Wednesday, October 4, 2023

দিনপঞ্জি : জুলাই ২০২২

০২ জুন : ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়া পাঁচ বছরে ৫ লাখ কর্মী বাংলাদেশ থেকে নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। মালয়েশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে এ-কথা জানান তিনি। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান ও দেশটির প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

০৯ জুন : সর্বজনীন পেনশন চালুর ঘোষণা
আগামী অর্থবছরে সর্বজনীন পেনশন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ ঘোষণা দেন। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয়ভাবে একটি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের অঙ্গীকার করেছিলেন। তিনি জানান, সরকার আগামী অর্থবছরে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

১২ জুন : ৫ লক্ষাধিক শিশুকে সাঁতার শেখাবে সরকার
শিশুর প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা ও সাঁতার সুবিধা দেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। যেখানে সমাজভিত্তিক সমন্বিত শিশু যতœ কেন্দ্রের মাধ্যমে ৫ লাখ ৬০ হাজার শিশুকে সাঁতার শেখানোর কথা বলা হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৭১ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।


১৪ জুন : জাতিসংঘের কার্যক্রমে যুক্ত হচ্ছে বাংলা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সংস্থাটির সকল কার্যক্রমে বহুভাষা ব্যবহারের একটি প্রস্তাব পাস হয়েছে। জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা ছিল ৬টি। এসব ভাষা হলোÑ ইংরেজি, রুশ, স্প্যানিশ, ম্যান্ডারিন, আরবি এবং ফরাসি। এখন থেকে সংস্থাটির সব ধরনের কার্যক্রমের তথ্য উল্লিখিত ভাষার পাশাপাশি বাংলাতেও পাওয়া যাবে।

২০ জুন : চালু হয়েছে ‘অনলাইন জিডি’
সারাদেশের প্রতিটি থানায় চালু হয়েছে অনলাইন জিডি। থানায় না গিয়ে কোনো ঝামেলা অথবা প্রশ্নের পর প্রশ্নের উত্তর না দিয়েই ঘরে বসে একজন নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন।

২১ জুন : ঢাকার ৩ রুটে ২০০ বাস চালু হচ্ছে
আগামী ১ সেপ্টেম্বর থেকে আরও ৩ রুটে ২০০টি বাস দিয়ে ঢাকা নগর পরিবহনের বাসসেবা চালু হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মেয়র শেখ তাপস।

২৯ জুন : বাংলাদেশ-নেপাল বাণিজ্য প্রসারে ৯,২০০ কোটি টাকা ঋণ
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, বিশেষ করে বাংলাদেশ-নেপালের মধ্যে বাণিজ্য প্রসারে ১ দশমিক শূন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। প্রতি ডলার সমান ৯০ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৯ হাজার ২০০ কোটি টাকা।

গ্রন্থনা : মো. জাকির হোসেন

পূর্ববর্তী নিবন্ধভোজ্যতেলের উৎপাদন বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধকোথায় পাব তারে
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য