উত্তরণ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইকের সর্বশেষ সংস্করণে বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে সাফল্য নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে।
‘বাংলাদেশ : একটি নবীন রাষ্ট্রের সমৃদ্ধ ভবিষ্যতের দিকে দ্রুত যাত্রা’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ। দেশটি তার দ্বিতীয় অর্ধশতকে প্রবেশ করছে শক্ত অবস্থান নিয়ে। বাংলাদেশ বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর একটি।
নিউজউইকের মতে, অর্থনীতির প্রধান খাতগুলোতে ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে বাংলাদেশের। গত এক দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শক্তিশালী নেতৃত্ব দিয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দ্রুত রূপান্তর ঘটিয়েছেন। এছাড়া বাংলাদেশ সত্যিকার অর্থে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগোচ্ছে বলে মত প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে।
প্রতিবেদন অনুসারে, দেশি উদ্যোক্তাদের হাত ধরে শিল্প খাতের উন্নয়ন বাংলাদেশের অর্থনীতিকে কৃষির ওপর নির্ভরতা কমিয়ে একটি শিল্প-প্রধান রাষ্ট্রে পরিণত হওয়ার পথে নিয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান ২০১০ সালে ২০ শতাংশেরও কম ছিল, যা ২০১৮ সালে বেড়ে ৩৩ দশমিক ৫ শতাংশ হয়েছে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) উৎপাদন খাতের অবদান ১৯৮০ সালের পর থেকে দ্বিগুণেরও বেশি হয়েছে। নব্বইয়ের দশকের তুলনায় রপ্তানির পরিমাণ বেড়েছে ২০ গুণ।
নিউজউইক তাদের প্রতিবেদনে, উৎপাদন খাতে ট্রান্সকম গ্রুপ, নির্মাণ ও আবাসন প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ, দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এনভয় গ্রুপ এবং জ্বালানি, আবাসন ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপের কথাও উল্লেখ করে, যারা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।
এছাড়াও, প্রতিবেদনে সিমেন্ট, কনক্রিট রেডি-মিক্স, জ্বালানি ও টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান কনফিডেন্স গ্রুপ, অবকাঠামো জ্বালানি ও বীমা খাতের প্রতিষ্ঠান শিকদার গ্রুপ, এলইডি বাতি ও বৈদ্যুতিক মিটার নির্মাতা হোসাফ গ্রুপ এবং বীজ, গবাদিপশু, রেশম ও পোশাক খাতের প্রতিষ্ঠান মাল্টিমোড গ্রুপের কথাও উল্লেখ করা হয়।
বাংলাদেশ : সমৃদ্ধ ভবিষ্যতের দিকে দ্রুত যাত্রা
আরও পড়ুন