উত্তরণ ডেস্ক: কৃষক লীগের নতুন সভাপতি হয়েছেন কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ। আর সাধারণ সম্পাদক হয়েছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত দিনের মধ্যে কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণের পর গত ৬ নভেম্বর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সেখানে নতুন কমিটির নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এবারের সম্মেলনে সভাপতি পদে ১৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাব করা হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
নতুন সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে সংগঠনটির সাংগঠনিক ও কৃষি উপকরণ সম্পাদকও ছিলেন। ছাত্র-জীবনে তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়াও সমীর চন্দ্র চন্দ সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া উম্মে কুলসুম স্মৃতি বিগত সংসদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। এর আগে তিনি কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পেশায় তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের একজন আইনজীবী।
কৃষক লীগের নতুন সভাপতি সমীর চন্দ্র চন্দ সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি
আরও পড়ুন