Wednesday, October 4, 2023
বাড়িকবিতাকিছুটা বৃষ্টি

কিছুটা বৃষ্টি

সৈয়দ ইশতিয়াক রেজা

যদি কিছুটা বৃষ্টি হয় তবে বেশ হয়
ধুলোর ধূসর ছায়ায় আর দেখতে হবে না তোমায়
হাঁসফাঁস রোদ বেশ হয়েছে
এবার বৃষ্টি হোক
বৃষ্টিতে হেঁটে যাব হাইরাইজ বাড়ির পাশ দিয়ে
মুহূর্তে মুহূর্তে প্রগলভ হবো প্রসঙ্গ বদলে বদলে
বৃষ্টিহীন ধুলোর শহরে
আমরা ছিটকে গেছি চলমান হাত থেকে
সমাজ, সংসার নিয়ে আমার আর কিছু বলার নেই
নির্জনতার গান থেমে যাক তোমারো আঙুলে
যদি কিছুটা বৃষ্টি হয় তবে বেশ হয়

কবি রবিউল হুসাইন

আলম তালুকদার

কবি রবিউল হুসাইন
ছিলেন সৃষ্টিশীল এতদিন
হাসিখুশি অমলিন
বাংলাদেশ থাকবে যতদিন
আপনি অমর ততদিন।

স্থপতি রবিউল হুসাইন
ছিলেন চির রঙিন
দেশপ্রেমিক অন্তহীন
রবির সাথে আমার রবি থাকবে চিরদিন
রবির সৃষ্টি বলবে কথা বলবে প্রতিদিন।

গলির মাথার মেয়েটি

ইসমত শিল্পী

গলির মাথায় সাড়ে তিনতলা বাড়ি
ভোর অবধি নীল বাতি জ্বলে
শিল্পীদের বিবর্ণ বিকেল দুপুরে হারায়
সন্ধে হারানো পথে মেয়েটি রিকশা খোঁজে
ল্যাম্পপোস্টের নিচে
হলুদ তাঁতের শাড়ি, গায়ে সবুজ রং ব্লাউজ
খয়েরি আঁচল গুটিয়ে সাবধানে হাঁটে
প্লাস্টিকের চুড়ি;
এপাড়ার রাস্তায় ল্যাম্পপোস্ট একটাই; রাস্তায়
কয়েকজোড়া চোখ উসখুস করে
হলুদ মেয়েটি লজ্জায় আঁচল তোলে পিঠে
রিকশার চাকা ঘোরে; চোখ ভাসে
গলির মাথার হলুদ মেয়েটি- অলি…
রোজ ভোরে নীল বাতি জ্বেলে দিয়ে-
চলে যায় তেতালার ঘরে
শিল্পীদের সাথে
খয়েরি আঁচল টেনে সাবধানে হাঁটে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য