Monday, October 2, 2023
বাড়িSliderদিনপঞ্জি : সেপ্টেম্বর ২০২১

দিনপঞ্জি : সেপ্টেম্বর ২০২১

০৪ সেপ্টেম্বর : ভারতীয় সশস্ত্র বাহিনীর ১,৭০০ পরিবারকে রাষ্ট্রীয় সম্মাননা দেবে বাংলাদেশ
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১ হাজার ৭০০ সদস্যের পরিবারকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

০৯ সেপ্টেম্বর : ৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক
চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৪ হাজার প্রার্থীকে চিকিৎসক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পিএসসি কমিশনের সভায় অনুমোদন হওয়ার পর এই ফলাফল প্রকাশ করা হয়।

১২ সেপ্টেম্বর : মেট্রোরেলের আরও ৪ বগি ও ২ ইঞ্জিন
জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের আরও ৪টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে চতুর্থ দফায় মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি প্রেসার্স কোরাল। জাহাজটি বিকাল ৫টার দিকে বন্দর জেটিতে ভিড়ে। এরপর বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের কাজ সম্পন্ন হওয়ার পর জাহাজ থেকে বগি ও ইঞ্জিন নামানোর কাজ শুরু হয়।

১৪ সেপ্টেম্বর : ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব
সৌদি আরব দেশের বাইরে থাকা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে থাকা সৌদি প্রবাসীদের ভিসা, এক্সিট ভিসা, রি-এন্ট্রি ভিসাসহ রেসিডেন্স পারমিটের (ইকামা) মেয়াদ কোনো ফি বা জরিমানা ছাড়াই আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সৌদি বাদশাহ সালমানের নির্দেশে ওই উদ্যোগ নেওয়া হয়েছে।

১৬ সেপ্টেম্বর : রূপপুর থেকে বিদ্যুৎ সুবিধা পাবে ১৮ লাখ পরিবার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প উৎপাদন শুরু করলে দেশের ১৮ লাখ পরিবার সহজলভ্যে বিদ্যুৎ সুবিধা পাবে। একই সঙ্গে ২ হাজার ৫০০ জন দক্ষ এদেশীয় জনবল কাজের সুবিধা পাবে। রাশিয়ান বিশেষজ্ঞরা বলেন, উৎপাদন শুরুর পর প্রকল্পের মূল চুল্লির মাত্র ৩০০ মিটারের পরই ফসল চাষাবাদ ও জনগণ বসবাস করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। প্রকল্পের জন্য তাপমাত্রারও কোনো পরিবর্তন হবে না।

২৪ সেপ্টেম্বর : শান্তিরক্ষা পদক পেলেন ১৪০ পুলিশ সদস্য
ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশনে (এমআইএনইউএসএমএ) কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন। মালির রাজধানী বামাকোতে এমআইএনইউএসএমএ মিশনের সদর দপ্তরে এই পদক দেওয়া হয়।

২৫ সেপ্টেম্বর : ২,১২৫ কোটি টাকা ঋণ এডিবির
বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষাসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ সহায়তা দিতে বাজেট সাপোর্ট হিসেবে ২৫ কোটি ডলার অর্থাৎ ২ হাজার ১২৫ কোটি টাকা ঋণ দিতে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির বোর্ড সভায় এ ঋণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

২৭ সেপ্টেম্বর : প্রবাসীরা ২৩ দিনে পাঠালেন ১৩৯ কোটির বেশি ডলার
সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনে ১৩৯ কোটি ১৭ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

৩০ সেপ্টেম্বর : অনুদানের চেক পেলেন কুলাউড়ার ৪৪৫ চা-শ্রমিক
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানে ৪৪৫ চা-শ্রমিকদের মধ্যে ৫ হাজার টাকা করে মোট ২২ লাখ ২৫ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গ্রন্থনা : মো. জাকির হোসেন

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য