Monday, December 4, 2023
বাড়িউত্তরণ প্রতিবেদনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের সভাপতি, ওবায়দুল কাদের টানা তিনবার সাধারণ সম্পাদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের সভাপতি, ওবায়দুল কাদের টানা তিনবার সাধারণ সম্পাদক

উত্তরণ প্রতিবেদন: গত ২৪ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের ভোটে একাধারে দশমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি। টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের এমপি। ২২তম জাতীয় কাউন্সিলে নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের পূর্ণাঙ্গ তালিকা উত্তরণ পাঠকদের জন্য তুলে ধরা হলোÑ
সভাপতি : বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি। সভাপতিমণ্ডলীর সদস্য : (ক) ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি (খ) বেগম মতিয়া চৌধুরী এমপি (গ) শেখ ফজলুল করিম সেলিম এমপি (ঘ) কাজী জাফর উল্লাহ (ঙ) শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য (চ) ড. মো. আবদুর রাজ্জাক এমপি (ছ) লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি (জ) শাজাহান খান এমপি (ঝ) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম (ঞ) অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি (ট) ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন (ঠ) জাহাঙ্গীর কবির নানক (ড) আবদুর রহমান (ঢ) সৈয়দা জেবুন্নেছা হক (ণ) এএইচএম খায়রুজ্জামান লিটন (ত) সিমিন হোসেন রিমি এমপি। সাধারণ সম্পাদক : ওবায়দুল কাদের এমপি। যুগ্ম-সাধারণ সম্পাদক : (ক) ড. হাছান মাহমুদ এমপি (খ) মাহবুব-উল আলম হানিফ এমপি (গ) আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম (ঘ) ডা. দীপু মণি এমপি। কোষাধ্যক্ষ : এইচএন আশিকুর রহমান এমপি।
বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলী : (ক) অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি (খ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ (গ) আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু (ঘ) কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী (ঙ) তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ (চ) ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম (ছ) দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া (জ) ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা (ঝ) প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি (ঞ) বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (ট) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর (ঠ) মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম (ড) মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি (ঢ) যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা (ণ) শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার (ত) শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান (থ) শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক (পদটি শূন্য রয়েছে) (দ) সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী অসীম কুমার উকিল এমপি (ধ) স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
সাংগঠনিক সম্পাদক : (ক) আহমদ হোসেন (খ) বিএম মোজাম্মেল হক (গ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (ঘ) এসএম কামাল হোসেন (ঙ) মির্জা আজম এমপি (চ) অ্যাডভোকেট আফজাল হোসেন (ছ) শফিউল আলম চৌধুরী নাদেল (জ) শ্রী সুজিত রায় নন্দী।
উপ-সম্পাদক : (ক) উপ-দপ্তর সম্পাদক সায়েম খানম (খ) উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।
সদস্য : (১) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি (২) নূরুল ইসলাম ঠান্ডু (৩) বিপুল ঘোষ (৪) দীপঙ্কর তালুকদার এমপি (৫) অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন এমপি (৬) বেগম আখতার জাহান (৭) ডা. মুশফিক হোসেন চৌধুরী (৮) প্রফেসর মেরিনা জাহান এমপি (৯) পারভীন জামান কল্পনা (১০) অ্যাডভোকেট সফুরা বেগম রুমি (১১) অধ্যাপক মো. আলী আরাফাত (১২) অ্যাডভোকেট তারানা হালিম (১৩) অ্যাডভোকেট সানজিদা খানম (১৪) অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (১৫) আনোয়ার হোসেন (১৬) আনিসুর রহমান (১৭) সাহাবুদ্দিন ফরাজী (১৮) ইকবাল হোসেন অপু এমপি (১৯) মো. গোলাম কবীর রাব্বানী চিনু (২০) মারুফা আক্তার পপি (২১) উপাধ্যক্ষ রেমন্ড আরেং (২২) অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি (২৩) মোহাম্মদ সাইদ খোকন (২৪) আজিজুস সামাদ আজাদ ডন (২৫) সাখাওয়াত হোসেন শফিক (২৬) নির্মল কুমার চ্যাটার্জি (২৭) তারিক সুজাত।

উপদেষ্টা পরিষদ
(১) আমির হোসেন আমু এমপি (২) তোফায়েল আহমেদ এমপি (৩) ড. মশিউর রহমান (৪) অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন (৫) রাজিউদ্দিন আহম্মেদ রাজু এমপি (৬) শ্রী রমেশ চন্দ্র সেন এমপি (৭) নুরুল ইসলাম নাহিদ এমপি (৮) হাবিবুর রহমান সিরাজ (৯) ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি (১০) ব্যারিস্টার শফিক আহমেদ (১১) শ্রী সতীশ চন্দ্র রায় (১২) প্রফেসর ড. আবদুল খালেক (১৩) প্রফেসর ডা. আ. ফ. ম রুহুল হক এমপি (১৪) কাজী আকরাম উদ্দীন আহমদ (১৫) অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান (১৬) ড. অনুপম সেন (১৭) প্রফেসর ড. হামিদা বানু (১৮) প্রফেসর ড. মো. হোসেন মনসুর (১৯) অধ্যাপিকা সুলতানা শফি (২০) ড. মির্জা এমএ জলিল (২১) খন্দকার গোলাম মওলা নকশবন্দী (২২) এএফএম ফখরুল ইসলাম মুন্সী (২৩) অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির (২৪) ড. প্রণব কুমার বড়ুয়া (২৫) মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক পিএসসি (অব.) (২৬) প্রফেসর ড. সাইদুর রহমান খান (২৭) ড. গওহর রিজভী (২৮) প্রফেসর খন্দকার বজলুল হক (২৯) মো. রশিদুল আলম (৩০) স্থপতি ইয়াফেস ওসমান (৩১) অধ্যক্ষ মতিউর রহমান (৩২) সালমান এফ রহমান এমপি (৩৩) চৌধুরী খালেকুজ্জামান (৩৪) ইনাম আহমেদ চৌধুরী (৩৫) মোজাফ্ফর হোসেন পল্টু (৩৬) আতাউর রহমান (৩৭) আলহাজ একেএম রহমত উল্লাহ এমপি (৩৮) ড. শামসুল আলম (৩৯) মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু (৪০) অ্যাডভোকেট আবদুল মান্নান খান (৪১) অ্যাডভোকেট জহিরুল হক খোকা (৪২) মতিয়ার রহমান খান (৪৩) হারুনুর রশীদ (৪৪) অধ্যাপিকা সাদেকা হালিম (৪৫) অধ্যাপিকা ড. ফারজানা ইসলাম (৪৬) মাজেদা রফিকুন্নেছা (সাবেক রাষ্ট্রদূত)।

সংসদীয় বোর্ড
(১) বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি (২) আমির হোসেন আমু এমপি (৩) তোফায়েল আহমেদ এমপি (৪) শেখ ফজলুল করিম সেলিম এমপি (৫) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি (৬) কাজী জাফর উল্লাহ (৭) শ্রী রমেশ চন্দ্র সেন এমপি (৮) ওবায়দুল কাদের এমপি (৯) মো. রশিদুল আলম (১০) ডা. দীপু মণি এমপি।

স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড
(১) বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি (২) আমির হোসেন আমু এমপি (৩) তোফায়েল আহমেদ এমপি (৪) শেখ ফজলুল করিম সেলিম এমপি (৫) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি (৬) কাজী জাফর উল্লাহ (৭) ড. মো. আবদুর রাজ্জাক এমপি (৮) লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান এমপি (৯) শ্রী রমেশ চন্দ্র সেন এমপি (১০) ওবায়দুল কাদের এমপি (১১) মো. রশিদুল আলম (১২) জাহাঙ্গীর কবীর নানক (১৩) আবদুর রহমান (১৪) ড. হাছান মাহমুদ এমপি (১৫) মাহবুব-উল আলম হানিফ এমপি (১৬) আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম (১৭) ডা. দীপু মণি এমপি (১৮) ড. আবদুস সোবহান গোলাপ এমপি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য