Wednesday, October 4, 2023
বাড়িSliderআওয়ামী লীগের মাসব্যাপী শোকের কর্মসূচি

আওয়ামী লীগের মাসব্যাপী শোকের কর্মসূচি

উত্তরণ ডেস্ক: আগস্ট মাসব্যাপী শোকের কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। গত ২৪ জুলাই নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
ওবায়দুল কাদের বলেন, শোকাবহ আগস্ট আসন্ন। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে শোকাবহ, মর্মান্তিক হত্যার স্মৃতিবিজড়িত আগস্ট আমাদের দুয়ারে সমাগত। প্রতি বছর আগস্টে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। কিন্তু এবার করোনার ভয়াবহতায় লকডাউনের কারণে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আগস্টের কর্মসূচি সীমিত পরিসরে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি হলো : ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল ৮টা ৩০ মিনিটে আবাহনী ক্লাব প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে।
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সকাল সোয়া ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে। একই দিন বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করবে।
এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। পরদিন ১৬ আগস্ট বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ১৭ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউর গ্রেনেড হামলা উপলক্ষে সকাল ৯টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া ওইদিন বেলা সাড়ে ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতির পিতার রক্ত ঋণ শোধ করতে হবে
পরবর্তী নিবন্ধরংতুলিতে শোকগাথা
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় সংবাদ

মন্তব্য