রাজপথ আমাদের। আমরা রাজপথ থেকে ক্ষমতায় এসেছি। আমরা আকাশ থেকে পড়িনি। আমরা মাটি খুঁড়ে উঠে এসেছি। আমরা জনগণের মাঝ থেকে এসেছি। কাজেই আমাদের ভয় দেখাবেন না।
আনিস আহামেদ: বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সারাদেশে সংগঠনের মেয়াদ উত্তীর্ণ সকল শাখাসমূহের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি জেলা শাখা ব্যতীত প্রায় সকল জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এসব জেলা শাখাসমূহের কাউন্সিল উপলক্ষ্যে সংশ্লিষ্ট জেলাসমূহের উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায়েও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ফলে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনে সাংগঠনিক কার্যক্রমে নবতর গতিশীলতা সৃষ্টি হয়েছে। বৈশ্বিক মহামারি পরবর্তী সময়ে কাউন্সিল অধিবেশন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম, সভা, সমাবেশসহ বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে নবোদ্যমে জেগে উঠেছে আওয়ামী লীগের তৃণমূল সংগঠন। জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিসহ সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখছেন। গত এক মাসে দেশের বিভিন্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ কাউন্সিলের সংক্ষিপ্ত প্রতিবেদন ‘উত্তরণ’ পাঠকদের জন্য তুলে ধরা হলো :
ময়মনসিংহ : আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কী না সময় বলে দেবে
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, এবার খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। লড়াই হবে লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে এই ডিসেম্বর মাসে। আন্দোলন হবে রাজপথ, জনপদ, শহর, জেলা, থানা, ওয়ার্ড, পাড়া, মহল্লায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্কতার সঙ্গে অবস্থান নেবে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কী না সময় বলে দেবে। রাজপথ আমাদের। আমরা রাজপথ থেকে ক্ষমতায় এসেছি। আমরা আকাশ থেকে পড়িনি। আমরা মাটি খুঁড়ে উঠে এসেছি। আমরা জনগণের মাঝ থেকে এসেছি। কাজেই আমাদের ভয় দেখাবেন না।
গত ৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ-কথা বলেন তিনি। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ডাক দিয়ে যাবে। আমরা সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায় শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। এবার প্রধানমন্ত্রী বলে দিয়েছেন- আগামী নির্বাচনে আমাদের প্রধান স্লোগান- এবার আমরা স্মার্ট বাংলাদেশ।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, মারুফা আক্তার পপি প্রমুখ। প্রথম অধিবেশনের পর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করা হয় এহতেশামুল আলমকে। তিনি আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে।
গোপালগঞ্জ : নির্বাচনেই প্রমাণ হবে, কারা বিজয়ী হবে
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, সরকার পতনের হাঁকডাক দিয়ে কোনো লাভ নেই। আসুন, পরবর্তী নির্বাচনে আসুন। নির্বাচনেই প্রমাণ হবে, কারা বিজয়ী হবে, আর কাদের পতন হবে। গত ১ ডিসেম্বর দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে সেইফ এক্সিট নিতে বলেছে। আমি বলতে চাই, সেইফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। নির্বাচনেই প্রমাণ হবে, কারা বিজয়ী হবে আর কাদের পতন হবে। সরকার পতনের হাঁকডাক দিয়ে কোনো লাভ নেই। তারা বাংলাদেশের কত টাকা পাচার করেছে সব শেখ হাসিনা খতিয়ে দেখছেন। এই টাকা উদ্ধার করা হবে। তারেক রহমানসহ টাকা পাচারকারী যারাই আছে প্রত্যেকের টাকা উদ্ধার করা হবে।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মাহাবুব আলী খান সভাপতি এবং জিএম সাহাবুদ্দিন আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নেত্রকোনা : মিথ্যাচার নিষিদ্ধ হলে বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যদি আইন করে মিথ্যাচার নিষিদ্ধ করা হয়, তাহলে বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, যারা সন্ত্রাস করে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, হাজার হাজার মায়ের কোল খালি করেছে, অগণিত স্ত্রীদের স্বামীহারা করেছে, বোনদের ভাইহারা করেছে, তাদের কোনো ক্ষমা নেই।
গত ২৯ নভেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্বের বহু দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। কিন্তু সে তুলনায় আমরা বাংলাদেশের জনগণ অনেক ভালো আছি। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। বঙ্গবন্ধুর পর সবচেয়ে জনপ্রিয় এবং সাহসী নেতার নামটি হচ্ছে শেখ হাসিনা। তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হবে। গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সর্বোপরি আওয়ামী লীগকে বাঁচাতে হবে।
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক এমপি ও হাবিবা রহমান খান শেফালী এমপি প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে অ্যাডভোকেট আমীরুল ইসলামকে সভাপতি এবং অ্যাডভোকেট শামছুর রহমান লিটনকে (ভিপি লিটন) সাধারণ সম্পাদক করা হয়।
দিনাজপুর : নির্বাচন কমিশনের অধীনেই হবে সুষ্ঠু নির্বাচন
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ১৫ ফেব্রুয়ারি মার্কার নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না। সুষ্ঠু ভোট হবে। পৃথিবীর অন্যান্য দেশের মতোই এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা রুটিন দায়িত্ব পালন করবেন, আসল দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনেই এদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আবারও বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো উসকানি দেবেন না। গত ২৮ নভেম্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহিদ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, মো. শিবলী সাদিক এমপি ও অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুই এমপি।
শেষে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপিকে পুনরায় সভাপতি এবং আলতাফুজ্জামান মিতাকে সাধারণ সম্পাদক করে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি তাদের নাম ঘোষণা করেন।
জামালপুর : তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, কারবালার প্রান্তরে নারী শিশু হত্যা করা হয়নি। অথচ ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবার হত্যা করেছেন বিশ্বাসঘাতক, জাতীয় বেইমান খন্দকার মোশতাকের প্রধান সেনাপতি এই জঘন্যতম হত্যাকারী মেজর জিয়াউর রহমান।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। অ্যাডভোকেট মুহাম্মদ বাকীবিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। ওরা আবারও শেখ হাসিনাকে হত্যা করতে চায়। তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ময়মনসিহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য শেষে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ বাকীবিল্লাহ সভাপতি এবং বিজন কুমার চন্দকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।
পিরোজপুর : তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই
তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার এখন আদালত কর্তৃক নিষিদ্ধ। এটা এখন মিউজিয়ামে। তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সেভাবেই অনুষ্ঠিত হবে।’ তিনি বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।’
গত ২৭ নভেম্বর পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ-কথা বলেন তিনি। রাজধানীর নিজ বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি। এছাড়াও আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদারসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সম্মেলনে পুনরায় একেএমএ আউয়ালকে সভাপতি এবং এমএ হাকিম হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
লক্ষ্মীপুর : বিএনপির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে খেলা হবে
গত ২২ নভেম্বর দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, ডিসেম্বর আসছে, অপশক্তি মাঠে নেমে পড়েছে। খেলা হবে তাদের বিরুদ্ধে, খেলা হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে।
মির্জা ফখরুলকে লক্ষ করে তিনি বলেন, মির্জা ফখরুলের মুখে মধু, অন্তরে বিষে ভরা। তিনি মুখে যত সুন্দর কথা বলেন, অন্তরে তার তত বিষে ভরা। আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু হয়ে গেছে, তাই বিএনপির জ্বালা বেড়ে গেছে। বঙ্গবন্ধু ট্যানেল তৈরি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে গেছে। মেট্রোরেল প্রস্তুত হয়ে আছে। তাই এত জ্বালা, জ্বালারে জ্বালা আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির জ্বালা।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপির সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। প্রধান বক্তা ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। আরও বক্তব্য রাখেন ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, হারুনুর রশিদ, একেএম শাহজাহান কামাল এমপি, ড. আনোয়ার হোসেন খান এমপি প্রমুখ। সম্মেলন শেষে গোলাম ফারুক পিংকু ও অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপিকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
রাজবাড়ী : নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের বিকল্প নেই
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ক্ষমতার পরিবর্তন হলে নির্বাচনেই হতে হয়। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের কোনো বিকল্প নেই। বিএনপি এখন ক্ষমতার রঙিন খোয়াব দেখছে। খোয়াব যত পারেন দেখেন। খোয়াবে দিবাস্বপ্ন কতজনই তো দেখে। দেখেন খোয়াব তাতে কিছু আসে যায় না। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হলো জিয়াউর রহমান। আর শেখ হাসিনাকে হত্যার জন্য হাওয়া ভবন থেকে মদত দেয় মাস্টারমাইন্ড তারেক রহমান। বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা। শেখ হাসিনা ২০ বার মৃত্যু মোকাবিলা করে একাধারে ক্ষমতায়। শেখ হাসিনা সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে। গত ১৯ নভেম্বর বিকালে গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি ও অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী ও ইকবাল হোসেন অপু এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি প্রমুখ। সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ওবায়দুল কাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থীর নাম পড়ে শোনান। পরে দলীয়প্রধান শেখ হাসিনার বরাত দিয়ে তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক পদে আতাউল্লাহ মণ্ডলের নাম ঘোষণা করেন।
বরগুনা : নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ডিসেম্বর মাসে ভোট চুরি, দুর্নীতি, দুঃশাসন, ভুয়া ভোটার তালিকা এবং হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। তাই পুরো ডিসেম্বর মাস নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আগুন নিয়ে আর খেলতে দেওয়া হবে না।
গত ১৫ নভেম্বর দুপুরে বরগুনা সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কাদের বলেন, হাওয়া ভবনের যুবরাজ দুবাই থেকে বস্তায় বস্তায় টাকা পাঠান। সেই টাকা আকাশে-বাতাসে ওড়ে। মির্জা ফখরুল টাকার বস্তার ওপর বসে থাকে। এখন সে টাকা শেষ হয়ে গেছে। তাই গলার জোরও কমে গেছে। এখন আক্রমণাত্মক বক্তব্য না দিয়ে ডিফেন্সিভ বক্তব্য দিতে শুরু করেছেন।
বরগুনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান ও মো. গোলাম কবীর রাব্বানী চিনু প্রমুখ।
বরগুনার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথকে (শম্ভু) সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি দেওয়া হয়েছে।
ঝিনাইদহ : তাদের সহ্য হচ্ছে না
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশের উন্নয়ন দেখে গায়ে জ্বালা ধরেছে বিএনপি ও ফখরুলের। তাদের সহ্য হচ্ছে না। হাওয়া ভবনের হারানো ময়ূর সিংহাসন ফিরে পেতে তাদের এ আন্দোলন। গত ১৩ নভেম্বর ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ওবায়দুল কাদের এমপি বিএনপির উদ্দেশে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মামাবাড়ির আবদার। এটা ভুলে যান। লাফালাফি করবেন না। আপনাদের আন্দোলনের পতন হয়েছে, নির্বাচনেও আপনাদের পরাজয় হবে।’
সম্মেলনে বক্তব্য রাখেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আমিরূর আলম মিলন এসপি, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি ও পারভিন জামান কল্পনা।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হলেন আবদুল হাই এমপি। তিনি তৃতীয়বার জেলা আওয়ামী লীগের সভাপতি হলেন। আর দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হলেন সাইদুল করিম মিন্টু। সম্মেলন শেষে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া : তাদের লাল কার্ড দেখাবে জনগণ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী, ওবায়দুল কাদের এমপি বিএনপির নেতৃবৃন্দকে ইঙ্গিত করে বলেছেন, ‘এখনই শুরু হয়ে গেছে মনোনয়ন বাণিজ্য। কাকে কাকে মনোনয়ন দেবে। মনোনয়নের কথা বলে বস্তায় বস্তায় টাকা নিচ্ছেন। তারেক জিয়া বস্তায় বস্তায় টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছেন। তাদের এই বাণিজ্যের বিরুদ্ধে, বিএনপির চুরি ও দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, অর্থ পাচারকারী তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে আন্দোলনে, নির্বাচনে। বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ।’ গত ১২ নভেম্বর বিকালে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।
জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান এমপি, আরোমা দত্ত এমপি প্রমুখ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি এবাদুল করিম বুলবুল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আগের কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদীর চৌধুরীকে আবারও সভাপতি ও আল মামুন সরকারকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
টাঙ্গাইল : বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি ১৩ বছরে ১৩ মিনিট আন্দোলন করতে পারে নাই। বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি নেতারা একটা মিছিল পর্যন্ত করতে পারে নাই। তারা এখন সরকার পতনের আন্দোলন করবে। খালেদা জিয়াকে নিয়ে ১০ ডিসেম্বর তারা না-কি বিজয় মিছিল করবে। তারা এখন ‘খোমেনি স্টাইলে’ ক্ষমতায় আসতে চায়। আমরা যদি ডাক দেই তাহলে বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে খেলা হবে। আওয়ামী লীগ প্রস্তুত। তিনি বলেন, খেলা হবে, বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে। ভোট চোরের বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগ প্রস্তুত। খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে।
গত ৭ নভেম্বর বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ-কথা বলেন। দীর্ঘ সাত বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো। ওবায়দুল কাদের বলেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন, যারা বিচার বন্ধে আইন করেছিলেন, তাদের বিরুদ্ধে খেলা হবে। যারা বঙ্গবন্ধুর খুনিদের ক্ষমা করেছিলেন বাংলাদেশের মাটিতে তাদের ক্ষমা নাই। এদের ক্ষমা করা যায় না।
সম্মেলন উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবদুর রাজ্জাক এমপি। প্রধান বক্তা ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আবদুুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি ও ডা. দীপু মনি এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
সম্মেলনের দ্বিতীয় পর্বে দলের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক মঞ্চেই দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার কথা উল্লেখ করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে ফজলুর রহমান খান ফারুক ও অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের নাম ঘোষণা করেন।
বিএনপির ‘রং-বেরঙের নাটক’
সাম্প্রতিক সময়ে বিএনপির সমাবেশগুলোকে ‘রং-বেরঙের নাটক’ বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি বলেন, ‘বিএনপির সম্মেলনে কতজন লোক হয়েছে তা আমরা দেখেছি। কত রঙ্গ দেখাইলা রে জাদু; রং-বেরঙের নাটক।’
গত ৫ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই সম্মেলনে কত লোক হয়েছে তার খবর নিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবের কী খবর? শুয়ে আছেন টাকার বস্তার ওপর। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে, আসেন এবং দেখে যান। এটা বিভাগীয় কোনো সমাবেশ না, শুধু মহানগর ইউনিট। আপনাদের মতো ভাড়া করা লোক নেই এখানে। তিনি আরও বলেন, দুবাইয়ের টাকা রংপুর-বরিশালে উড়ে। মির্জা ফখরুলরা এক সপ্তাহ আগে লোকজন জড়ো করে সমাবেশের নামে দুবাইয়ের টাকা উড়াচ্ছেন।
সম্মেলনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সভাপতি করা হয় সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহারকে। সাধারণ সম্পাদক করা হয় বর্তমান মেয়র আরফানুল হক রিফাতকে।
সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দীন বাহারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রমুখ।
লেখক : সম্পাদকমণ্ডলীর সদস্য, উত্তরণ