Sunday, September 24, 2023
বাড়িউত্তরণ প্রতিবেদনবঙ্গবন্ধুর ‘গান্ধী শান্তি পুরস্কার’ গ্রহণ করলেন শেখ রেহানা

বঙ্গবন্ধুর ‘গান্ধী শান্তি পুরস্কার’ গ্রহণ করলেন শেখ রেহানা

উত্তরণ প্রতিবেদন : জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালার শেষ দিন গত ২৬ মার্চ অনুষ্ঠানমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারত সরকারের দেওয়া ‘গান্ধী শান্তি পুরস্কার’ তার ছোট মেয়ে শেখ রেহানার হাতে তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদির হাত থেকে এই পুরস্কার নেন শেখ রেহানা।
অহিংস ও গান্ধীর মতো অন্যান্য উপায়ে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। পুরস্কার হিসেবে থাকছে ১ কোটি রুপি, একটি মানপত্র এবং তাঁত বা হস্তশিল্পসামগ্রী। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) গত ২২ মার্চ এক বিজ্ঞপ্তিতে ওই পুরস্কারের কথা জানায়। এর আগে গান্ধী শান্তি পুরস্কার পাওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তাঞ্জানিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. জুলিয়াস নিয়েরি, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডেসমন্ড টুটো উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে মোদি বলেন, বঙ্গবন্ধু মানবাধিকার ও স্বাধীনতায় চ্যাম্পিয়ন। তিনি ভারতীয়দের কাছেও একজন নায়ক।
মোদি আরও বলেন, বঙ্গবন্ধুর উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশের ঐতিহ্যকে আরও সমন্বিত ও সুগভীর করেছে। বঙ্গবন্ধুর দেখানো পথ গত দশকে দুই দেশের অংশীদারি, অগ্রগতি ও সমৃদ্ধির জোরালো ভিত্তি হিসেবে কাজ করেছে। বাংলাদেশ মুজিববর্ষ উদযাপন করছে। বাংলাদেশ ও এর জনগণের সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতি, উত্তরাধিকার যৌথভাবে উদযাপন করতে পেরে ভারতও সম্মানিত বোধ করছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য