Monday, December 4, 2023
বাড়িত্রয়োদশ বর্ষ,নবম সংখ্যা, আগস্ট-২০২৩খুনি জিয়া ও স্বৈরাচারী খালেদার দুঃশাসনের দিনলিপি

খুনি জিয়া ও স্বৈরাচারী খালেদার দুঃশাসনের দিনলিপি

আগস্ট ১৯৭৭
০৮ আগস্ট : ১৯৭৬-৭৭ অর্থবছরে কৃষিক্ষেত্রে উৎপাদন শতকরা দশমিক পাঁচ ভাগ হ্রাস পেয়েছে, মুদ্রাস্ফীতির পরিমাণ শতকরা ১৭ ভাগ বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক লেনদেনে ঘাটতি পড়েছে প্রায় ২১৯ কোটি টাকা। যেখানে ১৯৭৫-৭৬ অর্থবছরে জাতীয় আয় বৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৭ ভাগ, কৃষি উৎপাদন বৃদ্ধির পরিমাণ ছিল ৯ দশমিক ৮ ভাগ, সেখানে এক বৎসর ব্যবধানেই এই সূচক হ্রাস পেয়েছে [ইত্তেফাক]।
১০ আগস্ট : নবাবপুর রোডে বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও প্রাক্তন মন্ত্রী ফণী মজুমদার গ্রেফতার [আজাদ]।
১১ আগস্ট : সাদা কাগজের তীব্র সংকটে কুষ্টিয়ায় পরীক্ষা বন্ধ ও ময়মনসিংহে বিদ্যালয়ে পরীক্ষা ব্যাহত [সংবাদ]।
১২ আগস্ট : খুলনায় দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে বোমা হামলা [সংবাদ]।
১৫ আগস্ট : ১৫ই আগস্ট ছাত্রলীগের শোক দিবসের কর্মসূচি প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বটতলায় ছাত্রদলের সমাবেশ আহ্বান। ১৫ আগস্ট শোক দিবসের বিপরীতে নাজাত দিবস হিসেবে পালনের ঘোষণা [আজাদ]।
১৬ আগস্ট : ছাত্র-শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় শিক্ষকদের একযোগে পদত্যাগ [ইত্তেফাক]।
১৯ আগস্ট : তিস্তার বাঁধ ভেঙে ৫০ হাজার মানুষ গৃহহীন, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি [সংবাদ]।
২৩ আগস্ট : মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘সামরিক আইনবিধি লঙ্ঘন করে স্বার্থসংশ্লিষ্ট কিছু লোক শোভাযাত্রা ও মিছিল বের করছে। সামরিক আইনবিধি অনুযায়ী শোভাযাত্রা ও মিছিল বের করা নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনকারীকে কঠোর শাস্তি দেয়া হবে’ [সংবাদ]।
২৬ আগস্ট : উত্তরাঞ্চলে ১৩ শিল্প-কারখানা বন্ধ, ৬টিতে লে-অফ, প্রায় ১০ হাজার শ্রমিক বেকার [সংবাদ]।
২৯ আগস্ট : ঢাকা বিশ^বিদ্যালয়ের কলাভবনের সম্মুখে নির্মীয়মাণ ভাস্কর্য ভাঙার প্রচেষ্টাকে কেন্দ্র করে দুই দল ছাত্রদের মধ্যে সংঘর্ষ, ১৪ জন আহত [সংবাদ]।
৩১ আগস্ট : বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি, ৪ জনের মৃত্যু [ইত্তেফাক]।

আগস্ট ১৯৭৮
০৩ আগস্ট : প্রতি বছর ৭৫ লক্ষ শিশু শিক্ষার আলো হতে বঞ্চিত; প্রতি বছর ১ কোটি ৭৫ লক্ষ শিশু শিক্ষা লাভের বয়ঃপ্রাপ্ত হয় এবং এর মধ্যে ৭৫ লক্ষ শিশু শিক্ষা বঞ্চিত হয় [ইত্তেফাক]।
– ময়মনসিংহের হালুয়াঘাট থানায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম [সংবাদ]।
০৪ আগস্ট : বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ হতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠাকল্পে অবিলম্বে সামরিক আইন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে [ইত্তেফাক]।- বাংলাদেশের শতকরা ৭০ থেকে ৮০ ভাগ জনসাধারণ অপুষ্টিতে ভুগছে [সংবাদ]।
০৫ আগস্ট : চট্টগ্রামে পুলিশের গুলিতে ২ জন নিহত; ফেনী কলেজে বহিরাগতদের হামলা, ২৮ জন আহত [সংবাদ]।
১৫ আগস্ট : সকাল পৌনে ১০টায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগকর্মী বঙ্গবন্ধুর বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠান এবং পুষ্পমাল্য অর্পণের জন্য ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সংযোগস্থলে পৌঁছান। সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং পুলিশ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর বাসভবনের প্রবেশমুখে ব্যারিকেড তৈরি করে বাধা দেয়। নেতাকর্মীরা ব্যারিকেড ভেদ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশে চরম বাধার মুখে পড়ে। পরে পুলিশের বাধার মুখে রাস্তার ওপরই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় [সংবাদ]।
– বন্যায় রাজশাহীর চরাঞ্চলে ২০ হাজার লোক আশ্রয়হীন [ইত্তেফাক]।
২৩ আগস্ট : বন্যায় বিপর্যস্ত রাজশাহীতে রিলিফ পর্যাপ্ত নয়, বিতরণেও অব্যবস্থা [সংবাদ]।

আগস্ট ১৯৭৯
০৪ আগস্ট : এক সপ্তাহে ৩৪ ব্যক্তি খুন [সংবাদ]।
– বছরে ৫০ কোটি টাকার সম্পদ পাচার [সংবাদ]।
০৫ আগস্ট : দেশের শিক্ষা উপযোগী ৩ কোটি ৬৪ লাখ ছেলেমেয়ের মাঝে ২ কোটি ৬০ লাখই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। অর্থাভাব, শিক্ষার উপকরণের মূল্যবৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে ছেলেমেয়েরা অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে [সংবাদ]।
১৩ আগস্ট : ১৫ই আগস্টকে সামনে রেখে ধানমন্ডির ৩টি সড়কে ১৪৪ ধারা জারি; ধানমন্ডি আবাসিক এলাকার পুরনো ৩১, ৩২ ও ৩৩নং (নতুন ১১, ১২ ও ১৬নং) সড়কে তিন দিনের (১৪, ১৫ ও ১৬ আগস্ট) জন্য মিছিল, বিক্ষোভ প্রদর্শন এবং চারজনের অধিক লোকের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, পুলিশ কমিশনার কর্তৃক প্রেস বিজ্ঞপ্তি [সংবাদ]।
– অদূরদর্শিতা আর তড়িঘড়ির মাশুল, ৫০ কোটি টাকার খুদ আমদানি [ইত্তেফাক]।
১৮ আগস্ট : সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড়, কক্সবাজারে ৫০ লাশ উদ্ধার [ইত্তেফাক]।

আগস্ট ১৯৮০
১২ আগস্ট : ১৫ই আগস্ট উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এক বিজ্ঞপ্তিতে জননিরাপত্তার খাতিরে ১৪ থেকে ১৬ আগস্ট ধানমন্ডি আবাসিক এলাকার ৩১, ৩২ ও ৩৩নং সড়ক (পুরাতন) এবং নতুন ১১ ও ১২নং সড়কে চারজনের অধিক লোক সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে [ইত্তেফাক]।
১৫ আগস্ট : কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রভাত ফেরি করে হাজার হাজার মানুষের শোক মিছিল ধানমন্ডি ৩২নং সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে এবং বঙ্গবন্ধুর বাসভবনের প্রধান ফটক বন্ধ রাখা হয়। এমন পরিস্থিতিতে শোক মিছিলে অংশগ্রহণকারীরা সড়কেই মিলাদ পাঠ করেন। শ্রদ্ধা জ্ঞাপনকারীরা বঙ্গবন্ধুর বাড়ির ফটকে একটি কালো পতাকা, একটি মুদ্রিত প্রতিকৃতি ও জাতীয় পতাকা স্থাপন করে [ইত্তেফাক]।
১৯ আগস্ট : বন্যার করালগ্রাসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, ৩৪ জনের মৃত্যু; ত্রাণসামগ্রী অপ্রতুল [সংবাদ]।
২০ আগস্ট : রাজধানী ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় ২ দিনে ৫ খুন [সংবাদ]।
২১ আগস্ট : বন্যা পরিস্থিতির অবনতি, রাজশাহীতে ৪ দিন ধরে রিলিফ নেই; মৃতের সংখ্যা ৬৫ [সংবাদ]।
২২ আগস্ট : বন্যাকবলিত অঞ্চলে বুভুক্ষু মানুষের হাহাকার; মহামারির আশঙ্কা, প্রাণহানি শতাধিক [ইত্তেফাক]।
২৪ আগস্ট : অনাহারে ও রোগে লক্ষ লক্ষ বন্যার্ত মানুষ মৃত্যুর প্রহর গুনছে, এখন পর্যন্ত মৃত্যু ২৫০ জন [আজাদ]।

স্বৈরাচারী খালেদা জিয়ার দুঃশাসনের চিত্র

আগস্ট ১৯৯১
০১ আগস্ট : ঢাকা বিশ^বিদ্যালয় পরিস্থিতি : পুরো ক্যাম্পাস পুলিশের দখলে, ১৪টি হল ছাত্র-ছাত্রী শূন্য [বাংলার বাণী]।
০২ আগস্ট : জগন্নাথ কলেজে ছাত্র সংঘর্ষ, ৩ ঘণ্টাব্যাপী গুলিবিনিময় [বাংলার বাণী]।
– শিল্পাঞ্চল সীতাকুণ্ডে সন্ত্রাসী তৎপরতা সর্বকালের রেকর্ড ভঙ্গ [বাংলার বাণী]।
০৫ আগস্ট : তিন-দফা দাবিতে সচিবালয়ে সারাদিন কর্মচারীদের কর্মবিরতি পালিত [দৈনিক বাংলাদেশ]।
০৭ আগস্ট : চট্টগ্রামে ভার্সিটি শিক্ষকদের প্রতিবাদ সভা; সন্ত্রাসীদের কবল থেকে উপাচার্যকে বাঁচান [বাংলার বাণী]।
– ছাত্র সংঘর্ষ, আহত ২৫ জন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বন্ধ ঘোষণা [বাংলার বাণী]।
– ফুলবাড়িয়ায় দু-দল শ্রমিক সংঘর্ষ, এলোপাতাড়ি গুলি, বোমাবাজি, ২০টি গাড়ি ভাঙচুর [বাংলার বাণী]।
০৮ আগস্ট : চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে শিবিরকর্মীদের হাতে এখনো উপাচার্য গৃহবন্দি [র্সবাদ]।
– উত্তরাঞ্চলে ৮টি জেলায় ৫০ হাজার পরিবার আশ্রয়হীন, খাদ্য সংকট [সংবাদ]।
১০ আগস্ট : ছাত্র সংঘর্ষ, ককটেল, বোমা, গুলি; অনির্দিষ্টকালের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধ [সংবাদ]।
১২ আগস্ট : চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ২০ [সংবাদ]।
১৭ আগস্ট : সরকারি খাদ্য গুদাম থেকে এক বছরে ৮৮ কোটি টাকার খাদ্য উধাও [সংবাদ]।
১৮ আগস্ট : ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ওপর বিশেষ টিভি অনুষ্ঠানের জন্য বিটিভিতে সেট নির্মাণের পরও অদৃশ্য কারণে অনুষ্ঠান প্রচারিত হয়নি; রেডিওতে প্রচারিত হয়নি অনুষ্ঠান। বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ [বাংলার বাণী]।
১৯ আগস্ট : সীতাকুণ্ডে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশের গুলি; নিহত ৩ [বাংলার বাণী]।
২৩ আগস্ট : সরকারি কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত, অফিস-আদালত কার্যত অচল [বাংলার বাণী]।
২৪ আগস্ট : সরকারি কর্মচারীদের সমাবেশে হামলা, সচিবালয়ে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, ধরপাকড়, আহত ১৭ [সংবাদ]।
– বিভিন্ন স্থানে ছাত্র সংগঠনের জের, দেশের ৪টি বিশ^বিদ্যালয়সহ ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ [খবর]।
২৮ আগস্ট : ঢাকা নগর আওয়ামী লীগের মিছিলে সশস্ত্র হামলা, আহত ১০ [খবর]।
– এক মাসে রাঙ্গুনিয়ায় ৩৩টি ডাকাতি, ২২০টি চুরি ও ধর্ষণ অপহরণ ৮৪টি [খবর]।
২৯ আগস্ট : খুলনা বিভাগে ৭ মাসে ৩৪১টি হত্যাকাণ্ড সংঘটিত [খবর]।
৩১ আগস্ট : কৃষি ভার্সিটিতে ছাত্র সংঘর্ষ, আহত ১০০; বিডিআর-পুলিশ মোতায়েন [খবর]।

আগস্ট ১৯৯২
০১ আগস্ট : খুলনায় ছুরিকাঘাতে সিপিবি নেতা কমরেড রতন সেন খুন, শিবির-যুব কমান্ডের নামে মামলা [খবর]।
– ছাত্র হলে সংঘর্ষ, শতাধিক আহত; রাজশাহী ভার্সিটি হতে রকেট ল্যান্সারসহ বহু অস্ত্র উদ্ধার [ইত্তেফাক]।
– বগুড়ায় আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ, জাসদ ও হকার্স ইউনিয়ন অফিস ভাঙচুর [সংবাদ]।
০২ আগস্ট : ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষ, গোলাগুলি, কাঁদানে গ্যাস [খবর]।
– সংঘর্ষ গুলি ককটেল ভাঙচুর, ম্যাজিস্ট্রেটসহ ৪ জন আহত; ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধ, ছাত্রদের হলত্যাগের নির্দেশ [বাংলার বাণী]।
০৩ আগস্ট : চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে শিবিরের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে ছাত্রদলের ৫ জন আহত [সংবাদ]।
০৪ আগস্ট : ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ১০টি চেকপোস্ট; ১০০ ছাত্রের দেহ তল্লাশি [খবর]।
০৫ আগস্ট : পটুয়াখালীতে ৫০০ ছাত্রীসহ দ্বিতল লঞ্চ হাইজ্যাক, আনসারদের নদীতে নিক্ষেপ, ৯টি রাইফেল ছিনতাই [বাংলার বাণী]।
০৬ আগস্ট : দেশের ইতিহাসে প্রথম, ৭টি দলের ৭টি নোটিশ; সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব [খবর]।
– আদমজীতে সংঘর্ষ, বোমাবাজি, গুলি, আহত ৩০ [সংবাদ]।
০৭ আগস্ট : নাইক্ষ্যংছড়ি শিবিরের আবারও সন্ত্রাস, ৪টি অস্ত্র উদ্ধার : গ্রেফতার ৪ [সংবাদ]।
– আদমজীতে আবারও সন্ত্রাস, পুলিশের ৫০ রাউন্ড গুলি, ৩০ শ্রমিক আহত [বাংলার বাণী]।
০৮ আগস্ট : পাবনার বেড়ায় জামাত-শিবিরের গুলি বোমাবাজি অগ্নিসংযোগ; ৫২ বাহিনীর তাণ্ডব, মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ, আহত ১৫ [সংবাদ]।
– কিশোরগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ ১০ জন আহত, পাইপগান ও রামদা উদ্ধার [বাংলার বাণী]।
– ছাত্রদলের মধ্যে গুলিবিনিময়, সূর্যসেন হল দখল, পুলিশের কাঁদানে গ্যাস, বিশ^বিদ্যালয়ে আতঙ্ক [বাংলার বাণী]।
১১ আগস্ট : জামাত-শিবিরের সন্ত্রাসী কর্মীরা ঘাতক-দালাল নির্মূল কমিটির অফিসে হামলা চালায় [বাংলার বাণী]।
১২ আগস্ট : গোলাম আযম বাংলাদেশের নাগরিক নয়, সিনিয়র বিচারপতির রায়, রিট আবেদন নাকচ [সংবাদ]।
১৩ আগস্ট : জাতীয় শোক দিবস কমিটির নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে যাবার পথে কাঁটাবন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল থেকে গুলি ও ইট-পাটকেল ছোঁড়া হয় এবং পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে [সংবাদ]।
১৬ আগস্ট : বোয়ালখালীতে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের সভায় হামলা, লুটপাট [সংবাদ]।
১৭ আগস্ট : রানীরহাটে সর্বহারা ও গ্রামবাসী সংঘর্ষ, গুলি, ২০ জন আহত [বাংলার বাণী]।
– ময়মনসিংহে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ব্যাপক গুলি, বোমাবাজি, লুটপাট, ভাঙচুর, ৫০ জন আহত [বাংলার বাণী]।
– চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫ [বাংলার বাণী]।
১৮ আগস্ট : রাশেদ খান মেনন গুলিবিদ্ধ, প্রাণনাশের চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক; রাজধানীর তোপখানা রোডস্থ পার্টি অফিস থেকে বের হবার সঙ্গে সঙ্গে সেখানে আগে থেকেই অপেক্ষমাণ কয়েকজন হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় [সংবাদ]।
– লোহাগড়ায় ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ [বাংলার বাণী]।
– আদমজীতে আবারও সংঘর্ষ, গুলি, বোমাবাজি আহত ১৫ [বাংলার বাণী]।
২২ আগস্ট : চাঁদা না দিলে হত্যা, যশোরে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক [সংবাদ]।
২৬ আগস্ট : নীলক্ষেত এলাকায় ছাত্র ও ব্যবসায়ী সংঘর্ষ, আহত ৭ [খবর]।
২৭ আগস্ট : চট্টগ্রাম ভার্সিটিতে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩ [সংবাদ]।
– নীলক্ষেত্রে ছাত্র-দোকানি সংঘর্ষের জের, একজন ছাত্রের লাশ উদ্ধার, রাস্তা অবরোধ ভাঙচুর [সংবাদ]।
২৮ আগস্ট : ঢাকা কলেজের শোক মিছিলে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, রাবার বুলেট; ছাত্র-শিক্ষকসহ আহত ৫০; আগুন ভাঙচুর [সংবাদ]।
– সন্দ্বীপে সম্মিলিত ছাত্র মিছিলে শিবিরের গুলি, আহত ১০ [সংবাদ]।
৩০ আগস্ট : পুলিশ-সর্বহারা গুলিবিনিময়, ভাঙ্গায় ২ জন দারোগা গুলিবিদ্ধ, গ্রেফতার ২ [বাংলার বাণী]।
৩১ আগস্ট : ঢাকা ভার্সিটিতে ছাত্রদলের দু’গ্রুপের তুমুল বন্দুকযুদ্ধ; নিহত ১ আহত ৪ [সংবাদ]।
– পাবনায় আওয়ামী লীগের মিছিলে হামলা, ৩ জন গুলিবিদ্ধ [সংবাদ]।

আগস্ট ১৯৯৩
১০ আগস্ট : মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড পরিমাণ পাস, আসন না থাকায় এক লাখেরও বেশি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে না [আজকের কাগজ]।
১৬ আগস্ট : ঢাকায় দৈনিক বাংলা মোড়ে আওয়ামী লীগের মিছিলে পুলিশের লাঠিচার্জ, কাঁদুনে গ্যাসে আহত শতাধিক [আজকের কাগজ]।
১৮ আগস্ট : ছাত্রদলকে পিটিয়ে হল ছাড়া করেছে শিবির, আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষকসহ আহত ২২, বোমাসহ শিবিরকর্মী গ্রেফতার [আজকের কাগজ]।
১৯ আগস্ট : দৈনিক বাংলার বাণী অফিসে বোমা হামলা [আজকের কাগজ]।
২৪ আগস্ট : রাজশাহী বিশ^বিদ্যালয়ে উত্তেজনা, শিবিরের ক্যাডাররা হলে হলে অবস্থান নিয়েছে [আজকের কাগজ]।
আগস্ট ২০০২
০৭ আগস্ট : ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, সঙ্গে ডায়রিয়াও, ডেঙ্গুতে মারা গেছে ১৬, ডায়রিয়ায় ২৩ [সংবাদ]।
১৩ আগস্ট : ২৭ ক্যাটাগরির নন-ক্যাডার পদে নিয়োগ পরীক্ষা বাতিল [প্রথম আলো]।
১৪ আগস্ট : নোয়াখালীতে কিশোরী ও পাবনায় আদিবাসী মহিলা ধর্ষিত [প্রথম আলো]।
– চাঁদা ও সন্ত্রাসের কারণে কে-ইপিজেডের প্লট তৈরির কাজ বন্ধ, ৫ হাজার শ্রমিক বেকার [জনকণ্ঠ]।
– খুলনার খাদ্য গুদাম থেকে ১ হাজার টন গম লোপাট [সংবাদ]।
১৬ আগস্ট : দেশের বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ক্যাডারবাহিনী কর্তৃক ১৫ আগস্টের মঞ্চ ভাঙচুর, বঙ্গবন্ধু ছবি ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, কাঙালি ভোজে হামলা, জাতীয় ও কালো পতাকা ছিঁড়ে অগ্নিসংযোগ [প্রথম আলো]।
– মালিবাগে মসজিদের জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আনসারের গুলিতে ৪ জন নিহত, আহত ৫০ [ইত্তেফাক]।
১৭ আগস্ট : পাবনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ৭ মাসে ৮১ খুন [সংবাদ]।
১৮ আগস্ট : রাজধানীর তেজগাঁওয়ে পুলিশসহ নিহত ৫ [সংবাদ]।
২১ আগস্ট : গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, একজন নিহত, ১০ পুলিশসহ আহত ৪০ [সংবাদ]।
২৩ আগস্ট : রামপালে আওয়ামী লীগ নেত্রীকে পিটিয়ে জখম, মাথার চুল কেটে বিবস্ত্র করে ছবি তুলেছে বিএনপি কর্মীরা [সংবাদ]।
– সাংসদরা জাতির আস্থা হারিয়েছে, ৮ম জাতীয় সংসদ সম্পর্কে টিআইবি’র পর্যবেক্ষণ [সংবাদ]।
– আট মাসে ১২০ সামরিক-বেসামরিক ও পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে [সংবাদ]।
– মোংলায় ২০ হাজার মেট্রিন টন বিষাক্ত সার খালাসের অপেক্ষায় [সংবাদ]।
– জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে দেশে ৪১৮টি শিশু খুন, এর মধ্যে ধর্ষণ করে হত্যা ৫৮ এবং ৪ শতাধিক শিশু ধর্ষণের শিকার [জনকণ্ঠ]।
২৪ আগস্ট : নারায়ণগঞ্জ ও জামালপুরে ছাত্রদলের ক্যাডার বাহিনীর সাথে জনতার সংঘর্ষ, ১৪ জন গুলিবিদ্ধ, আহত ১৫০ [সংবাদ]।
– যানজটে ছাত্রদল নেতার গাড়ি আটকা পড়ায় গুলি, আহত ২০, ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক ৪ ঘণ্টা অবরোধ, ভাঙচুর [প্রথম আলো]।
২৬ আগস্ট : সিলেটে ছাত্রদলের চার গ্রুপের ও মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের বন্দুকযুদ্ধ; আহত ১৫০ [প্রথম আলো]।
২৭ আগস্ট : লক্ষ্মীপুরে দিবালোকে তরুণীকে ধর্ষণের পর মাথার চুলে কেটে দিয়েছে সন্ত্রাসীরা [সংবাদ]।
– ছাত্রদল-যুবদল হাতে জিম্মি নারায়ণগঞ্জ, অসহায় দুই এমপি [সংবাদ]।
– কুষ্টিয়ায় মুক্তিপণ চাঁদাবাজি টেন্ডারবাজি ও খুনাখুনিতে তৎপর ৬ বাহিনী [সংবাদ]। – জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, বহিরাগতসহ ১০ জন গ্রেফতার [প্রথম আলো]।
২৮ আগস্ট : সাতক্ষীরার কলারোয়ায় ছাত্র ও যুবদলের ক্যাডাররা ২ সন্তানের জননী, এক দুস্থ মুক্তিযোদ্ধার স্ত্রীকে গণধর্ষণ করে মাথার চুল কেটে, গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে গেছে। অন্যদিকে একই উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে তিন দিন আটকে রেখে ধর্ষণের পর ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা [সংবাদ]।
– বুয়েটে ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৪; রাবিতে শিবিরের হামলায় ছাত্রজোটের ২০ জন আহত [ইত্তেফাক]।
২৯ আগস্ট : ইটিভি’র লাইসেন্স বাতিল, সম্প্রচার বন্ধ [সংবাদ]।

আগস্ট ২০০৩
০১ আগস্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র; ক্যাম্পাসজুড়ে আতঙ্ক; ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন নেতাকর্মী ও সাধারণ ছাত্রদের ওপর ছাত্রদলের হামলা [সংবাদ]।
– বন্যায় এ পর্যন্ত ৯৪ ব্যক্তির মৃত্যু, সরকারের খয়রাতি সাহায্য মাথাপিছু ১ কেজি চাল ও নগদ ৬৪ পয়সা [সংবাদ]।
০৩ আগস্ট : কিশোরগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : দেড় মাসে ১৯ জন খুন, ধর্ষণ ১৮, নারী নির্যাতন ৪০, ডাকাতি ১৭টি [সংবাদ]।
০৫ আগস্ট : আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিলে পুলিশের লাঠিচার্জ [সংবাদ]।
০৬ আগস্ট : ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ২০ [সংবাদ]।
০৭ আগস্ট : সারাদেশে বার কাউন্সিলের আদালত বর্জন কর্মসূচি পালন [সংবাদ]।
০৮ আগস্ট : অসহনীয় গরম, ঘন ঘন লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত, রংপুরে ৩ জনের মৃত্যু [সংবাদ]।
০৯ আগস্ট : আবার বিসিএস-এর প্রশ্নপত্র ফাঁস [সংবাদ]।
– প্রচণ্ড গ্যাস সংকটের মুখোমুখি দেশ [ইত্তেফাক]।
– রাতে ঢাকায় দুই ব্যবসায়ী খুন [ইত্তেফাক]।
১১ আগস্ট : যৌথবাহিনীর হাতে মধ্যযুগীয় নির্যাতনের বিবরণ দিলেন কলেজছাত্রী নাজমা; একমাত্র অপরাধ আমি সাবেক ছাত্রলীগ নেতার বোন [জনকণ্ঠ]।
১৪ আগস্ট : ১৫০ কোটি টাকার খাদ্য লোপাট [জনকণ্ঠ]।
১৫ আগস্ট : সাত মাসে ১৯৩২ খুন, নারী নির্যাতন ১২ হাজার, অপহরণ ৪৫০ [জনকণ্ঠ]।
১৬ আগস্ট : বাধা উপেক্ষা শোক দিবস পালন, নারায়ণগঞ্জে যুবদল ক্যাডারদের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী নিহত; মুন্সিগঞ্জ, ফেনী, দেবীদ্বার ও নড়াইলে শোক দিবসের অনুষ্ঠানে বাধা, হামলা [সংবাদ]।
– পুলিশের ওপর জঙ্গীদের সশস্ত্র হামলা, জয়পুরহাটে বন্দুকযুদ্ধ, ওসিসহ আহত ৭, অস্ত্র ছিনতাই [জনকণ্ঠ]।
১৮ আগস্ট : কাপাসিয়ায় থানা যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা [সংবাদ]।
২০ আগস্ট : দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গৃহীত ১২টি প্রকল্পের মধ্যে ৯টি প্রকল্পই বন্ধ করে দিয়েছে সরকার [সংবাদ]।
২১ আগস্ট : বাগেরহাটে আট সংখ্যালঘু পরিবারে ডাকাতি মা-মেয়েসহ ৩ মহিলার শ্লীলতাহানি, আহত ১৬ [সংবাদ]।
২২ আগস্ট : খুলনার ১০ জেলায় পূর্ব বাংলার জনযুদ্ধ গ্রুপের দাপট বাড়ছেই, পোস্টারে পোস্টারে সয়লাব, প্রশাসন প্রশ্নের মুখে [সংবাদ]।
২৩ আগস্ট : জামা’আতুল ঘাঁটি গেড়েছে জয়পুরহাটের ইসলামপুরে, জঙ্গি নেতার পারিবারিক কবরস্থান থেকে ৫৫ বোমা ও বিস্ফোরক উদ্ধার [জনকণ্ঠ]।
২৪ আগস্ট : ভারতে মাওবাদীদের আঞ্চলিক সম্মেলন, বাংলাদেশের ৩টি গোপন সংগঠনের অংশগ্রহণ [সংবাদ]।
২৫ আগস্ট : সশস্ত্র মাওবাদীরা ১১ জেলায় তৎপর; ৩টি সংগঠনে ২ হাজার সার্বক্ষণিক ক্যাডার; রয়েছে গেরিলা আর্মি ও আধুনিক আগ্নেয়াস্ত্র [সংবাদ]।
২৬ আগস্ট : খুলনায় আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমামকে প্রকাশ্যে হত্যা [জনকণ্ঠ]।
২৭ আগস্ট : ঢাকা মহানগরীর ৯০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডেমরা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোজাম্মেল হককে গুলি করে হত্যা [জনকণ্ঠ]।
২৮ আগস্ট : খুলনায় বেপরোয়া সন্ত্রাস চাঁদাবাজি, সর্বত্র আতঙ্ক [প্রথম আলো]।
২৯ আগস্ট : বগুড়ায় আওয়ামী লীগ অফিসে বিএনপির হামলা, ঢাকায় পুলিশের লাঠি চার্জ [প্রথম আলো]।

আগস্ট ২০০৪
০১ আগস্ট : পুলিশের গুলিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব হোসেন তুষার নিহত [সংবাদ]।
০৩ আগস্ট : বন্যাদুর্গতদের জন্য এক মাসে মাথাপিছু ত্রাণ বরাদ্দ মাত্র ২০ টাকা ৪১ পয়সা [সংবাদ]।
০৪ আগস্ট : ১২টি চরমপন্থি দলের হাতে জিম্মি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ; আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা [প্রথম আলো]।
০৫ আগস্ট : প্রত্যন্ত এলাকায় ত্রাণ যাচ্ছে না, সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণে সমন্বয় নেই, আত্মসাৎ ও দলীয়করণের অভিযোগে সারাদেশে [প্রথম আলো]।
– কুষ্টিয়ায় অপহরণ আতঙ্ক, ৭ মাসে ৬০ জন অপহৃত [প্রথম আলো]।
০৬ আগস্ট : সিলেট মহানগরীর দুটি সিনেমা হলের সামনে পৃথক দুটি বোমা বিস্ফোরণ, এক কিশোর নিহত, আহত ১০ জন, অন্য একটি সিনেমা হলের সামনে থেকে তাজা বোমা উদ্ধার [সংবাদ]।
০৮ আগস্ট : সিলেটে মেয়রকে হত্যার চেষ্টা, গাড়িবোমা বিস্ফোরণ, আহত ৪০ [সংবাদ]।
– ডায়রিয়ায় আক্রান্ত লক্ষাধিক [জনকণ্ঠ]।
০৯ আগস্ট : বোমায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু, বিক্ষুব্ধ সিলেট [সংবাদ]।
১০ আগস্ট : সিলেটের ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুমের (র.) মাজার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি [জনকণ্ঠ]।
– চারদলীয় জোট ক্ষমতা গ্রহণের পর অর্ধশত নাশকতার ঘটনা [জনকণ্ঠ]।
১১ আগস্ট : বোমাতঙ্ক- তিন এয়ারপোর্টে রেড এলার্ট, ঢাকা চট্টগ্রাম সিলেট এয়ারপোর্টে র‌্যাব-বিডিআর পুলিশ মোতায়েন, যাত্রীদের তল্লাশি [সংবাদ]।
– সিলেটে বিমান বন্দরই উড়িয়ে দেয়ার হুমকি [সংবাদ]।
১২ আগস্ট : ঢাকা বিশ^বিদ্যালয়ের দুই ডিপার্টমেন্ট বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি; ক্যাম্পাসজুড়ে আতঙ্ক, কড়া পাহারা [সংবাদ]।
– আকস্মিক বোমা আতঙ্কে পুরো দেশ [জনকণ্ঠ]।
– রাজধানীতে তরুণীসহ চার খুন, স্বর্ণালঙ্কার লুট, ছিনতাই [জনকণ্ঠ]।
– চট্টগ্রাম বিশবিদ্যালে শিক্ষক নিয়োগে জামাতিকরণ [প্রথম আলো]।
১৬ আগস্ট : শোক দিবস পালনে পুলিশের বাধা, কুমিল্লায় নিহত ১, দুর্গাপুরে ১৪৪ ধারা, খাবার লুট, বোমাবাজি [সংবাদ]।
১৮ আগস্ট : ৯ জেলায় ১০ খুন [প্রথম আলো]।
২২ আগস্ট : ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, শেখ হাসিনার দেহরক্ষীসহ নিহত ১৮; কেন্দ্রীয় নেতাসহ আহত ৩ শতাধিক, আইভি রহমানের পা উড়ে গেছে [সংবাদ]।
– বহু শীর্ষনেতা কাতরাচ্ছেন হাসপাতালে, পুলিশের হয়রানি, গ্রেফতার [জনকণ্ঠ]।
– শত শত অর্ধমৃত মানুষের আর্তনাদ- কারও রক্ত ঝরছে, কারও পা নেই, মাংস উড়ে গেছে অনেকের [জনকণ্ঠ]।
– শেখ হাসিনাকে হত্যার সব চেষ্টাই করেছিল হামলাকারীরা, মার্সিডিজ বেঞ্জে গ্রেনেড ও গুলির অনেক চিহ্ন [প্রথম আলো]।
২৩ আগস্ট : শোকে স্তব্ধ, ক্ষোভে উত্তাল বাংলাদেশ; গ্রেনেড হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে হরতার [প্রথম আলো]।
২৫ আগস্ট : ৫৫ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে আইভি রহমানের জীবনাবসান [সংবাদ]।
– রংপুরের পীরগঞ্জের গ্রামে বিএনপির ক্যাডাররা ৭টি হিন্দু পরিবারের ২১ ঘর পুড়িয়ে দিয়েছে; লুটপাট, তাণ্ডব [সংবাদ]।
– নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় গুলি ও জবাই করে ৬ জনকে হত্যা [সংবাদ]।
২৬ আগস্ট : বিচারক নিয়োগে দলীয়করণ, আদালত বর্জন, সুপ্রিমকোর্টে কোনো কাজ হয়নি [সংবাদ]।
২৯ আগস্ট : যশোরে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন; বরিশালে যুবদলের ক্যাডাররা যুবলীগের এক নেতাকে কুপিয়ে আহত [সংবাদ]।
– দেশে আড়াই লাখ অবৈধ অস্ত্র [প্রথম আলো]।

আগস্ট ২০০৫
০১ আগস্ট : দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনীতি; মূল্য হারাচ্ছে টাকা, জ্বালানি তেল ও খাদ্যের দাম বাড়ছেই, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী [প্রথম আলো]।
০৪ আগস্ট : ভালুকার হবিরবাড়ি ইউনিয়নে যুবদল নেতা কর্তৃক যুবলীগ নেতার বাড়ি দখল [সংবাদ]।
০৫ আগস্ট : কেরানীগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ; নিহত ১ [যুগান্তর]।
– বিদ্যুৎ সংকটে নাকাল গোটা দেশ; উৎপাদনে ব্যাপক ধস, ভয়াবহ লোডশেডিং [জনকণ্ঠ]।
১০ আগস্ট : ছাত্রদল-শিবির সংঘর্ষে রাজশাহী প্যারামেডিকেল রণক্ষেত্র, বন্ধ ঘোষণা [সংবাদ]।
১৩ আগস্ট : চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত, বাঁচাতে গিয়ে ছেলে গুলিবিদ্ধ; প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ, থানা ঘেরাও [প্রথম আলো]।
১৪ আগস্ট : আখাউড়া খড়মপুর মাজারে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে [সংবাদ]।
– চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও নরসিংদীতে শোক দিবসের অনুষ্ঠানে বিএনপি ক্যাডারদের হামলা [সংবাদ]।
১৬ আগস্ট : বিভিন্ন জেলায় শোক দিবসের কর্মসূচিতে বিএনপির ক্যাডারদের হামলা, তাণ্ডব [সংবাদ]।
– আখাউড়া মাজারে বোমা হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরণ, ট্রার্গেট আখেরি মোনাজাত [সংবাদ]।
১৮ আগস্ট : ১৭ আগস্ট ৬৩ জেলায় একযোগে ৫০০ টাইমবোমা বিস্ফোরণ, বোমা হামলায় প্রকম্পিত বাংলাদেশ [জনকণ্ঠ]।
– বাংলাদেশ আক্রান্ত, নিহত ২, আহত ২৫৪ [সংবাদ]।
২০ আগস্ট : পুলিশের নির্যাতনে রাজধানীর ৬০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সুমন হোসেনের মৃত্যু [সংবাদ]।
– জামা’আতুল প্রধান আবদুর রহমানের নির্দেশে বোমা হামলা হয়েছে, ১৪ জঙ্গির স্বীকারোক্তি [প্রথম আলো]।
২১ আগস্ট : অস্ত্র ব্যবসায়ীর কাছে একে-৪৭ বিক্রি, ২ সার্জেন্টসহ গ্রেফতার ৪, চট্টগ্রামে আটক দশ ট্রাক ভর্তি অস্ত্র যাচ্ছিল উলফার কাছে [সংবাদ]।
– বারবার ধরা পড়ে আর ছাড়া পায় জঙ্গিরা, প্রশাসনের প্রশ্রয় পায় জঙ্গিরা, মামলা সাজানো হয় দুর্বলভাবে [প্রথম আলো]।
২৪ আগস্ট : ভোটের হিসাবে থেমে যাচ্ছে জঙ্গিবিরোধী অভিযান, ডানপন্থি ও ইসলামি দলগুলোর একসুর, সরকার ও জোটে অস্থিরতা [সংবাদ]।
২৭ আগস্ট : বান্দরবানে এত অস্ত্র আসছে কোত্থেকে, নাইক্ষ্যংছড়ির জঙ্গলে আরাকান আর্মি, চলে অস্ত্র কেনাবেচা, প্রশিক্ষণ [সংবাদ]।
– আবদুর রহমান দেশেই আছে, বোমা হামলাকারী জঙ্গিদের তালিকা তৈরি [প্রথম আলো]।
– জামাত-শিবির থেকে জামা’আতুল জঙ্গি [প্রথম আলো]।
২৯ আগস্ট : ২৫০ মাদ্রাসায় চলছে জঙ্গি প্রশিক্ষণ, সিরিজ বোমা হামলার ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা হতবাক [জনকণ্ঠ]।
– গুলশানে সোনার দোকানে ডাকাতি, ৫ কোটি টাকার অলঙ্কার ও হীরাসহ মূল্যবান পাথর লুট [জনকণ্ঠ]।
৩০ আগস্ট : হাইকোর্টের রায় : ১৯৭৫-এর ১৫ আগস্ট থেকে ১৯৭৯-এর ১৭ এপ্রিল পর্যন্ত সব সরকার সংবিধান ও আইনবহির্ভূত; মোশতাক, সায়েম ও জিয়া সরকার অবৈধ [সংবাদ]।
৩১ আগস্ট : বিএসএফের গুলিতে সীমান্তে ৩ বাংলাদেশি নিহত [সংবাদ]।

আগস্ট ২০০৬
০১ আগস্ট : পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিস্ফোরণোন্মুখ শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বুয়েট বন্ধ ঘোষণা; শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ে ঘেরাও, অবস্থান ধর্মঘট অগ্নিসংযোগ [জনকণ্ঠ]।
০৩ আগস্ট : ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর প্রতিবেদন : জামাতের ১৫ হাজার গেরিলা; ১৯ ক্যাম্পে গেরিলা ট্রেনিং, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা তাদের কাজ, ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনাও তাদের [জনকণ্ঠ]।
০৪ আগস্ট : জগন্নাথ বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৩০ নেতাকর্মী আহত [প্রথম আলো]।
০৫ আগস্ট : গুলশানে ব্যাংকের সামনে বোমা ফাটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই [সংবাদ]।
০৯ আগস্ট : পাবনার সুজানগরে বিএনপির হামলা ও মামলা, আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী ঘরছাড়া [প্রথম আলো]।
১০ আগস্ট : রেহমান সোবহানসহ পাঁচ বিশিষ্ট নাগরিককে গ্রেফতারের আদেশ; সিপিডির ট্রাস্টিদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী [প্রথম আলো]।
১১ আগস্ট : জকিগঞ্জ সীমান্ত রণক্ষেত্র, ১২ ঘণ্টা গুলিবিনিময়, পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত [সংবাদ]।
১৪ আগস্ট : ২৩ দিনে ভোটার সংখ্যা বেড়েছে দেড় কোটি [সংবাদ]।
– রুয়েটে ছাত্রদলের ওপর বহিরাগত শিবির ক্যাডারদের হামলা, আহত ৫০ [জনকণ্ঠ]।
১৬ আগস্ট : ১৫ আগস্ট রাজধানীর মিরপুরে শোক দিবসের অনুষ্ঠানে ঢুকে বিএনপির ক্যাডার বাহিনী স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মনির উদ্দিন মনুকে হত্যা করেছে [জনকণ্ঠ]।
– জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বিভিন্ন স্থানে বিএনপি ক্যাডারদের বাধা, ভাঙচুর; বিএনপি ক্যাডার ও পুলিশের যৌথ হামলায় কামরাঙ্গীরচর রণক্ষেত্র [জনকণ্ঠ]।
১৭ আগস্ট : ২৬টি জঙ্গি গ্রুপ সক্রিয়, শীর্ষ জঙ্গিরা সরকারের হাতে জামাই আদরে [সংবাদ]।
– লোডশেডিংয়ে দুর্বিষহ জীবন, ঘাটতি ১৯শ মেগাওয়াট [সংবাদ]।
– সেনবাগে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫০ [সংবাদ]।
২১ আগস্ট : হরকাতুল জিহাদের নেপথ্যে সরকারি জোটের দুই নেতা [সংবাদ]।
– রংপুরে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণ থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে নগর বিএনপি নেতা আজাদ ও তার ক্যাডাররা [সংবাদ]।
২২ আগস্ট : একুশে আগস্টের বোমা হামলায় গডফাদারদের বাঁচাতে জোট সরকার মরিয়া [জনকণ্ঠ]।
– আওয়ামী লীগ কর্মী, ব্যবসায়ী ও শিক্ষকসহ ৯ জন খুন [জনকণ্ঠ]।
২৩ আগস্ট : উচ্চ আদালতের বিচারপতি স্থায়ীকরণ : প্রধান বিচারপতির সুপারিশ ১৫, রাষ্ট্রপতির ইচ্ছায় হলো ১৭ জন [সংবাদ]।
২৪ আগস্ট : ১৭ জন বিচারপতির শপথ বর্জন, বিক্ষোভ বিতর্কিত ২ জনকে বেঞ্চ না দেয়ায় দাবি; জোট সরকারের কালো থাবায় আজ সুপ্রিমকোর্ট আক্রান্ত [সংবাদ]।
২৫ আগস্ট : হাসান আজিজুল হককে হত্যার হুমকি দিয়েছে শিবির, রাবি ক্যাম্পাসে মিছিল, কুশপত্তালিকা দাহ [সংবাদ]।
২৬ আগস্ট : নওগাঁও ৪ পুলিশকে জবাই করে হত্যা, অস্ত্র লুট; বোমায় নিহত যুবদল নেতা [সংবাদ]।
২৭ আগস্ট : দিনাজপুরের ফুলবাড়িয়ায় এশিয়া এনার্জিবিরোধী বিশাল সমাবেশ ও মিছিলে পুলিশ-বিডিআরের হামলা, নির্বিচারে গুলি, নিহত ৬ ও গুলিবিদ্ধ ৫০ জন; ১৪৪ ধারা জারি [সংবাদ]।
২৮ আগস্ট : আগৈলঝাড়ায় ছাত্রলীগের মিছিলে হামলা; আড়াইহাজারে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ ১০ জন আহত [সংবাদ]।
২৯ আগস্ট : রাজশাহীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১০০; লাগাতার পরিবহন ধর্মঘট [সংবাদ]।
– পদযাত্রা শেষে ফেরার পতে সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতা ইলিয়াসকে পিটিয়ে হত্যা [জনকণ্ঠ]।
৩০ আগস্ট : নরসিংদীর চর লুটে নিচ্ছে কালীগঞ্জের ছাত্রদল [প্রথম আলো]।

গ্রন্থনা : রায়হান কবির

পূর্ববর্তী নিবন্ধনৌকায় ভোট চাই
পরবর্তী নিবন্ধজোটনিরপেক্ষ আন্দোলন ও বঙ্গবন্ধু
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য