Sunday, September 24, 2023
বাড়িSliderদ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার নির্দেশ

দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার নির্দেশ

উত্তরণ প্রতিবেদন : যুদ্ধ পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা যা করণীয় তা করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সময়ে সার্বিকভাবে সকল ক্ষেত্রে অপচয় রোধের বার্তা দেন তিনি। আর দেশবাসীকে সঞ্চয়ের মানসিকতা তৈরির আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।
গত ১১ অক্টোবর চলতি অর্থবছরের পঞ্চম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। তাই সার্বিকভাবে মূল্য কমানোর নির্দেশনা দিয়েছেন তিনি। আরও কঠোরভাবে বাজার মনিটরিং করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে কিছু ক্ষেত্রে কর হ্রাস করা। কিংবা পণ্য মজুদ করলে অভিযান পরিচালনা করার মতো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। নীতিগতভাবে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে বলেও জানান এমএ মান্নান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য