Thursday, November 30, 2023
বাড়িSliderগণতান্ত্রিক ধারাবাহিকতা চাই

গণতান্ত্রিক ধারাবাহিকতা চাই

উত্তরণ প্রতিবেদন: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সবসময় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা চাই, গণতান্ত্রিক ধারাবাহিকতা চাই। দেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। একটানা ১৪ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। গত ২৫ নভেম্বর বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশ থেকে ২০ হাজারের অধিক চিকিৎসক এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলবই। বৈশ্বিক সংকটের কারণে সবাইকে সাশ্রয়ী হতে হবে। আর আমাদের যেন আমদানি করতে না হয়, আমাদের খাদ্য যেন আমরা উৎপাদন করতে পারি, সে-জন্য এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর এক খুনিকে ফিরিয়ে আনার প্রচেষ্টার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার ফাঁসির আদেশ হয়েছে। আমেরিকা সেই খুনিকে লালন-পালন করছে। আমেরিকার কারবারই এরকমই।
দীর্ঘ প্রায় সাত বছর পর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী চিকিৎসকদের বৃহৎ সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের এই সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই গত ১৪ বছরে স্বাচিপের সাংগঠনিক কর্মকাণ্ড, করোনার দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিএনপি-জামাত জোটের দুঃশাসন-অগ্নিসন্ত্রাসের ওপর তৈরি একটি প্রমাণ্য চিত্র পরিবেশন করা হয়। নৌকার আদলে তৈরি বিশাল দৃষ্টিনন্দন মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এমএ আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পান্থপথে নির্মিতব্য স্বাচিপের নিজস্ব কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন একতরফা নির্বাচন করে ক্ষমতায় গেলেও খালেদা জিয়া বেশিদিন টিকতে পারেনি। দেশের জনগণ ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে ৩০ মার্চ পদত্যাগে বাধ্য করেছিল। সে-কথাও সবার মনে রাখা উচিত। ‘ব্যাংকে টাকা নেই’- এমন গুজব যারা ছাড়চ্ছে তাদের নিন্দা জানান প্রধানমন্ত্রী। রিজার্ভ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, কিছুদিন আগে শুনলাম আমাদের দেশের সবাই রিজার্ভ নিয়ে পারদর্শী হয়ে গেছেন। গ্রামে গ্রামে, মহল্লায়ও এটা নিয়ে আলোচনা হচ্ছে। তিন মেয়াদে আমরা ক্ষমতায়, অন্তত এটুকু দাবি বলতে পারি, এই ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ কোনোদিন ঋণখেলাপি হয়নি।
ডা. জামালউদ্দিন চৌধুরীকে সভাপতি ও ডা. কামরুল হাসান মিলনকে মহাসচিব করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কমিটি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য