Monday, October 2, 2023
বাড়িউত্তরণ ডেস্ককৃষি জমি বাঁচাতে যেখানে-সেখানে শিল্প-কারখানা করা যাবে না

কৃষি জমি বাঁচাতে যেখানে-সেখানে শিল্প-কারখানা করা যাবে না

‘কৃষি যান্ত্রিকীকরণে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকের অধিকার রক্ষা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। কৃষকের কল্যাণে আমরা ক্ষমতায় আসার পর নানা পদক্ষেপ নিয়েছি।’

উত্তরণ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যত্রতত্র শিল্প-কারখানা স্থাপনের বিষয়ে নিরুৎসাহিত করে বলেছেন, যেখানে-সেখানে শিল্প-কারখানা করতে দেওয়া হবে না। দেশের প্রয়োজনে আমরা শিল্পায়ন করব। আমরা উন্নত হব, শিল্পায়নে যাব। কিন্তু কৃষি ও কৃষককে ত্যাগ করে নয়। কৃষিকে সঙ্গে নিয়ে আমাদের শিল্পায়ন করতে হবে। কারণ কৃষি আমাদের বাঁচিয়ে রাখে। খাদ্য দেয়, পুষ্টি দেয়, সবকিছু করে। তাই আমাদের কৃষি জমি বাঁচাতে হবে। ১৬ কোটি মানুষকে খাওয়াতে হবে। কৃষি জমি নষ্ট করা যাবে না।
গত ৬ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী কৃষক লীগের দশম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও অর্জনের ধারাবাহিকতাকে ধরে রাখতে হবে। বিএনপির সময় সারের জন্য গুলি খেয়ে ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছে। এখন আর কৃষককে জীবন দিতে হয় না। এখন সার কৃষকের হাতে পৌঁছে যায়।
দেশের এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদি পড়ে না থাকে সে-জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। শিল্প-কারখানা করার দরকার হলে সেখানে আমরা প্লট দিয়ে দেব। তিন ফসলি জমিতে কখনই শিল্প-কারখানা না। আমাদের কৃষি জমি বাঁচাতে হবে, মানুষকে খাওয়াতে হবে। আর খাদ্য চাহিদা কোনো দিন শেষ হয় না। জনসংখ্যা বাড়বে, খাদ্যের চাহিদাও বাড়বে। কাজেই একটি দেশের জন্য, একটি সমাজের জন্য কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উন্নয়ন এখনও অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষি জমি নষ্ট করে কোনো স্থাপনা বা শিল্প-কারখানা করা যাবে না।
কৃষি যান্ত্রিকীকরণে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকের অধিকার রক্ষা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। কৃষকের কল্যাণে আমরা ক্ষমতায় আসার পর নানা পদক্ষেপ নিয়েছি। ফলে কৃষি উৎপাদন বেড়েছে। আজ দেশ খাদ্য উৎপাদনে শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, উদ্বৃত্তের দেশ। আমাদের কারও কাছে খাদ্যের জন্য হাত পাততে হয় না। তাই ধান কাটা, ধানের চারা রোপণ করা, জমি চাষÑ কৃষির সব কিছু যান্ত্রিকীকরণ করার ব্যবস্থা নিয়েছি। তবে তা অবশ্যই কৃষি জমি রক্ষা করে। এদেশ কুলে-ফসলে ভরা। আরও সুন্দরভাবে আমরা এদেশকে গড়ে তুলতে চাই।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য