Monday, October 2, 2023

গুগল আনছে নতুন পণ্য ও সেবা

সালেহীন বাবু : বিশ্ব চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। টেক জায়ান্ট গুগল এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চাইছে। এরই ধারাবাহিকতায় গত ১০ মে অনুষ্ঠিত নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৩’-এ কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক নানা পণ্য ও সেবা আনার ঘোষণা দিয়েছে গুগল। সম্মেলনে ঘোষণা দেওয়া উল্লেখযোগ্য পণ্য ও সেবাগুলো নিয়ে এবারের আয়োজন-
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা ‘পাম২’ : ওপেন এআইয়ের চ্যাটজিপিটি৪-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ভাষা ‘পাম২’ আনার ঘোষণা দিয়েছে গুগল। মডেলটি ১০০টির বেশি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্মেলনে গুগল প্লে স্টোর ডেভেলপারদের জন্য এআই টুল উন্মুক্ত করা, অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য এআই কোডিং বট চালুরও ঘোষণা দেওয়া হয়।
গুগল ম্যাপসে ‘ইমারসিভ ভিউ’ : গুগল ম্যাপসে নির্দিষ্ট স্থান ও গন্তব্যের তথ্য আরও ভালোভাবে দেখার জন্য যুক্ত হচ্ছে ইমারসিভ ভিউ সুবিধা। বর্তমানে নির্দিষ্ট কিছু দেশে ইমারসিভ ভিউ সুবিধা চালু থাকলেও শুধু ত্রিমাত্রিক দৃশ্য দেখা যায়। নতুন এ ঘোষণার ফলে ভবিষ্যতে পাখির চোখের মতো বা ওপর থেকেই নির্দিষ্ট স্থান বা রাস্তার ত্রিমাত্রিক দৃশ্য দেখা যাবে।
জি-মেইলে নতুন টুল ‘হেল্প মি রাইট’ : জি-মেইলে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন টুল ‘হেল্প মি রাইট’। টুলটি কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জি-মেইলে স্বয়ংক্রিয়ভাবে মেইল লেখার পাশাপাশি উত্তরও দেওয়া যাবে। শিগগিরই ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা টুলটি পরখ করার সুযোগ পাবেন।
গুগল ফটোজে ‘ম্যাজিক এডিটর’ : গুগল ফটোজে ছবি সম্পাদনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ম্যাজিক এডিটর চালুর ঘোষণা দিয়েছে গুগল। ছবি সম্পাদনার টুলটি ব্যবহার করে সহজে ছবির পটভূমি বড় করার পাশাপাশি ছবিতে থাকা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর অবস্থান পরিবর্তন বা মুছে ফেলা যাবে। প্রাথমিকভাবে পিক্সেল ফোন ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
সবার জন্য ‘চ্যাটবট বার্ড’ : গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘বার্ড’ ব্যবহারে আগ্রহী মানুষের সংখ্যা বেশি হওয়ায় অনেককে দীর্ঘদিন ওয়েটলিস্ট বা অপেক্ষমাণ তালিকায় থাকতে হতো। এতে অনেকে বিরক্ত হন। আর তাই এবারের সম্মেলনে ১৮০টি দেশে বসবাসকারীদের জন্য বার্ড উন্মুক্তের ঘোষণা দিয়েছে গুগল। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় ব্যবহার করা গেলেও খুব শিগগির জাপানি এবং কোরীয় ভাষায় চ্যাটবটটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে গুগল।
ওয়ার্কস্পেসে যুক্ত হচ্ছে ‘ডুয়েট এআই’ : গুগল ওয়ার্কস্পেসে যুক্ত হবে ডুয়েট এআই সুবিধা। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সহজে ই-মেইল লেখার পাশাপাশি স্লাইডসে ছবিও তৈরি করা যাবে।
নতুন নকশায় ‘গুগল হোম অ্যাপ’ : গুগল হোম অ্যাপ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। অ্যাপটিতে উন্নত ক্যামেরা ইন্টারফেস, ফেভারিট ট্যাব, একাধিক যন্ত্রে সমর্থন সুবিধাসহ আরও বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে।
‘ওয়্যার ওএস৪’ : স্মার্ট ঘড়ির অপারেটিং সিস্টেম ওয়্যার ওএস৩ এখনও পূর্ণাঙ্গভাবে চালু না হলেও সম্মেলনে ওয়্যার ওএস৪ আনার ঘোষণা দিয়েছে গুগল। পরিধানযোগ্য যন্ত্রের জন্য এই অপারেটিং সিস্টেম আগামী বছর আসতে পারে। নতুন এই ওএসে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব আরও উন্নত হবে। এছাড়া ঘড়িতে ব্যাকআপ ও রিস্টোর সুবিধা থাকবে।
অ্যান্ড্রয়েড১৪-তে কৃত্রিম বুদ্ধিমত্তা : অ্যান্ড্রয়েড১৪-তে এআই আনার ঘোষণা দিয়েছে গুগল। এই অপারেটিং সিস্টেমের একটি উল্লেখযোগ্য এআই টুল হবে ম্যাজিক কম্পোজ। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের মেসেজেস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে উত্তর দিতে পারবেন। এছাড়া কোনো দৃশ্যের বর্ণনা লিখে দিলে ছবি তৈরির সুযোগও মিলবে।
গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্ন্যাপশট : গুগল সার্চে যুক্ত হচ্ছে এআই স্ন্যাপশট। গুগল সার্চে কোনো তথ্য খুঁজলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সেগুলোর উত্তর দ্রুত দেখাবে গুগল, যা সার্চ ফলাফলের ওপরের দিকে দেখা যাবে। এআই স্ন্যাপশটগুলো মূলত নতুন ল্যাংগুয়েজ মডেল পাম২ ব্যবহার করে উত্তর দেখাবে।
‘পিক্সেল ফোল্ড’, ‘পিক্সেল ট্যাবলেট কম্পিউটার’ ও ‘পিক্সেল৭এ স্মার্টফোন’ :
সম্মেলনে পিক্সেলের নতুন ৩টি পণ্য পিক্সেল ফোল্ড, ট্যাবলেট কম্পিউটার ও পিক্সেল৭এ আনার ঘোষণা দিয়েছে গুগল। পিক্সেল ফোল্ড আনার ঘোষণার মাধ্যমে ভাঁজযোগ্য পর্দার বাজারে নিজের নাম লেখালো গুগল। এর দাম ১ হাজার ৭৯৯ ডলার। ১১ ইঞ্চি পর্দার পিক্সেল ট্যাবলেট কম্পিউটারটির দাম ৪৯৯ ডলার। পিক্সেল সিরিজের নতুন ফোন ‘পিক্সেল৭এ’-এর দাম ৪৯৯ ডলার।

লেখক : সাংবাদিক

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য