ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩০ নভেম্বর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় অর্থাৎ কাউন্সিল অধিবেশনে ঢাকা মহানগর উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ বজলুর রহমান। সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন আবু আহাম্মদ মান্নাফি, সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ুন কবির।
উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান গত কমিটির সহ-সভাপতি ছাড়াও একাধিকবার মোহাম্মদপুর থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি সদ্য সাবেক হওয়া নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দক্ষিণে সভাপতি আবু আহাম্মদ মান্নাফি গত কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরও সহ-সভাপতি ছিলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর-দক্ষিণের সম্মেলনের কাউন্সিলর অধিবেশনে নতুন নেতাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এ-সময় দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেন, ঢাকা মহানগর উত্তরে সভাপতি পদে আটজন, সাধারণ সম্পাদক পদে ৯ জনের নাম প্রস্তাব হয়, আর দক্ষিণে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জনের নাম প্রস্তাব হয়। আমরা সমঝোতার জন্য তাদের ১০ মিনিট সময় দিয়েছি। কিন্তু সমঝোতা না হওয়ায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে শাখা ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি ও দক্ষিণের সভাপতি আবু আহাম্মদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে নির্বাচিত করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নতুন নেতৃত্ব
আরও পড়ুন