Wednesday, October 4, 2023
বাড়িউত্তরণ ডেস্কগণতন্ত্র সূচকে দুই ধাপ উন্নতি

গণতন্ত্র সূচকে দুই ধাপ উন্নতি

উত্তরণ ডেস্ক: গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৭৩তম। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেস ইউনিট (ইআইইউ) গত ৩ ফেব্রুয়ারি ‘গণতন্ত্র সূচক ২০২২’ প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। ৫টি মানদণ্ডে একটি দেশের গণতন্ত্র পরিস্থিতি বিচার করে ইআইইউ। ১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে এবারের সূচক তৈরি হয়েছে। সূচকে ১০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ৫.৯৯। আগের বছর একই স্কোর নিয়ে এই সূচকে বাংলাদেশ ছিল ৭৫তম। ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৭৬তম।
নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতার ওপর গণতন্ত্র পরিস্থিতি বিচার করে এ র‌্যাংকিং তৈরি করে ইআইইউ। সূচকে দেশ ও ও অঞ্চলগুলোকে ৪টি বিভাগে ভাগ করা হয়। বাংলাদেশ আছে ‘হাইব্রিড রেজিম’ বা মিশ্র শাসনের শ্রেণিতে। এই বিভাগে সবার ওপরে বাংলাদেশ আর সবার নিচে মৌরিতানিয়া। নরওয়ে এবারের গণতন্ত্র সূচকে শীর্ষ স্থানে আছে। দেশটির স্কোর ৯.৮১। এরপর পর্যায়ক্রমে আছে নিউজিল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন ও ফিনল্যান্ড পঞ্চম। সূচকে সবার নিচে ১৬৭তম অবস্থানে আছে আফগানিস্তান। মিয়ানমার ১৬৬তম, উত্তর কোরিয়া ১৬৫তম, সৌদি আরব ১৫০তম আর রাশিয়া ১৪৬তম।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য