Wednesday, October 4, 2023
বাড়িSlider­­­দিনপঞ্জি : ডিসেম্বর ২০২২

­­­দিনপঞ্জি : ডিসেম্বর ২০২২

০৪ ডিসেম্বর : তৃতীয় শ্রেণি থেকে কোডিং
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩ সালের জানুয়ারি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। খেলতে খেলতে ৬ থেকে ১৫ বছর বয়সের বাচ্চারা বয়স অনুযায়ী কোডিং, ডিজাইন ও এনিমেশন শিখবে। এভাবেই আমাদের বড় বড় প্রযুক্তিবিদ সৃষ্টি হবে। দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় এবং উদ্ভাবন ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-কথা বলেন।

০৬ ডিসেম্বর : ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিল এডিবি
বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে এ ঋণের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭৩ কোটি ৮০ লাখ টাকা। নগরীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ ঋণচুক্তি সই হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে।

০৭ ডিসেম্বর : বিনামূল্যে বীজ ও সার
ফেনীতে উফশী ও হাইব্রিড প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

১৪ ডিসেম্বর : টিসিবির জন্য পৌনে ৩ কোটি লিটার সয়াবিন তেল
সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য মোট ২ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে খরচ হবে ৫০৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ-সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

১৫ ডিসেম্বর : আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন
পিজিসিবি’র নবনির্মিত আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সফলভাবে চালু (চার্জ) করা হয়েছে। ১৫ ডিসেম্বর গোপালগঞ্জ গ্রিড সাব-স্টেশন প্রান্ত থেকে ৪০০ কেভি ভোল্টেজ দিয়ে লাইনটি চালু করা হয়। গোপালগঞ্জ থেকে আমিনবাজার গ্রিড সাব-স্টেশন পর্যন্ত লাইনটির দৈর্ঘ্য ৮২.৫ কিলোমিটার; যার মধ্যে পদ্মা নদীতে ৭.৫ কিলোমিটার রিভারক্রসিং রয়েছে।

২০ ডিসেম্বর : ৬৬০ মেগাওয়াট উৎপাদন শুরু
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ বিনিয়োগে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ১৩২০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট উৎপাদনে এসেছে। বিদ্যুৎকেন্দ্রটির প্রকল্প সূত্রে জানা যায়, প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ থেকে ৪০০ মেগাওয়াট ঢাকায় সরবরাহ করা হচ্ছে। বাকি ২৬০ মেগাওয়াট খুলনা ও আশপাশের জেলাগুলোতে দেওয়া হচ্ছে।

২২ ডিসেম্বর : প্রতিটি ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের নামে সড়ক
প্রতিটি ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়ক করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ২২ ডিসেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

২৩ ডিসেম্বর : ঢাকায় দূতাবাস খুলবে আর্জেন্টিনা
বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক বন্ধনের ৫০ বছর পূর্তিতে আগামী বছরই বাংলাদেশে দূতাবাস স্থাপনের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস জানায়, আর্জেন্টিনার সমবর্তী দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের চিঠি পৌঁছেছে। উল্লেখ্য, ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস আর্জেন্টিনায় বাংলাদেশের স্বার্থ দেখভাল করে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ওই চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

গ্রন্থনা : মো. জাকির হোসেন

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য