ্তানিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা।
* বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় এক প্রতিবেদন পেশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ প্রকাশ।
০৬ ডিসেম্বর : কাপাসিয়ায় বিএনপি কর্মীদের হাতে আওয়ামী লীগ এমপি সোহেল তাজসহ সাতজন আওয়ামী লীগ নেতা লাঞ্ছিত।
* জেলহত্যা মামলার আসামি ওবায়দুর রহমান জামিনে মুক্ত।
০৭ ডিসেম্বর : রাজধানীতে চার যুবক খুন। ময়মনসিংহে ছাত্রলীগ নেতা খুন। আদমজীতে বন্দুকযুদ্ধ, আহত ৩৫।
০৮ ডিসেম্বর : আরও ৩০০ কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক অবসর দেয়া হচ্ছে- বদলি তালিকায় ২০০। সিভিল ও পুলিশ প্রশাসন স্থবির।
০৯ ডিসেম্বর : মুক্তিযোদ্ধা ব্যাচের আরও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান (এক অতিরিক্ত সচিব, ১৫ যুগ্ম-সচিব ও তিন উপ-সচিব)।
১০ ডিসেম্বর : রাষ্ট্রদ্রোহ মামলায় বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী শাহরিয়ার কবির চার দিনের পুলিশ রিমান্ডে।
* নোয়াখালী, যশোর, মাদারীপুর, কুষ্টিয়া ও সাভারে পাঁচ খুন।
* একাত্তরের চিহ্নিত দালাল প্রফেসর মুস্তাফিজুর রহমান ইসলামী বিশ^বিদ্যালয়ের নয়া ভিসি। ক্যাম্পাসে বিক্ষোভ।
১১ ডিসেম্বর : বিরোধীদলীয় নেতা বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাসহ ছয় সাবেক মন্ত্রী ও বহু কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা।
* একদিনে রাজধানীতে ছিনতাই অর্ধশতাধিক। জেলহত্যা মামলার আসামি শাহ মোয়াজ্জেম ও খায়রুজ্জামানকে অন্তর্বর্তী জামিন।
১২ ডিসেম্বর : রাজধানীতে গুলি ও জবাই করে পাঁচ খুন।
* ১৫ কিলোমিটারজুড়ে ১৩ ঘণ্টার যানজট, গণছিনতাই।
* বিএনপি-জামাত নেতাকর্মী কর্তৃক নওগাঁর মহাদেবপুর উপজেলার বামনছাতা, শ্রীপুর ও কর্ণপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ১৮০ বিঘা জমির ধান লুট।
১৩ ডিসেম্বর : ভোলায় তোফায়েল আহমদের গাড়িবহরে গুলি, আহত ২০।
১৯ ডিসেম্বর : ঈদের ছুটিতে রাজধানীতে ১৮-সহ সারাদেশে ৩৩ খুন।
* ছিনতাইকালে অস্ত্রসহ দুই ছাত্রদল নেতা গ্রেফতার।
২১ ডিসেম্বর : দেশের বিভিন্ন স্থানে সাত খুন। শিবচরে সন্ত্রাস : ২ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ঘরছাড়া।
* আড়াইহাজারে ঘোষণা দিয়ে বিএনপি তাণ্ডব, ১৮ বাড়ির সর্বস্ব লুট। অপরাধ নৌকায় ভোট দেয়া।
* রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে গণডাকাতি, কয়েকটি দোকানের ক্যাশ লুট।
২৩ ডিসেম্বর : ১৫ই আগস্ট শোক দিবস এবং ১৭ই মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সরকারি ছুটি বাতিল। অন্যদিকে ৭ নভেম্বর ছুটি ঘোষণা। বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা।
২৪ ডিসেম্বর : লাদেন গ্রুপ পরিচয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস উড়িয়ে দেয়ার ফ্যাক্স। স্বরূপকাঠীতে সংখ্যালঘুদের ধান কেটে নিচ্ছে সন্ত্রাসীরা।
২৬ ডিসেম্বর : ২০০১ সালে দেশে খুন হয়েছে ৩,৪১২ জন এবং ধর্ষিতা ৫৫৯ জন ও এসিড নিক্ষেপের শিকার ২২৭ জন।
* নাটোরে চাঁদা দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট। দুই কলেজ পড়ুয়া মেয়েসহ চারজনকে কুপিয়ে জখম।
২৭ ডিসেম্বর : লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা গুলি করে ও পিটিয়ে জখম। বিএনপি যুবদল ও ছাত্রদলের ব্যানারে কেরানারীগঞ্জে ফ্রি স্টাইলে দখল ও চাঁদাবাজি।
* ঢাকার চারুকলা ইনস্টিটিউটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মঞ্চে অগ্নিসংযোগ।
২৮ ডিসেম্বর : চট্টগ্রাম এমএ হান্নান বিমানবন্দরের নাম পরিবর্তনের জন্য বিএনপির কর্মসূচি গ্রহণ।
২৯ ডিসেম্বর ২০০১ : শিবিরের ব্রাশফায়ারে চট্টগ্রাম বিশ্বিদ্যালয়ে ছাত্রলীগ নেতা খুন।
৩০ ডিসেম্বর : বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অ্যামনেস্টি মহাসচিব আইরিন খানের উদ্বেগ প্রকাশ।