উত্তরণ প্রতিবেদন: সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর উন্নয়নে সব সময় আন্তরিক। তার নির্দেশনায় সেনাবাহিনীতে আধুনিকায়নের কাজ চলছে। আধুনিক প্রযুক্তি সংবলিত অরলিকন রাডার কন্ট্রোল গান সেনাবাহিনীর সরঞ্জামাদির তালিকায় যুক্ত হয়েছে। ফলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে সেনাবাহিনীর সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল।’ গত ১৩ অক্টোবর উখিয়ায় মেরিন ড্রাইভের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীতে সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিং অনুষ্ঠান শেষে এসব কথা বলেন সেনাপ্রধান। রোহিঙ্গা সম্পর্কে সেনাপ্রধান বলেন, ‘পুরো ক্যাম্প নিয়ন্ত্রণ নয়, রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত যাতায়াত নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণ করে দেবে সেনাবাহিনী। এ নিয়ে পরিকল্পনা চলছে। সিদ্ধান্ত এলেই বেড়া নির্মাণে হাত দেবে।’ সেনাবাহিনীর অরলিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিংকালে জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।