শাড়ির নাম কলাবতী
দেশে প্রথম কলাগাছের সুতার শাড়ি তৈরি হলো। শাড়ির নাম দেওয়া হয়েছে ‘কলাবতী শাড়ি’। বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) ইয়াছমিন পারভীন তিবরীজি কলাগাছের তন্তু থেকে শাড়ি বানিয়ে দেওয়ার কথা বলেছিলেন রাধাবতী দেবীকে। তখন রাধাবতী বলেছিলেন, ‘জীবনে কলাগাছের সুতা চোখে দেখি নাই। কীভাবে শাড়ি করব? নকশার বইও নাই।’ পরে অবশ্য রাধাবতী ঠিকই কলাগাছের সুতা বা তন্তু দিয়ে শাড়ি বানিয়ে ফেলেছেন। সব মিলে শাড়ি বানাতে ১০ থেকে ১২ দিন লেগেছে। শাড়ি বানানোর জন্য মৌলভীবাজার থেকে তাঁতও আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরের মজুরিসহ শাড়ির দাম ৪ থেকে ৫ হাজার টাকা হতে পারে।
কারিগর রাধাবতী দেবী মৌলভীবাজারে ১৯৯২ সাল থেকে মণিপুরি শাড়ি বানাচ্ছেন। এ পর্যন্ত তিনি কত শাড়ি বানিয়েছেন, তার হিসাব নেই। তবে এবার তিনি বুনেছেন কলাগাছের সুতার শাড়ি। রাধাবতী দেবী জানান, তিনি বান্দরবান এসেছিলেন ১২ মার্চ। ২ এপ্রিল তিনি মৌলভীবাজার ফিরে যান।
বাঘের থাবা থেকে বেঁচে গেলেন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাঘের থাবা থেকে বেঁচে গেলেন আবদুল ওয়াজেদ (৪৫) নামে এক জেলে। ছোট ভেটখালী গ্রামের মৃত জব্বার আলী গাজীর ছেলে ওয়াজেদ। গত ২৮ মার্চ সকাল ৯টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন তিনি। ওয়াজেদের ছোটভাই লিয়াকত হোসেন জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাকড়া ধরছিলেন বড়ভাই। হঠাৎ একটি বাঘ তার ভাইয়ের ওপর আক্রমণ করে। এ সময় নৌকায় থাকা গরানের লাঠি নিয়ে তিনি উচ্চস্বরে শব্দ করেন এবং একই সঙ্গে বাঘের চোখে চোখ রেখে মোকাবিলার চেষ্টা করেন। একপর্যায়ে বাঘটি তার ভাইয়ে ছেড়ে দিয়ে চলে যায়। পরদিন ২৯ মার্চ তিনি তার ভাইকে উদ্ধার করে লোকালয়ে ফিরে আসেন।
পদক পেল ‘চিতা’
ডগ স্কোয়াডের সদস্যরা দুর্যোগের উদ্ধারকাজ, নিরাপত্তা নিশ্চিত করা কিংবা অপরাধ তদন্তে সহায়তা করে আসছে অনেক দিন ধরেই। তবে প্রথমবারের মতো বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডগ স্কোয়াডের কুকুর ‘চিতা’। গত ২০ মার্চ র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ‘চিতা’কে দেওয়া হলো মহাপরিচালক পদক।
চিতা নামের কুকুরটি সম্পর্কে র্যাবের ডগ স্কোয়াডের দায়িত্বপ্রাপ্ত মেজর মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘চিতা অনুসন্ধানকাজে প্রশিক্ষণপ্রাপ্ত। বর্তমানে র্যাবের ডগ স্কোয়াডে যে ৫৮টি কুকুর আছে তার মধ্যে সে একটু আলাদা।’ দেশে এই প্রথম কোনো কুকুর সম্মানজনক পদক পেল। এর আগে কখনও কোনো বাহিনীর কুকুর এভাবে সম্মানিত হয়নি।
বিশেষ সাফল্যের জন্যই এ সম্মান পেয়েছে চিতা। গত ৭ মার্চ রাজধানীর সিদ্দিকবাজারের ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে কৃতিত্ব দেখিয়েছে চিতা। র্যাব সদস্যদের পাশাপাশি তাদের ডগ স্কোয়াডের ৩টি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এ কাজে। উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত কুকুর ‘চিতা’ তিনটি মৃতদেহের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এই সাফল্যের জন্যই র্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা (বীরত্ব) পদকে ভূষিত হয়েছে চিতা। এর মাধ্যমে দেশের ডগ স্কোয়াডের ইতিহাসে পথিকৃতের কাজ করল সে।
ব্যানারে চোরকে অনুরোধ
কয়েক দিন পরপর বাড়িতে চুরি। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। অবশেষে চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যানার টাঙিয়ে চোরকে চুরি না করার অনুরোধ করেন নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুন নবী শেখ। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। ব্যানারে মাহবুবুন নবী শেখ লেখেন, ‘চুরির সঙ্গে সম্পৃক্তদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের বাড়িতে চুরি করার মতো মূল্যবান কোনো সম্পদ নেই। তাই আমাদের বাড়িতে চুরির চেষ্টা করা আপনাদের মূল্যবান সময়ের অপচয়। অপরদিকে চুরির পর ঘর গোছানো আমাদের জন্য কষ্টের কাজ। ভবিষ্যতে চুরির পরিকল্পনায় বিষয়গুলো আমলে নেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।’