০১ সেপ্টেম্বর
- দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ সহজ করতে ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিনিয়োগকারীদের উচ্চ সুদে ব্যাংক ঋণ নিতে হয় তাই আমরা ইতোমধ্যে সুদ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার নির্দেশ দিয়েছি। কিছু ব্যাংক আমাদের নির্দেশ মেনে চলছে। আর কিছু ব্যাংক মানেনি। বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ-কথা বলেন।
০৪ সেপ্টেম্বর
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ী সম্প্রদায়কে সতর্ক থাকার আহŸান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারপ্রধানের বিরুদ্ধে অনবরত অপপ্রচার চালানো হলেও তাতে মূলত দেশের ব্যবসা-বাণিজ্যেরই ক্ষতি হচ্ছে। সরকারপ্রধান বলেন, পথের ধারে বা যত্রতত্র শিল্পপ্রতিষ্ঠান গড়ে না তুলে নির্দিষ্ট শিল্পাঞ্চলেই শিল্প-কারখানা প্রতিষ্ঠা করতে হবে। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন।
- আগস্ট মাসে বিএনপি ইতিহাসের কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে চরম অস্বস্তিতে দিনযাপন করে। তাদের নেতিবাচক, প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি প্রকাশিত হয় নোংরা, আবোল-তাবোল বক্তব্যের মধ্য দিয়ে। অস্তিত্ব সংকটে পড়ে ভবিষ্যৎকে বিপন্ন মনে করে বিএনপি নেতারা এখন আবোল-তাবোল বকছেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁতী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ-কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
০৬ সেপ্টেম্বর
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইওআরএ (ইন্ডিয়ান ওশেন রিম এ্যাসোসিয়েশন) সদস্য রাষ্ট্রগুলোকে সমুদ্রের তলদেশের অনাবিষ্কৃত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলে একটি অভিন্ন টেকসই সমুদ্র অর্থনৈতিক বেষ্টনী গড়ে তোলার আহŸান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র অর্থনীতি সামনে রেখে সমুদ্রে অব্যবহৃত ও এর তলদেশে অ-উন্মোচিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এই অঞ্চলে যার যার টেকসই উন্নয়ন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার সুযোগ রয়েছে। সমুদ্র সম্পদ ব্যবহার করে আমরা দারিদ্র্য বিমোচন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাসহ বিপুল কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তৃতীয় আইওরা সমুদ্র অর্থনীতি বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন’র (ব্লু ইকোনমি মিনিস্টেরিয়াল কনফারেন্স) আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ-কথা বলেন।
০৮ সেপ্টেম্বর
- প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আদালতের রায় অনুযায়ী সাবেক সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদকে রাষ্ট্রপতি বলা বৈধ নয়। খালেদা জিয়াই এরশাদের ক্ষমতা দখলের পথ সৃষ্টি করে দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। বিরোধীদলীয় নেতা এরশাদের মৃত্যুতে সংসদের বৈঠকে উত্থাপিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তবে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিজীবনে এরশাদ ছিলেন অমায়িক, মানুষের প্রতি তার দরদ ছিল। সংসদের বৈঠকে এ আলোচনায় সরকারি দল আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি ও তরীকত ফেডারেশনের সদস্যরা অংশ নেন। এ সময় সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
১১ সেপ্টেম্বর
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, কমিউনিটি পুলিশিংকে জোরদার করা গেলে আরও বেশি মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। সকালে পুলিশের কমিউনিটি ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উন্নয়নের স্বার্থে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী কমিউনিটি পুলিশিংয়ের ওপর গুরুত্ব দিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন।
১৬ সেপ্টেম্বর
- ভারতের ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সম্মানজনক অ্যাওয়ার্ডটি দেশবাসীকে উৎসর্গ করেছেন তিনি। বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা টিপি শ্রীনিবাসন ও সংস্থাটির চেয়ারপারসন দীনা দাস। পুরস্কার গ্রহনতালে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রতি এ কর্তব্য পালনই আমার জীবনের মূলমন্ত্র, যেমনটি ছিল আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমি এ পুরস্কার দেশের জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করছি। এ পুরস্কার আমাকে এবং আমার সরকারকে আগামী দিনগুলোতে প্রাকৃতিক বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের সংরক্ষণ এবং সুরক্ষা নিশ্চিত করে জনগণের বৃহত্তর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনে কাজ করতে উৎসাহ জোগাবে।
১৭ সেপ্টেম্বর
- আকাশপথে চলাচলের সময় যে রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট আছে, সেসব ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের বাংলাদেশ বিমানে ভ্রমণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন বিমানে উঠলে গর্বে বুক ভরে যায়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সরকারি কর্মকর্তারা যে যেখানেই যান, বাংলাদেশ বিমানেই যেতে হবে। বিমান বাংলাদেশের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ১০টি ড্রিমলাইনারের নাম আমি দিয়েছি, যাতে বাঙালি সংস্কৃতির সঙ্গে সবাই পরিচিত হতে পারেন। পণ্য রপ্তানির জন্য দুটি কার্গো বিমান কেনা ও কার্গো ভিলেজ গড়ে তোলার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কাটার পর উড়োজাহাজ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
১৯ সেপ্টেম্বর
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দল ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে শুদ্ধি অভিযান প্রসঙ্গে কোনো নালিশ শুনতে চাই না। ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি। একে একে সব ধরব। সমাজের অসংগতি দূর করব। জানি এগুলো কঠিন কাজ। কিন্তু আমি করব। এ কাজ করতে গিয়ে অনেক বাধা আসবে। এরপরও আমি করবই। এ-সময় তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের সাদামাটা জীবনযাপনের নির্দেশ দেন। পাশাপাশি সংগঠন যাতে ইমেজ সংকটে না পড়ে, সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নিয়মিত পাঠচক্রের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। রাতে ছাত্রলীগের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
২৮ সেপ্টেম্বর
- উৎসবমুখর পরিবেশে রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেক কেটে, আনন্দ র্যালি, দোয়া ও মিলাদ মাহফিল, মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভা, দুস্থদের মধ্য খাদ্য বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে পালন করেছে বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর, জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার ৭৩তম জন্মদিন। বিভিন্ন আলোচনা সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছেন, শত ষড়যন্ত্র-চক্রান্ত ও মৃত্যুভয় উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু দেশেই নয়, বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শান্তির দূত হিসেবে পরিচিত। দেশের জন্য শেখ হাসিনা যা হারিয়েছেন, তা কেউ হারায় নি। আর যা দিয়েছেন তা কেউ দেয়নি। বিশ্বের সব থেকে বেশি সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা নারী রাজনীতিবিদের সম্মানটিও এখন তার দখলে। প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা আর সাহসী নেতৃত্ব গুণের কারণে দেশের গÐি ছাড়িয়ে শেখ হাসিনা এখন নিজেকে আসীন করেছেন বিশ্ব নেতৃত্বের কাতারে। তাই সারাদেশে এখন একই আওয়াজ- ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ’। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বাংলাদেশে তার জন্মদিন উৎসবমুখর পরিবেশে পালন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। ঢাকাসহ সারাদেশে আনন্দ র্যালি ও শোভযাত্রা বের করা হয়, বঙ্গবন্ধুর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
৩০ সেপ্টেম্বর
- চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামগ্রিক স্বার্থেই এ ধরনের আঘাতের প্রয়োজন ছিল। এমন পরিস্থিতিতে একটি সমাজ এগোতে পারে না। তাই ধরেছি যখন ভালোভাবেই ধরেছি। এ অভিযান অব্যাহত থাকবে। রাতে নিউইয়র্কে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, দুর্নীতিবিরোধী অভিযান চালানো হচ্ছে ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়। সেই কাজটি আমি নিজের ঘর থেকেই শুরু করেছি। এটি অব্যাহত থাকবে। আমি বলতে চাচ্ছি ওয়ান ইলেভেন লাগবে না। কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরাই নেব।
গ্রন্থনা : আশরাফ সিদ্দিকী বিটু