আরিফ সোহেল: ঠিক ভারতের পেশাদার কাবাডি লিগ প্রো-কাবাডির আদলেই এবারের বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি সাজানো হয়েছিল। ছিল গ্যালারি শো, হৈচৈ-হুলুর। আবার পয়েন্ট-লোনার ফাঁকে ফাঁকে বেজেছে উচ্চস্বরে গানও। বাদ ছিল না ঝাকানাকা নাচও। ১৩ মার্চ বিশ্বের ১২টি দেশের উপস্থিতিতে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২৩ মাঠে গড়িয়েছিল।
উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এ-সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান এবং যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ।
বিশ্বের ১২টি দেশের অংশগ্রহণে আয়োজিত হয়েছে এবারের টুর্নামেন্ট। ২০২১ সালে প্রথম আসরে ৫টি এবং গত বছর দ্বিতীয় আসরে ৮টি দেশ অংশ নিয়েছিল। গ্রুপ পর্ব ‘এ’ থেকে বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। আর ‘বি’ গ্রুপে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড থেকে সেমিফাইনাল ওঠে থাইল্যান্ড এবং চাইনিজ তাইপে। টুর্নামেন্টের শুরু থেকেই যেন একই ছন্দে খেলেছে বাংলাদেশ। পোল্যান্ডকে হারিয়ে সূচনা করে বাংলাদেশ। গ্রুপ পর্বে কোনো দল বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি। সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ফাইনালে চাইনিজ তাইপে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু সময় যত গড়িয়েছে, বাংলাদেশের খেলোয়াড়রা যেন আরও উজ্জীবিত হয়ে খেলেছে। ফাইনালে তুহিন তরফদার, আরদুজ্জামান মুন্সীরা দুরন্ত হয়ে ওঠেন। ৩টি লোনাসহ ফাইনালে চীনা তাইপেকে বাংলাদেশ হারিয়েছে ৪২-২৮ ব্যবধানে।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কাবাডি কোর্টের চারপাশ প্রদক্ষিণ করেন খেলোয়াড়রা। আগের দুই আসরেই কেনিয়া রানার্সআপ হয়েছিল। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল চন্দ্র সিংহ।
বঙ্গবন্ধু কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা
আরও পড়ুন