Monday, December 4, 2023
বাড়িSliderফুটবলে রূপকথার গল্পের পর ক্রিকেট মহাকাব্য

ফুটবলে রূপকথার গল্পের পর ক্রিকেট মহাকাব্য

নারী ফুটবলের ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর ক্রিকেটেও রূপকথার গল্প লিখেছেন মুমিনুল-এবাদতরা। বাংলাদেশের বিজয়ের ৫০ বছরে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ২০২১ সালে ক্রীড়াঙ্গনে এমন দুই অর্জনে সমৃদ্ধ হলো বাঙালি জাতি। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পক্ষ না পেরুতেই নিউজিল্যান্ডে ক্রিকেট মহাকাব্য গড়েছে ‘টিম বাংলাদেশ’। সেই দুই রূপকথার গল্প জানাচ্ছেন- আরিফ সোহেল এবং জাকির হোসেন

ক্রিকেটের মহাকাব্যের গল্পের শুরু পহেলা জানুয়ারি। সাদাকালো নয়, গল্পটি সম্পূর্ণ রঙিন। ইতিহাস ২১ বছরের। বাংলাদেশ কাটিয়েছেন আধিপত্যের প্রায় পাঁচটি দিন। আর তাতেই হয়ে গেল বাঙালির ক্রিকেটের রূপকথার ইতিহাস, এক নতুন রেকর্ডময় বিজয়। প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। টেস্ট তো দূরের কথা, ৩ ভার্সানের একটিতেও এর আগে জয় পায়নি বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডে বাংলাদেশের জয়ের রূপকথার নায়ক এবাদত হোসেন। দুর্দান্ত বোলিং করা এবাদতই হয়েছেন ম্যাচসেরা। ২০১০ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিততে পারেনি এশিয়ার কোনো দল। ১৭ ম্যাচ পর ঘরের মাঠে টেস্ট হারলো নিউজিল্যান্ড। প্রথম ইনিংস লিড নেওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ১৬৯ রানে আটকে দেন এবাদত। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অন্যপ্রান্তের পেসার তাসকিন। এবাদত নিয়েছেন ৬ উইকেট একাই। আর তাসকিন ৩। বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের। ২ উইকেট হারিয়ে বাংলাদেশ গড়েছে বিজয়ের মহাকাব্য। এই টেস্টে বাংলাদেশের ব্যাটিং ছিল নতুন প্রজন্মের ক্রিকেটারদের ধৈর্যের একটি অপরূপ নমুনা। ছিল পেসারদের বিস্ময়কর নৈপুণ্য। ক্যাচ মিস এবং রান আউটের কিঞ্চিত হেরফের দেখা গেলেও দলগত পারফরম্যান্স ছিল জয়ের মূল চালিকাশক্তি। প্রয়োজনের মুহূর্তে বোলার মমিনুলও ব্রেক থ্রু এনে দিয়েছেন। শুরুতে শরিফুল ইসলামের উইকেট প্রাপ্তি; প্রায় ১১০০ বল খেলে ৫০ স্ট্রাইক রেটের নিচে দলীয় ৪৫৮ রান; ইনিংসের শেষের দিকে মিরাজের ৪৭ রানের ইনিংস; এবাদতের একটি জাদুকরি স্পেলে দ্রুত ভালো খেলতে থাকা নিউজিল্যান্ডের উইকেট তুলে নিয়ে অল্প রানে আটকে রাখা তার স্বাক্ষর রাখে। রচিত হয় এক বিজয়গাঁথা। যেন বাংলাদেশের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের নতুন পথ চলা শুরু হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য