Monday, December 4, 2023
বাড়িউত্তরণ-২০২৩ত্রয়োদশ বর্ষ,সপ্তম সংখ্যা,জুন-২০২৩বাংলাদেশ আজ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়

বাংলাদেশ আজ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়

ফখরুল সাহেব, যতই লাফালাফি করেন, আপনাদের আন্দোলনের দিন শেষ। মানুষ ছাড়া আন্দোলন হয় না। মানুষ বুঝে গেছে মাজাভাঙা দল দিয়ে আন্দোলন হবে না। বিএনপি আন্দোলনের দল নয়Ñ এটা সারাদেশে প্রমাণ হয়ে গেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্ব, দেশপ্রেম, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ও দূরদর্শী অর্থনৈতিক দর্শনের কারণে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত। একসময়ের বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের অন্যতম বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। চলমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে ২০৩৭ সালে আমরা বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হব। আমরা বিশ্বাস করি, প্রস্তাবিত বাজেট আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের সকল চাপ মোকাবিলা করে চলতি অর্থবছরের ন্যায় আগামী অর্থবছরেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা সমুন্নত রাখবে। এবারের বাজেট একটি বাস্তবসম্মত ও গণমুখী বাজেট।’ গত ৩ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে এ-কথা বলেন তিনি।

আমরা সুষ্ঠু নির্বাচন করব
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করব। তাতে বাইরের কে ভিসানীতি দিল, নিষেধাজ্ঞা দিল- এ নিয়ে আওয়ামী লীগের, শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। আমরা তো নির্বাচন সুষ্ঠু করব, অবাধ ও নিরপেক্ষ করব। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি।’ ওবায়দুল কাদের গত ২৭ মে রাজধানীর মধ্যবাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুরে গণতন্ত্রের জয় হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। ‘সুষ্ঠু ও অবাধ’ নির্বাচনের আয়োজন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ক্ষমতাসীন দল তার প্রার্থীকে জোর করে জেতাতে চায়নি। আগামীতে আরও ৪টি সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচন একইভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে।’ গত ২৬ মে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আঘাত এলে পাল্টা জবাব
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ওপর আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। গত ২৩ মে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

নির্বাচন ঠেকাতে এলে প্রতিহত করা হবে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি নির্বাচন না করে নির্বাচন ঠেকাতে এলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। গত ২১ মে রাজধানীর আগারগাঁওস্থ বিজ্ঞান জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল শান্তি সমাবেশে তিনি আরও বলেন, বিএনপিকে ক্ষমতাসীনরা আর শান্তির সমাবেশ করে জবাব দেবে না, দলটিকে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিহত করতে হবে।

সরকার পতনের ঝড় লন্ডন, না-কি ঠাকুরগাঁও থেকে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে না-কি ঠাকুরগাঁও থেকে আসবে তা প্রকাশ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকারকে কবে বিদায় নিতে হবে- তার দিনক্ষণ জানা থাকলে বিদায় নিতে একটি প্রস্তুতিও নিতে পারবে সরকার। বিএনপির পক্ষ থেকে প্রতিদিনই বলা হচ্ছে যে, সরকারের সময় শেষ। তাই দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই, দিনটা কখন। গত ১০ বছর ধরেই এই কথা শুনে আসছি।’ গত ২০ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ-কথা বলেন।

পদযাত্রার আড়ালে অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে
বিএনপি পদযাত্রার আড়ালে সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
গত ১৯ মে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ-কথা বলেন। বিএনপি-জামাতের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি গুলশানে গুজবের কারখানা চালু করেছে। এখান থেকে সারাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। অনলাইনে আজগুবি মিথ্যা কথা বলছে। এই গুজবের কারখানা বন্ধ করতে হবে। নয়াপল্টনে এদের মিথ্যাচারের কারখানা। এখান থেকে তাদের গলার জোর, বিষোদ্গার সমানে চলছে।
আওয়ামী লীগ নয়, বিএনপিই জনগণের রোষানলে পড়েছে- এমন মন্তব্য করে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে যারা পদযাত্রা করছে তারা জনগণের রোষানলে পড়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব, যতই লাফালাফি করেন, আপনাদের আন্দোলনের দিন শেষ। মানুষ ছাড়া আন্দোলন হয় না। মানুষ বুঝে গেছে মাজাভাঙা দল দিয়ে আন্দোলন হবে না। বিএনপি আন্দোলনের দল নয়- এটা সারাদেশে প্রমাণ হয়ে গেছে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ হবে এজন্য তারা এখন ষড়যন্ত্র করছে।

আগুন নিয়ে খেলবেন না
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। যে হাতে আগুন নিয়ে খেলবেন, সেই হাত পুড়িয়ে দেব। তিনি বলেন, ‘এত লাফালাফি কেন? লম্ফঝম্ফ করে কোনো লাভ নেই। যে হাতে আগুন নিয়েছেন, ওই হাত পুড়িয়ে দেব। যে হাত ভাঙচুর করবে ওই হাত ভেঙে দেব। আগুন হাতে আসবেন না, ওই হাত গুঁড়িয়ে দেব।’ ওবায়দুল কাদের গত ১৭ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সেইফ এক্সিট চাইলে নির্বাচনে আসুন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, ‘সেইফ এক্সিট চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনের মধ্য দিয়ে সেইফ এক্সিট কারা নিবে জনগণই তা নির্ধারণ করবে।’ গত ১৩ মে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী শহিদ মিনারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিশাল শান্তি সমাবেশে তিনি এ-কথা বলেন। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশিরা আমাদের বন্ধু। তারা পরামর্শ দিতে পারে, ক্ষমতায় বসাতে পারে না। ক্ষমতায় বসাবে দেশের জনগণ।’ দণ্ডিত ব্যক্তি তারেক রহমানের নির্দেশে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের ডাক আসে টেমস নদীর ওপার থেকে। যিনি আন্দোলনের নির্দেশ দেন তিনি পলাতক ও দণ্ডিত আসামি।’ দণ্ডিত ব্যক্তির বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘অনলাইনে দণ্ডিত ব্যক্তি বক্তৃতা করতে পারবেন না, অথচ তারেক রহমান দিনের পর দিন অনলাইনে বক্তব্য দিচ্ছেন। বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করছি।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য