Sunday, September 24, 2023
বাড়িSliderজাতীয় স্লোগান জয় বাংলা

জাতীয় স্লোগান জয় বাংলা

উত্তরণ প্রতিবেদক: ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় সেøাগান হবে। সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ সেøাগান উচ্চারণ করবেন। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ শেষে এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ‘জয় বাংলা’ সেøাগান উচ্চারণ করবেন।
গত ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’ স্লোগানকে বাংলাদেশের জাতীয় সেøাগান হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির বিষয়টি অনুমোদন দেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকের পর সাংবাদিকদের এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সেদিন তিনি জানিয়েছিলেন, ২০২০ সালে হাইকোর্টের একটা রায় আছে, সেখানে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করা এবং সিদ্ধান্ত কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সে-কারণে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতির ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রচার করতে হবে।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে এর আগে হাইকোর্টে রিট করেন সুপ্রিমকোর্ট আইনজীবী ড. বশির আহমেদ। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। রুলে, ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এরপর এই রুলের শুনানিতে রাষ্ট্রপক্ষসহ সিনিয়র আইনজীবীদের বক্তব্য শুনেন আদালত। শুনানি নিয়ে ২০২০ সালের ১০ মার্চ রুলটি যথাযথ (অ্যাবসিলিউট) ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ঐ রায়ে বলা হয় : শুধু দেশেই না, একাত্তরে যখন মহান মুক্তিযুদ্ধ চলে তখন দেশে ও বিদেশে একটাই সেøাগান ছিল ‘জয় বাংলা’। এছাড়া পাকিস্তানেরও কিছু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এক হয়ে ‘জয় বাংলা’ বলে সেøাগান দিয়েছে। এমনকি আমাদের মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে গুলি করার আগ মুহূর্তেও এদেশের মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছে। সর্বোপরি এদেশের ধর্মনিরপেক্ষ স্লোগাননই হচ্ছে জয় বাংলা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য