Wednesday, October 4, 2023
বাড়িদশম বর্ষ, দ্বিতীয় সংখ্যা-জানুয়ারি-২০২০ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন: আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী যারা

ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন: আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী যারা

উত্তরণ প্রতিবেদন: আসন্ন ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনে দুই মেয়র প্রার্থী ছাড়াও দুই সিটির ১২৯ ওয়ার্ডের কাউন্সিলর পদে দল সমর্থিত একক প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত ২৯ ডিসেম্বর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের ৫৪টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডের দলীয় কাউন্সিলরদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ১২৯ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১ হাজারেরও বেশি পদপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। ২৮ ডিসেম্বর রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে দলের একক প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে
আওয়ামী লীগ কাউন্সিলরদের নামের তালিকা
ওয়ার্ড-০১ : মো. আফছার উদ্দিন খান, ওয়ার্ড-০২ : আলহাজ কদম আলী মাদবর, ওয়ার্ড-০৩ : মো. জিন্নাত আলী মাদবর, ওয়ার্ড-০৪ : মো. জামাল মোস্তফা, ওয়ার্ড-০৫ : মো. আব্দুর রউফ নান্নু, ওয়ার্ড-০৬ : সালাউদ্দিন রবিন, ওয়ার্ড-০৭ : মো. তফাজ্জল হোসেন, ওয়ার্ড-০৮ : মো. আবুল কাশেম মোল্লা, ওয়ার্ড-০৯ : মুজিব সারোয়ার মাসুম, ওয়ার্ড-১০ : আবু তাহের, ওয়ার্ড-১১ : দেওয়ান আবদুল মান্নান, ওয়ার্ড-১২ : মোহাম্মদ ইকবাল হোসেন তিতু, ওয়ার্ড-১৩ : মো. হারুন-অর-রশিদ, ওয়ার্ড-১৪ : মো. মইজউদ্দিন, ওয়ার্ড-১৫ : সালেক মোল্লা, ওয়ার্ড-১৬ : মো. মতিউর রহমান, ওয়ার্ড-১৭ : মো. ইসহাক মিয়া, ওয়ার্ড-১৮ : মো. জাকির হোসেন, ওয়ার্ড-১৯ : মো. মফিজুর রহমান, ওয়ার্ড-২০ : মো. জাহিদুর রহমান, ওয়ার্ড-২১ : মাসুম গনি, ওয়ার্ড-২২ : মো. লিয়াকত আলী, ওয়ার্ড-২৩ : মো. শাখাওয়াত হোসেন, ওয়ার্ড-২৪ : মো. সফিউল্লা, ওয়ার্ড-২৫ : আব্দুল্লাহ আল মঞ্জুর, ওয়ার্ড-২৬ : শামীম হাসান, ওয়ার্ড-২৭ : ফরিদুর রহমান খান, ওয়ার্ড-২৮ : মো. ফোরকান হোসেন, ওয়ার্ড-২৯ : মো. নুরুল ইসলাম রতন, ওয়ার্ড-৩০ : আবুল হাসেম হাসু, ওয়ার্ড-৩১ : আলেয়া সারোয়ার ডেইজী, ওয়ার্ড-৩২ : সৈয়দ হাসান নূর ইসলাম, ওয়ার্ড-৩৩ : আসিফ আহমেদ, ওয়ার্ড-৩৪ : শেখ মোহাম্মদ হোসেন, ওয়ার্ড-৩৫ : মোক্তার সরদার, ওয়ার্ড-৩৬ : তৈমুর রেজা খোকন, ওয়ার্ড-৩৭ : মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড-৩৮ : শেখ সেলিম, ওয়ার্ড-৩৯ : মো. শফিকুল ইসলাম, ওয়ার্ড-৪০ : মো. নজরুল ইসলাম ঢালী, ওয়ার্ড-৪১ : মো. সফিকুল ইসলাম, ওয়ার্ড-৪২ : মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড-৪৩ : শরিফুল ইসলাম ভূঞা, ওয়ার্ড-৪৪ : মো. শফিকুল (শফিক), ওয়ার্ড-৪৫ : জয়নাল আবেদীন, ওয়ার্ড-৪৬ : মো. সাইদুর রহমান সরকার, ওয়ার্ড-৪৭ : মোতালেব মিয়া, ওয়ার্ড-৪৮ : একেএম মাসুদুজ্জামান, ওয়ার্ড-৪৯ : মো. সফিউদ্দিন মোল্লা, ওয়ার্ড-৫০ : ডিএম শামীম, ওয়ার্ড-৫১ : মোহাম্মদ শরীফুর রহমান, ওয়ার্ড-৫২ : মো. ফরিদ আহমেদ, ওয়ার্ড-৫৩ : মো. নাসির উদ্দিন, ওয়ার্ড-৫৪ : জাহাঙ্গীর হোসেন।

ঢাকা উত্তর সিটির সংরক্ষিত (মহিলা) ওয়ার্ড কাউন্সিলরদের নামের তলিকা
ওয়ার্ড-০১, ১৭, ১৮ : হাছিনা বারী চৌধুরী, ওয়ার্ড-০২, ০৩, ০৫ : সালমা কালাম, ওয়ার্ড-০৪, ১৫ ও ১৬ : সাহিদা আক্তার শীলা, ওয়ার্ড-০৬, ০৭, ০৮ : শিখা চক্রবর্তী, ওয়ার্ড-০৯, ১০ ও ১১ : রাজিয়া সুলতানা (ইতি), ওয়ার্ড-১২, ১৩ ও ১৪ : সামসুন নাহার, ওয়ার্ড-১৯, ২০, ২১ : আমেনা বেগম (রানু), ওয়ার্ড-২২, ২৩, ৩৬ : মিতু আক্তার, ওয়ার্ড-২৪, ২৫ ও ৩৫ : নাজমুন নাহার হেলেন, ওয়ার্ড-২৬, ২৭ ও ২৮ : হামিদা আক্তার মিতা, ওয়ার্ড-২৯, ৩০ ও ৩২ : শাহিন আক্তার সাথী, ওয়ার্ড-৩১, ৩৩ ও ৩৪ : রোকসানা আলম, ওয়ার্ড-৩৮, ৩৯ ও ৪০ : মাহমুদা বেগম, ওয়ার্ড-৩৭, ৪১ ও ৪২ : কামরুন নাহার, ওয়ার্ড-৪৩, ৪৪ ও ৪৫ : সোনিয়া সুলতানা রুনা, ওয়ার্ড-৪৬, ৪৭, ৪৮ : মিনারা সুলতানা, ওয়ার্ড-৪৯, ৫০ ও ৫১ : আবেদা আক্তার, ওয়ার্ড-৫২, ৫৩, ৫৪ : কমলা রানী মুক্তা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ কাউন্সিলরদের নামের তালিকা
ওয়ার্ড-০১ : মো. মাহবুবুল আলম, ওয়ার্ড-০২ : মো. আনিসুর রহমান, ওয়ার্ড-০৩ : মো. মাকছুদ হোসেন, ওয়ার্ড-০৪ : মো. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড-০৫ : মো. আশ্রাফুজ্জামান, ওয়ার্ড-০৬ : মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ওয়ার্ড-০৭ : আব্দুল বাসিত খান, ওয়ার্ড-০৮ : মো. ইসমাইল জবিউল্লাহ, ওয়ার্ড-০৯ : মো. মোজাম্মেল হক, ওয়ার্ড-১০ : মারুফ আহমেদ মনসুর, ওয়ার্ড-১১ : মো. হামিদুল হক শামীম, ওয়ার্ড-১২ : গোলাম আশরাফ তালুকদার, ওয়ার্ড-১৩ : মো. এনামুল হক, ওয়ার্ড-১৪ : ইলিয়াছুর রহমান, ওয়ার্ড-১৫ : রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড-১৬ : মোহাম্মদ নজরুল ইসলাম, ওয়ার্ড-১৭ : মো. মাহবুবুর রহমান, ওয়ার্ড-১৮ : আ. স. ম. ফেরদৌস আলম, ওয়ার্ড-১৯ : মোহা. আবুল বাশার, ওয়ার্ড-২০ : ফরিদ উদ্দিন আহম্মদ রতন, ওয়ার্ড-২১ : মোহাম্মদ আসাদুজ্জামান, ওয়ার্ড-২২ : জিন্নাত আলী, ওয়ার্ড-২৩ : মো. মকবুল হোসেন, ওয়ার্ড-২৪ : মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ওয়ার্ড-২৫ : মো. আনোয়ার ইকবাল, ওয়ার্ড-২৬ : হাসিবুর রহমান মানিক, ওয়ার্ড-২৭ : ওমর বিন আব্দুল আজিজ, ওয়ার্ড-২৮ : মো. সালেহিন, ওয়ার্ড-২৯ : জাহাঙ্গীর আলম বাবুল, ওয়ার্ড-৩০ : মো. হাসান, ওয়ার্ড-৩১ : শেখ মোহাম্মদ আলমগীর, ওয়ার্ড-৩২ : মো. আ. মান্নান, ওয়ার্ড-৩৩ : মো. আউয়াল হোসেন, ওয়ার্ড-৩৪ : মীর সমীর, ওয়ার্ড-৩৫ : মো. আবু সাঈদ, ওয়ার্ড-৩৬ : রঞ্জন বিশ^াস, ওয়ার্ড-৩৭ : মো. আব্দুর রহমান মিয়াজী, ওয়ার্ড-৩৮ : আহমদ ইমতিয়াজ মন্নাফী, ওয়ার্ড-৩৯ : রোকন উদ্দিন আহমেদ, ওয়ার্ড-৪০ : আবুল কালাম আজাদ, ওয়ার্ড-৪১ : সারোয়ার হাসান (আলো), ওয়ার্ড-৪২ : মোহাম্মদ সেলিম, ওয়ার্ড-৪৩ : মো. আরিফ হোসেন, ওয়ার্ড-৪৪ : মো. নিজাম উদ্দিন, ওয়ার্ড-৪৫ : হেলেন আক্তার, ওয়ার্ড-৪৬ : মো. শহিদ উল্লাহ, ওয়ার্ড-৪৭ : নাসির আহম্মেদ ভূঁইয়া, ওয়ার্ড-৪৮ : মো. আবুল কালাম, ওয়ার্ড-৪৯ : আবুল কালাম আজাদ, ওয়ার্ড-৫০ : মাসুম মোল্লা, ওয়ার্ড-৫১ : কাজী হাবিবুর রহমান (হাবু), ওয়ার্ড-৫২ : মোহাম্মদ নাছিম মিয়া, ওয়ার্ড-৫৩ : মোহাম্মদ নূর হোসেন, ওয়ার্ড-৫৪ : মো. মাসুদ, ওয়ার্ড-৫৫ : মো. নুরে আলম, ওয়ার্ড-৫৬ : মোহাম্মদ হোসেন, ওয়ার্ড-৫৭ : মো. সাইদুল ইসলাম, ওয়ার্ড-৫৮ : মো. শফিকুর রহমান, ওয়ার্ড-৫৯ : আকাশ কুমার ভৌমিক, ওয়ার্ড-৬০ : মোহাম্মদ লুৎফর রহমান রতন, ওয়ার্ড-৬১ : মো. শাহ আলম, ওয়ার্ড-৬২ : মোহাম্মদ মোস্তাক আহমেদ, ওয়ার্ড-৬৩ : মো. শফিকুল ইসলাম খান, ওয়ার্ড-৬৪ : মো. মাসুদুর রহমান মোল্লা, ওয়ার্ড-৬৫ : মো. সামসুদ্দিন ভূঁইয়া, ওয়ার্ড-৬৬ : মো. হানিফ তালুকদার, ওয়ার্ড-৬৭ : মো. ফিরোজ আলম, ওয়ার্ড-৬৮ : মাহমুদুল হাসান, ওয়ার্ড-৬৯ : মো. হাবিবুর রহমান হাসু, ওয়ার্ড-৭০ : মোহাম্মদ আতিকুর রহমান, ওয়ার্ড-৭১ : মো. খাইরুজ্জামান, ওয়ার্ড-৭২ : শফিকুল ইসলাম শামীম, ওয়ার্ড-৭৩ : মো. শফিকুল ইসলাম, ওয়ার্ড-৭৪ : মো. ফজর আলী, ওয়ার্ড-৭৫ : সৈয়দ মো. তোফাজ্জল হোসেন।

ঢাকা দক্ষিণ সিটির সংরক্ষিত (মহিলা) ওয়ার্ড কাউন্সিলরদের নামের তালিকা
ওয়ার্ড-০২,০৩ ও ০৪ : ফারজানা ইসলাম বিপ্লবী, ওয়ার্ড-০৫, ০৬ ও ০৭ : মাকসুদা শমশের, ওয়ার্ড-০৮, ০৯ ও ১০ : মিনু রহমান, ওয়ার্ড- ০১, ১১ ও ১২ : ফারাহানা ইসলাম ডলি, ওয়ার্ড-১৩, ১৯ ও ২০ : সৈয়দা রোখসানা ইসলাম চামেলী, ওয়ার্ড-১৬, ১৭ ও ২১ : নারগীস মাহ্তাব, ওয়ার্ড-১৪, ১৫ ও ১৮ : শিরিন গাফফার, ওয়ার্ড-২২, ২৩ ও ২৬ : নিলুফার রহমান, ওয়ার্ড-২৪, ২৫ ও ২৯ : সাবিনা পারভীন, ওয়ার্ড-২৭, ২৮ ও ৩০ : মোসা. সেলিমা বেগম, ওয়ার্ড-৩১, ৩২ ও ৩৩ : লুনা হুমায়ন পারভীন, ওয়ার্ড-৩৫, ৩৬ ও ৩৭ : শেফালী রাণী মল্লিক, ওয়ার্ড-৩৪, ৩৮ ও ৪১ : শাহিনুর বেগম, ওয়ার্ড-৩৯, ৪০ ও ৪৯ : লাভলী চৌধুরী, ওয়ার্ড-৪৮, ৫০ ও ৫১ : নাজমা বেগম, ওয়ার্ড-৪২, ৪৩ ও ৪৪ : নাসিমা আহমেদ, ওয়ার্ড-৪৫, ৪৬ ও ৪৭ : সাথী আক্তার, ওয়ার্ড-৫২, ৫৩ ও ৫৪ : জোহুরা (জবা), ওয়ার্ড-৫৫, ৫৬ ও ৫৭ : শেফালি আক্তার, ওয়ার্ড-৫৮, ৫৯ ও ৬০ : মোসা. সাহিদা বেগম, ওয়ার্ড-৬১, ৬২ ও ৬৩ : ফারহানা ইয়াসমিন কুয়াশা, ওয়ার্ড-৬৪, ৬৫ ও ৬৬ : মনিরা চৌধুরী, ওয়ার্ড-৬৭, ৬৮ ও ৬৯ : শাহনাজ বেগম, ওয়ার্ড-৭০, ৭১ ও ৭২ : সেলিনা খান, ওয়ার্ড-৭৩, ৭৪ ও ৭৫ : নাছরিন আহমেদ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য