Monday, October 2, 2023
বাড়িদিনপঞ্জিদিনপঞ্জি : ডিসেম্বর ২০১৯

দিনপঞ্জি : ডিসেম্বর ২০১৯

০৫ ডিসেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিবন্ধীদের সম্পর্কে ‘নেতিবাচক মানসিকতা’ পরিহার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কানাকে কানা আর খোঁড়াকে খোঁড়া বলো না- শৈশব থেকে আমরা এই শিক্ষা পেয়েছি। শিশুদের শৈশব থেকে এই শিক্ষা দিতে হবে- যাতে তারা মানবিক হয় এবং যাতে তারা আমাদের সঙ্গে একত্রে চলতে পারে- এটিই সবচেয়ে বড় কথা। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। প্রধানমন্ত্রী রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ-কথা বলেন।

০৭ ডিসেম্বর
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে বিচারক ও আইনজীবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। আদালতে অনাকাক্সিক্ষত ঘটনা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন পেশা প্রকৃতপক্ষে খুবই সম্মানিত পেশা। কিন্তু দেখা যাচ্ছে, নিম্ন ও উচ্চ আদালতের কিছু আইনজীবী হৈচৈ ও সরকারি সম্পত্তি ভাঙচুর করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন। এটা কোনোভাবেই প্রত্যাশিত হতে পারে না। বঙ্গভবনের দরবার হলে প্রধান বিচারপতি এবং সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট জেলা আদালতের বিচারকদের সঙ্গে নৈশভোজপূর্ব বৈঠকে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

০৮ ডিসেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলচ্চিত্র সমাজ সংস্কার বা সমাজের ভালো দিকগুলো তুলে ধরতে পারে। চলচ্চিত্র মানুষের মাঝে গভীর দাগ কাটতে এবং মানুষকে আরও সুন্দর পথে চলার প্রেরণা দিতে পারে। কাজেই জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র যত বেশি নির্মাণ হবে, সমাজের জন্য তা ততই মঙ্গলজনক। তাই আরও সুন্দর সুন্দর চলচ্চিত্র নির্মাণ করতে হবে। বাংলাদেশের নাটকেরও ভূয়সী প্রশংসা করেছেন সরকারপ্রধান। তিনি বলেন, মাঝে মধ্যে নাটকের সামান্য অংশ দেখার সুযোগ তার হয়। এই অভিজ্ঞতা থেকে তার মনে হয়, বাংলাদেশে এখনও অনেক জীবনস্পর্শী ও শিক্ষণীয় নাটক নির্মাণ হয়। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
০৯ ডিসেম্বর
বড় অঙ্কের টাকার বিনিময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্যকালীন শিক্ষা কার্যক্রম চালুর ফলে বিশ্ববিদ্যালয়গুলো দিনে সরকারি আর রাতে বেসরকারি চরিত্র ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি আরও বলেন, ডাকসু নেতাদের বিষয়ে এমন সব কথা শুনি, যা আমার ভালো লাগে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রপতি বলেছেন, তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয়, তারা বিশ্ববিদ্যালয়ের আসল কাজ কী, তা ভুলে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী-পুরুষ নির্বিশেষে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কোনো নারী-শিশু যেন নির্যাতনের শিকার না হয়। বিশেষ মনোযোগ দিতে হবে, যাতে শিশু ও নারীরা সুরক্ষিত থাকে। কেবল আমাদের দেশে নয়, আমরা উন্নয়নশীল দেশগুলোতেও দেখেছি যে, শিশু ও নারীদের ওপর নির্যাতন মানসিক রোগের মতো ছড়িয়ে পড়ছে। তাই এ-বিষয়ে নারী-পুরুষ প্রত্যেককেই সচেতন থাকতে হবে, যাতে কোনো শিশু ও নারী নির্যাতিত না হয়। বেগম রোকেয়া দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক-২০১৯ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, মূলত পুরুষরাই নারীদের ওপর নির্যাতন চালায়। তাই তাদের চিন্তা করা উচিত যে, তাদেরও মেয়ে শিশু রয়েছে এবং তাদের সন্তান যদি অন্য কারও দ্বারা নির্যাতিত হয় তাহলে তারা কী করবে। সে-কারণেই এ-ব্যাপারে সচেতনতা খুবই জরুরি।

১১ ডিসেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার গ্রামকে কেন্দ্র করে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। গণভবনে ইউএনএসকাপের নির্বাহী পরিচালক আরমিডা সালসিয়াহ আলিসজাভনার সঙ্গে বৈঠকে এ-কথা বলেন তিনি। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের প্রধান আলিসজাভনা সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালের আগেই দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। লক্ষ্য অর্জনে সহায়তা প্রদানে কুষ্ঠ রোগীদের জন্য ওষুধ তৈরি এবং বিনামূল্যে বিতরণের জন্য স্থানীয় ওষুধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের দেশে অনেক ওষুধ কোম্পানি রয়েছে, যারা বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করে এবং তাদের ওষুধের মান খুবই ভালো। তাই আমি তাদের বিশেষায়িত ওষুধ তৈরি করার জন্য অনুরোধ জানাতে চাই, যা কুষ্ঠ রোগীদের জন্য দরকার। এসব ওষুধ রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করার ব্যবস্থা করুন, যা দ্রুত আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে স্থানীয় হোটেলে ‘২০৩০ সালের মধ্যে শূন্য কুষ্ঠ উদ্যোগ’ শীর্ষক জাতীয় সম্মেলন-২০১৯ উদ্বোধন করেন।

১২ ডিসেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি ও ঘুষের ব্যাপারে সতর্ক থাকতে প্রশাসনের নবীন কর্মকর্তাসহ সব সরকারি চাকরিজীবীর প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ঘুষ ও দুর্নীতির ব্যাপারে আপনাদের সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। এসব ভয়াবহ সামাজিক ব্যাধি অনেক সময় আমাদের সমাজকে ধ্বংস ও উন্নয়নকে ম্লান করে দেয়। তাই আপনাদের এ-ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। সকালে রাজধানীর বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমিতে ১১৩, ১১৪ ও ১১৫তম বিসিএ প্রশাসন ও আইন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২২ ডিসেম্বর
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলেকশন করতে চান, ভোট চান, সংগঠন করতে চান, নেতা হতে চান তো আগে মানুষের কাছে যান। মানুষের কি সমস্যা আছে দেখেন। মানুষের জন্য কি করতে পারেন, করেন। তাহলে মানুষই আপনাদের সব সুযোগ করে দেবে। আপনাদের কারও কাছে গিয়ে ধরনা দিতে হবে না। চাইতেও হবে না। আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় কাউন্সিলররা সন্ধ্যায় গণভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে। এ-সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দারিদ্র্যের হার আজকে ২০ ভাগে নেমেছে। আমাদের নেতা-কর্মীদের বলব, আপনাদেরও উদ্যোগ নেওয়া উচিত যে, আপনার এলাকায় কয়টা লোক দরিদ্র আছে। কয়টা লোক ভূমিহীন আছে নিজেরাই খুঁজে বের করে বলেন, আমাদের দিন। দল হিসেবে এটা আমাদের একটা কর্তব্য। আমরা করতে পারি, আমাদের দলই পারে। আমরা তাদের ঘরবাড়ি করে দিতে, থাকার ব্যবস্থা করে দিতে পারি। সবই করে দিতে পারি। আমাদের তরফ থেকে উদ্যোগটা থাকতে হবে। তাহলে আর দরিদ্র থাকবে না। সরকার বসে সব করবে তা না, আমাদের নেতাদের যদি একটু সক্রিয় অংশগ্রহণ থাকে। খুব দ্রুত আমরা এই দারিদ্র্য বিমোচন করতে পারব। যেটা আমি বিশ্বাস করি।
দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে সর্বোচ্চ আত্মত্যাগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের সমুদ্র অপার সম্পদের উৎস। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ মীমাংসার ফলে সমুদ্রের গুরুত্ব বহুগুণ বেড়েছে। মৎস্য ও খনিজসম্পদে ভরপুর আমাদের জলসীমার অতন্দ্রপ্রহরী হিসেবে আপনাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও এর সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে সকালে রাষ্ট্রপতির কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থী অফিসারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে নৌবাহিনীর সদস্যরা সিভিল প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপকূলীয় অঞ্চলে কাজ করে থাকে। জাতীয় স্বার্থে সহযোগিতার মনোভাব নিয়ে ভবিষ্যতেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

২৫ ডিসেম্বর
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায় এবং অন্যায়, অবিচার ও অন্ধকারের পথ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। প্রতিটি ধর্মের মূল বাণী ও শিক্ষা হচ্ছে মানবকল্যাণ। তাই ধর্মকে ব্যবহার করে বা ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। বিশেষ করে যুবসমাজকে বিভ্রান্ত করে যাতে ভুল পথে পরিচালিত করতে না পারে, সেজন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

২৬ ডিসেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম, দায়িত্ববোধ এবং শৃঙ্খলাকে সৈনিক জীবনের পাথেয় আখ্যায়িত করে বাংলাদেশ বিমানবাহিনীর নবীন সৈনিকদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে আপনাদের ওপর ন্যস্ত হচ্ছে দেশমাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে আপনাদের সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে। সকালে যশোরে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে ‘৭৬তম বাফা কোর্স’ এবং ‘ডিই-২০১৮’ কোর্স সমাপনী উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

২৮ ডিসেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে ভিআইপি, ভিভিআইপিসহ সব বিমানযাত্রীকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আমি স্পষ্ট বলতে চাই, এখানে আমাদের সংসদ সদস্য, মন্ত্রী, বাহিনী প্রধান বা অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আপনারা যখন বিদেশে যান তখন যেভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়, ঠিক সেভাবে আমাদের বিমানবন্দরে করতে হবে এবং সেটা সবাইকে মেনে নিতে হবে। সেখানে কেউ কোনো বাধা দিতে পারবেন না। যদি কেউ এক্ষেত্রে বাধা দেন তাহলে ভবিষ্যতে তার বিমানে চড়াই বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার যে নিয়ম রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে, সব যাত্রীকে সেটা মেনে নিতে হবে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যাত্রী পরিবহন ও মালপত্র আনা-নেওয়ার সক্ষমতা বৃদ্ধিতে ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী একই সঙ্গে বিমানের পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করেন এবং বিশ্বের সব স্থান থেকে বিমানের টিকিট ক্রয়ের সুবিধা সংবলিত একটি মোবাইল অ্যাপসও উদ্বোধন করেন তিনি।
বর্তমান সরকার সেনাবাহিনীকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায়। আজকের বাংলাদেশ সেনাবাহিনী অবকাঠামোগত, কৌশলগত এবং প্রযুক্তিগত দিক থেকে অতীতের যে কোনো সময়ের চেয়ে উন্নত, স্বয়ংসম্পূর্ণ, চৌকস এবং পেশাগতভাবে দক্ষ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সশস্ত্র বাহিনীকে নিয়ে যে ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন হয়েছে, তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) সেনাবাহিনীর ৭৭তম লং কোর্সের প্রশিক্ষণ সমাপ্তি ও অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০১৯ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-কথা বলেন।

৩১ ডিসেম্বর
শিশুদের সারাক্ষণ শুধু পড়ার জন্য চাপ না দিয়ে তাদের ভেতরের মেধা ও শক্তি বিকাশের পরিবেশ সৃষ্টিতে নজর দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বর্তমান যুগে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। সকালে গণভবনে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গ্রন্থনা : আশরাফ সিদ্দিকী বিটু

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য