০৩ নভেম্বর : ভোলায় প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস
ভোলার শাহবাজপুরে খনন হওয়া টগবী-১ কূপ থেকে প্রতিদিন পাওয়া যাবে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস। সচিবালয় থেকে এ তথ্য জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।
০৭ নভেম্বর : ১০০ সেতু উদ্বোধন
সারাদেশে একসঙ্গে ১০০ সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ নভেম্বর গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এসব সেতুর উদ্বোধন ঘোষণা করেন। ১০০ সেতুর মধ্যে সবচেয়ে বেশি সেতু চট্টগ্রাম বিভাগে ৪৫টি। এছাড়া সিলেটে ১৭, বরিশালে ১৪, ময়মনসিংহে ৬, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে ৫টি করে এবং ঢাকা বিভাগে দুটি ও কুমিল্লায় একটি সেতু রয়েছে।
১০ নভেম্বর : চট্টগ্রামে এসেছে ৫২ হাজার টন গম
ইউক্রেন থেকে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গমের এ চালানটি জিটুজি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরে এসেছে।
১১ নভেম্বর : ১ লাখ ৬০ হাজার টন সার
কৃষি কাজের জন্য ১ লাখ ৬০ হাজার টন সার কিনবে সরকার। এর মধ্যে ১ লাখ টন এমওপি এবং বাকি ৬০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।
১৪ নভেম্বর : বিমানবন্দরেই হাজিদের ইমিগ্রেশন
দেশের বিমানবন্দরেই হাজিদের শতভাগ ইমিগ্রেশন হবে। এজন্য সৌদি আরবের বিমানবন্দরে পৌঁছে আর হয়রানির শিকার হতে হবে না। এ-সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১৫ নভেম্বর : ফায়ার ফাইটাররা আজীবন রেশন পাবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফায়ার ফাইটারদের সারাজীবন আগুন ও ধোঁয়ায় কাজ করতে হয়। এজন্য এই ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকে অবসর বয়সে নানারকম রোগ-ব্যাধিতে আক্রান্ত হন। এ-কারণে আমরা তাদের আজীবন রেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
১৯ নভেম্বর : দুই কারখানা সবুজ স্বীকৃতি পেল
বাংলাদেশের আরও দুটি তৈরি পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এর মধ্য দিয়ে দেশের পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮-এ। ২০ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন বিজিএমইএ-র পরিচালক মহিউদ্দিন রুবেল।
২০ নভেম্বর : ৫০ শিল্প ইউনিট উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও স্থাপনা উদ্বোধন করেছেন। তিনি গণভবন থেকে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি বিভিন্ন ইজেড-এর শিল্পপ্রতিষ্ঠানগুলো উদ্বোধন করেন।
২৯ নভেম্বর : বিকাশ-রকেটেও আসবে রেমিট্যান্স
ব্যাংকের পাশাপাশি বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়-সহ মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি প্রবাসী আয় বা রেমিট্যান্স আনার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু
সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ৩০ জন কুয়ালালামপুর গেছেন। প্লান্টেশন সেক্টরে কাজের উদ্দেশে এই কর্মীদের পাঠিয়েছে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল।
৩০ নভেম্বর : স্বল্পমূল্যে বিক্রির জন্য কেনা হচ্ছে সয়াবিন
সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে স্বল্পমূল্যে বিক্রির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই সয়াবিন তেল ১১০ টাকা লিটার দরে স্বল্প আয়ের সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হবে।
গ্রন্থনা : মো. জাকির হোসেন